ETV Bharat / state

বিশ্বাসঘাতকতার শাস্তি ! পিণ্ডদান, মাথা মুড়িয়ে দলবদলু পঞ্চায়েত প্রধানের 'শ্রাদ্ধ' করল বিজেপি - BJP Performs Last Rites of Worker

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 4:38 PM IST

BJP performs last rites of former party member who joined TMC: দল ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে ৷ দলবদলু সেই পঞ্চায়েত প্রধানকে অভিনব শাস্তি দিল বিজেপি ৷ প্রাক্তন কর্মীর শ্রাদ্ধ করল গেরুয়াশিবির ৷

BJP performs last rites of former party member
বিশ্বাসঘাতকতার শাস্তি ! (ইটিভি ভারত)

শান্তিপুর, 6 অগস্ট: লোকসভা ভোটে বঙ্গে ভরাডুবি হয়েছে বিজেপি’র ৷ তারপর থেকেই বেড়েছে পদ্মফুল ছেড়ে জোড়াফুলে ঝাঁপ দেওয়ার প্রবণতা ৷ সেভাবেই 21 জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দেন গয়েশপুরের পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ ৷ এবার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার শাস্তি দিল গেরুয়া শিবির ৷ জীবিত শ্যামলের ‘শ্রাদ্ধ’ করল প্রাক্তন দল ৷

জীবিত পঞ্চায়েত প্রধানের প্রতিচ্ছবিতে মাল্যদান, হিন্দু শাস্ত্রমতে করা হল শ্রাদ্ধানুষ্ঠান । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে । গত 20 জুলাই শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ ৷ যোগ দেন 21 জুলাইয়ে তৃণমূলের শহিদ সমাবেশেও । দলের সঙ্গে, কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় অভিনব প্রতিবাদ করল বিজেপি ৷ অন্যদিকে যার শ্রাদ্ধ করা হল, সেই শ্যামল ঘোষের দাবি, বিজেপি পাগলের প্রলাপ করছে ৷ যদিও বিরল ঘটনা সাড়া ফেলেছে রাজ্য-রাজনীতিতে ।

দল ছাড়ার প্রতিবাদে বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধানের শ্রাদ্ধের আয়োজন করা হয় ৷ শ্যামল ঘোষের প্রতিচ্ছবিতে মালা পরায় কর্মীরা, এরপর মৃত ব্যক্তির যেভাবে শ্রাদ্ধানুষ্ঠান হয়, সেভাবেই সমস্ত কিছুর ব্যবস্থা করা হয় ৷ করা হয় পিণ্ডদান, ছবির সামনে সাজানো হয় পাঁচ রকমের মিষ্টি, এক বিজেপি কর্মী মাথা মুড়িয়ে সাদা ধুতি-গেঞ্জি পড়ে সমস্ত ক্রিয়াকর্ম করেন । শ্রাদ্ধানুষ্ঠানের শেষে নদীতে অর্পণও করা হয় ।

শান্তিপুর বিধানসভার বিজেপি কর্মীদের দাবি, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শ্যামল ঘোষ ৷ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন ৷ মানুষ তাঁকে দু’হাত তুলে আশীর্বাদও করেছিলেন ৷ ফলস্বরূপ গয়েশপুর পঞ্চায়েত প্রধানের পদে বসেন তিনি ৷ বিজেপি কর্মীরা বলছেন, প্রায় 11 মাস পঞ্চায়েত চালানোর পর টাকা কাছে বিক্রি হয়ে গিয়েছেন শ্যামল ঘোষ ৷ আমরা মনে করি, বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় তাঁর আত্মার মৃত্যু হয়েছে ।

বিজেপি’র পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, ‘‘এই অভিনব প্রতিবাদের একটাই কারণ, আগামিদিনে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে একই কাজ করা হবে । পঞ্চায়েত প্রধান দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ৷ আমরা মনে করি, দলের কাছে তাঁর মৃত্যু হয়ে গিয়েছে, তাই এইভাবে অভিনব প্রতিবাদ ।’’

গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান তৃণমূল প্রধান শ্যামল ঘোষের অবশ্য দাবি, বিজেপি পাগলের প্রলাপ বকছে । সংবাদ শিরোনামে উঠে আসার জন্য এই ধরনের কাজ করছে বিজেপি ৷ না-হলে একজন জীবিত মানুষের কীভাবে শ্রাদ্ধ-শান্তি করে, এর নিন্দা করছি । দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানাবেন, প্রশাসনিক স্তরেও বিষয়টি তুলে ধরবেন ।

শান্তিপুর, 6 অগস্ট: লোকসভা ভোটে বঙ্গে ভরাডুবি হয়েছে বিজেপি’র ৷ তারপর থেকেই বেড়েছে পদ্মফুল ছেড়ে জোড়াফুলে ঝাঁপ দেওয়ার প্রবণতা ৷ সেভাবেই 21 জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দেন গয়েশপুরের পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ ৷ এবার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার শাস্তি দিল গেরুয়া শিবির ৷ জীবিত শ্যামলের ‘শ্রাদ্ধ’ করল প্রাক্তন দল ৷

জীবিত পঞ্চায়েত প্রধানের প্রতিচ্ছবিতে মাল্যদান, হিন্দু শাস্ত্রমতে করা হল শ্রাদ্ধানুষ্ঠান । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে । গত 20 জুলাই শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ ৷ যোগ দেন 21 জুলাইয়ে তৃণমূলের শহিদ সমাবেশেও । দলের সঙ্গে, কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় অভিনব প্রতিবাদ করল বিজেপি ৷ অন্যদিকে যার শ্রাদ্ধ করা হল, সেই শ্যামল ঘোষের দাবি, বিজেপি পাগলের প্রলাপ করছে ৷ যদিও বিরল ঘটনা সাড়া ফেলেছে রাজ্য-রাজনীতিতে ।

দল ছাড়ার প্রতিবাদে বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধানের শ্রাদ্ধের আয়োজন করা হয় ৷ শ্যামল ঘোষের প্রতিচ্ছবিতে মালা পরায় কর্মীরা, এরপর মৃত ব্যক্তির যেভাবে শ্রাদ্ধানুষ্ঠান হয়, সেভাবেই সমস্ত কিছুর ব্যবস্থা করা হয় ৷ করা হয় পিণ্ডদান, ছবির সামনে সাজানো হয় পাঁচ রকমের মিষ্টি, এক বিজেপি কর্মী মাথা মুড়িয়ে সাদা ধুতি-গেঞ্জি পড়ে সমস্ত ক্রিয়াকর্ম করেন । শ্রাদ্ধানুষ্ঠানের শেষে নদীতে অর্পণও করা হয় ।

শান্তিপুর বিধানসভার বিজেপি কর্মীদের দাবি, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শ্যামল ঘোষ ৷ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন ৷ মানুষ তাঁকে দু’হাত তুলে আশীর্বাদও করেছিলেন ৷ ফলস্বরূপ গয়েশপুর পঞ্চায়েত প্রধানের পদে বসেন তিনি ৷ বিজেপি কর্মীরা বলছেন, প্রায় 11 মাস পঞ্চায়েত চালানোর পর টাকা কাছে বিক্রি হয়ে গিয়েছেন শ্যামল ঘোষ ৷ আমরা মনে করি, বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় তাঁর আত্মার মৃত্যু হয়েছে ।

বিজেপি’র পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, ‘‘এই অভিনব প্রতিবাদের একটাই কারণ, আগামিদিনে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে একই কাজ করা হবে । পঞ্চায়েত প্রধান দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ৷ আমরা মনে করি, দলের কাছে তাঁর মৃত্যু হয়ে গিয়েছে, তাই এইভাবে অভিনব প্রতিবাদ ।’’

গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান তৃণমূল প্রধান শ্যামল ঘোষের অবশ্য দাবি, বিজেপি পাগলের প্রলাপ বকছে । সংবাদ শিরোনামে উঠে আসার জন্য এই ধরনের কাজ করছে বিজেপি ৷ না-হলে একজন জীবিত মানুষের কীভাবে শ্রাদ্ধ-শান্তি করে, এর নিন্দা করছি । দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানাবেন, প্রশাসনিক স্তরেও বিষয়টি তুলে ধরবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.