ETV Bharat / state

ভূমি সংস্কার দফতরের কর্তাকে চামড়া তুলে নেওয়ার হুশিয়ারি, চাঞ্চল্য মেখলিগঞ্জে - BLRO officer threatened - BLRO OFFICER THREATENED

Mekliganj BLRO Office: ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে অফিসে ঢুকেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে হুমকি দিতে শুরু করেন বিজেপি নেতা ।

Mekliganj BLRO Office
বিজেপি নেতার এই হুশিয়ারি এবং তাণ্ডবকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চ্যাংরাবান্ধায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 11:07 PM IST

কোচবিহার, 27 অগস্ট: মেখলিগঞ্জ ভূমি ও ভূমি সংস্কার দফতরে আধিকারিকের 'চাম তুলে নেওয়া'র হুশিয়ারি দিলেন বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি বাপি গোস্বামী । মঙ্গলবার দুপুরে ভূমি ও ভূমি সংস্কার দফতরে গিয়ে তিনি এই হুশিয়ারি দেন । এমনকি চোর বলে দফতরের আধিকারিককে পকেট থেকে টাকা বের করে দেন । পাশাপাশি চলে গালিগালাজও । বিজেপি নেতার এই হুশিয়ারি এবং তাণ্ডবকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চ্যাংরাবান্ধায়।

ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে বিজেপি নেতা দধিরাম রায়-সহ বিজেপি নেতা কর্মীদের নিয়ে মেখলিগঞ্জ ভূমি ও ভূমি সংস্কার দফতরে আসেন বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি বাপি গোস্বামী । অফিসে ঢুকেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে হুমকি দিতে শুরু করেন। এ নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা । হঠাৎ করেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন । চামড়া তুলে নেওয়ার হুশিয়ারি দেন। অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে ভিক্ষা করার পরামর্শও দেন ওই বিজেপি নেতা ।

সরকারি দফতরের ওই কর্তাকে চাপকানোর হুশিয়ারি দেন বিজেপি নেতা দধিরাম রায় । মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর চত্বরে। যদিও, বিজেপি নেতা বাপি গোস্বামী এনিয়ে কোনও মন্তব্য করতে চায়নি । তবে দধিরাম রায় বলেন, "ওই অফিসে টাকার বিনিময়ে নানা কাজ হয় । সাধারণ মানুষ অতিষ্ঠ ৷ দুর্নীতি চলছে । তাই 1000 টাকা ওই আধিকারিককে দিয়ে এসেছি ।"

অপরদিকে মেখলিগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের সুজন রায় বলেন, "ওনারা ডেপুটেশন দেবেন বলে আগে জানিয়েছিলেন। সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছিল । কিন্তু, ওনারা যা ব্যবহার করলেন, তাতে আমি মর্মাহত । গোটা বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে ।"

কোচবিহার, 27 অগস্ট: মেখলিগঞ্জ ভূমি ও ভূমি সংস্কার দফতরে আধিকারিকের 'চাম তুলে নেওয়া'র হুশিয়ারি দিলেন বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি বাপি গোস্বামী । মঙ্গলবার দুপুরে ভূমি ও ভূমি সংস্কার দফতরে গিয়ে তিনি এই হুশিয়ারি দেন । এমনকি চোর বলে দফতরের আধিকারিককে পকেট থেকে টাকা বের করে দেন । পাশাপাশি চলে গালিগালাজও । বিজেপি নেতার এই হুশিয়ারি এবং তাণ্ডবকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চ্যাংরাবান্ধায়।

ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে বিজেপি নেতা দধিরাম রায়-সহ বিজেপি নেতা কর্মীদের নিয়ে মেখলিগঞ্জ ভূমি ও ভূমি সংস্কার দফতরে আসেন বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি বাপি গোস্বামী । অফিসে ঢুকেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে হুমকি দিতে শুরু করেন। এ নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা কর্মীরা । হঠাৎ করেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন । চামড়া তুলে নেওয়ার হুশিয়ারি দেন। অভিযোগ, ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে ভিক্ষা করার পরামর্শও দেন ওই বিজেপি নেতা ।

সরকারি দফতরের ওই কর্তাকে চাপকানোর হুশিয়ারি দেন বিজেপি নেতা দধিরাম রায় । মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর চত্বরে। যদিও, বিজেপি নেতা বাপি গোস্বামী এনিয়ে কোনও মন্তব্য করতে চায়নি । তবে দধিরাম রায় বলেন, "ওই অফিসে টাকার বিনিময়ে নানা কাজ হয় । সাধারণ মানুষ অতিষ্ঠ ৷ দুর্নীতি চলছে । তাই 1000 টাকা ওই আধিকারিককে দিয়ে এসেছি ।"

অপরদিকে মেখলিগঞ্জ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের সুজন রায় বলেন, "ওনারা ডেপুটেশন দেবেন বলে আগে জানিয়েছিলেন। সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছিল । কিন্তু, ওনারা যা ব্যবহার করলেন, তাতে আমি মর্মাহত । গোটা বