ETV Bharat / state

'ঠিকানা বদলান, আসব'; সৌজন্য সাক্ষাতে তৃণমূলের উজ্জ্বলকে বার্তা বিজেপি'র জিতেন্দ্রর! কীসের ইঙ্গিত - Lok Sabha Election 2024

Jitendra Tiwari Meets Ujjal Chatterjee: "ওই ঘরে কি থাকা যায়, ঘরটা ছাড়ুন ৷" সৌজন্য সাক্ষাতে হঠাৎ কেন ঘর ছাড়ার ইঙ্গিত দিলেন জিতেন্দ্র? হাতের ওপর হাত রেখে তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়কে কীসের ইঙ্গিত দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি?

Jitendra Tiwari and Ujjal Chatterjee
Jitendra Tiwari and Ujjal Chatterjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 7:29 PM IST

Updated : Mar 30, 2024, 8:00 PM IST

সৌজন্য সাক্ষাত তৃণমূলের উজ্জ্বল ও বিজেপি'র জিতেন্দ্রর

আসানসোল, 30 মার্চ: জনসংযোগে বেরিয়ে হঠাৎই দেখা তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। দেখা হতেই পাশাপাশি বসলেন পুরনো দুই বন্ধু। হাতে রইল হাত। উজ্জ্বলবাবু জিতেন্দ্র তিওয়ারিকে নিমন্ত্রণ করেন বলেলন, তাঁদের ঘরে যেতে। পালটা জিতেন্দ্রর কথা "ওই ঘরে কি থাকা যায়? ঘরটা ছাড়ুন নিশ্চয়ই আসব।" রাজনীতিতে প্রতিপক্ষ দুই বন্ধুর কথাবার্তায় আর কী উঠে এল, তা নিয়ে চর্চায় এখন রাজনৈতিক মহল।

বিজেপি এখনও প্রার্থী দিতে পারেনি আসানসোলে। অথচ প্রতিদিনই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি। শনিবার আসানসোলের 74 নম্বর ওয়ার্ডে কুলটির মিঠানি গ্রামে একটি গ্রামীণ মেলায় উপস্থিত হয়েছিলেন জিতেন্দ্র। সেখানে মানুষের সঙ্গে কথা বলেন তিনি ৷ ওই ওয়ার্ডেরই কাউন্সিলর কুলটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনিও গিয়েছিলেন ওই মেলায় ৷ দেখা হতেই জিতেন্দ্র তিওয়ারি, উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সম্মান দিয়েই পাশের আসনে গিয়ে বসেন। দু'জনে দীর্ঘক্ষণ হাত ধরে গল্প করেন। জিতেন্দ্র তিওয়ারি তখন বলেন, "আমাদের রোজই রাত সাড়ে 11টার পর কথা হয়। এ আর নতুন কী?"

এরই মাঝে উজ্জ্বল চট্টোপাধ্যায় জিতেন্দ্রকে নিজের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেন। আর তার উত্তরে জিতেন্দ্র তিওয়ারি বলেন "যে বাড়িতে আপনি আছেন, ওখানে কি থাকা যায়? বাড়িটা পালটান। নিশ্চয়ই আসব।" উল্লেখ্য, উজ্জ্বল চট্টোপাধ্যায় বহুদিন যাবৎ কুলটির চিনাকুড়িতে ছোট্ট ইসিএলের আবাসনে থাকেন। বিধায়ক থাকার সময়ও তাঁর জীবনযাত্রায় কোনও বাহুল্য চোখে পড়েনি। আজও চারচাকা নয়, অন্যের মোটরসাইকেল ঘোরেন। খুব সাধারণ জীবনযাত্রা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের।

উজ্জ্বল বাবুর ইসিএলের সেই স্যাঁতসেঁতে আবাসন পালটানোর নিদান দিলেন জিতেন্দ্র তিওয়ারি? নাকি তৃণমূলেরই ঘর ছাড়তে বললেন উজ্জ্বল চট্টোপাধ্যায়কে? সে ইঙ্গিত নিয়ে জল্পনা শুরু হয়েছে। জিতেন্দ্র তিওয়ারিকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমার সিনিয়র নেতা। বিধায়ক ছিলেন। আমি ওনার কাছে রাজনীতি করেছি। দেখা হল, কথা বলব না? শারীরিক কুশলতার তাঁর খবর জিজ্ঞেস করেছি। উনি একদিন ডেকেছেন বাড়িতে। যাব বলেছি।"

অন্যদিকে, উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, "আমার ওয়ার্ডে একটি গ্রামীণ মেলা হচ্ছে। সেখানে উনি এসেছিলেন। দেখা হয়েছে আমাদের মধ্যে। দীর্ঘদিন ধরে পরিচয়। তাই কথা হয়েছে। এর বাইরে কিছু নয়। সবার সামনেই কথা বলেছি।"

আরও পড়ুন:

  1. পাহাড়ে বিজেপির রাজু বনাম পদ্মের বিষ্ণু, নির্দল হিসেবে মনোনয়ন দাখিল বিধায়কের
  2. 'ক্ষমতায় এলে আইনি স্বীকৃতি', লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় পঞ্চমুখ সিপিএম প্রার্থী
  3. ব্যক্তিকে নয়, রবিবারের সমাবেশ সংবিধানকে বাঁচাতে, ঢোক গিলে নয়া দাবি কংগ্রেসের

সৌজন্য সাক্ষাত তৃণমূলের উজ্জ্বল ও বিজেপি'র জিতেন্দ্রর

আসানসোল, 30 মার্চ: জনসংযোগে বেরিয়ে হঠাৎই দেখা তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং আসানসোলের প্রাক্তন মেয়র ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। দেখা হতেই পাশাপাশি বসলেন পুরনো দুই বন্ধু। হাতে রইল হাত। উজ্জ্বলবাবু জিতেন্দ্র তিওয়ারিকে নিমন্ত্রণ করেন বলেলন, তাঁদের ঘরে যেতে। পালটা জিতেন্দ্রর কথা "ওই ঘরে কি থাকা যায়? ঘরটা ছাড়ুন নিশ্চয়ই আসব।" রাজনীতিতে প্রতিপক্ষ দুই বন্ধুর কথাবার্তায় আর কী উঠে এল, তা নিয়ে চর্চায় এখন রাজনৈতিক মহল।

বিজেপি এখনও প্রার্থী দিতে পারেনি আসানসোলে। অথচ প্রতিদিনই জনসংযোগ চালিয়ে যাচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি। শনিবার আসানসোলের 74 নম্বর ওয়ার্ডে কুলটির মিঠানি গ্রামে একটি গ্রামীণ মেলায় উপস্থিত হয়েছিলেন জিতেন্দ্র। সেখানে মানুষের সঙ্গে কথা বলেন তিনি ৷ ওই ওয়ার্ডেরই কাউন্সিলর কুলটির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনিও গিয়েছিলেন ওই মেলায় ৷ দেখা হতেই জিতেন্দ্র তিওয়ারি, উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সম্মান দিয়েই পাশের আসনে গিয়ে বসেন। দু'জনে দীর্ঘক্ষণ হাত ধরে গল্প করেন। জিতেন্দ্র তিওয়ারি তখন বলেন, "আমাদের রোজই রাত সাড়ে 11টার পর কথা হয়। এ আর নতুন কী?"

এরই মাঝে উজ্জ্বল চট্টোপাধ্যায় জিতেন্দ্রকে নিজের বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেন। আর তার উত্তরে জিতেন্দ্র তিওয়ারি বলেন "যে বাড়িতে আপনি আছেন, ওখানে কি থাকা যায়? বাড়িটা পালটান। নিশ্চয়ই আসব।" উল্লেখ্য, উজ্জ্বল চট্টোপাধ্যায় বহুদিন যাবৎ কুলটির চিনাকুড়িতে ছোট্ট ইসিএলের আবাসনে থাকেন। বিধায়ক থাকার সময়ও তাঁর জীবনযাত্রায় কোনও বাহুল্য চোখে পড়েনি। আজও চারচাকা নয়, অন্যের মোটরসাইকেল ঘোরেন। খুব সাধারণ জীবনযাত্রা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের।

উজ্জ্বল বাবুর ইসিএলের সেই স্যাঁতসেঁতে আবাসন পালটানোর নিদান দিলেন জিতেন্দ্র তিওয়ারি? নাকি তৃণমূলেরই ঘর ছাড়তে বললেন উজ্জ্বল চট্টোপাধ্যায়কে? সে ইঙ্গিত নিয়ে জল্পনা শুরু হয়েছে। জিতেন্দ্র তিওয়ারিকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমার সিনিয়র নেতা। বিধায়ক ছিলেন। আমি ওনার কাছে রাজনীতি করেছি। দেখা হল, কথা বলব না? শারীরিক কুশলতার তাঁর খবর জিজ্ঞেস করেছি। উনি একদিন ডেকেছেন বাড়িতে। যাব বলেছি।"

অন্যদিকে, উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, "আমার ওয়ার্ডে একটি গ্রামীণ মেলা হচ্ছে। সেখানে উনি এসেছিলেন। দেখা হয়েছে আমাদের মধ্যে। দীর্ঘদিন ধরে পরিচয়। তাই কথা হয়েছে। এর বাইরে কিছু নয়। সবার সামনেই কথা বলেছি।"

আরও পড়ুন:

  1. পাহাড়ে বিজেপির রাজু বনাম পদ্মের বিষ্ণু, নির্দল হিসেবে মনোনয়ন দাখিল বিধায়কের
  2. 'ক্ষমতায় এলে আইনি স্বীকৃতি', লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসায় পঞ্চমুখ সিপিএম প্রার্থী
  3. ব্যক্তিকে নয়, রবিবারের সমাবেশ সংবিধানকে বাঁচাতে, ঢোক গিলে নয়া দাবি কংগ্রেসের
Last Updated : Mar 30, 2024, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.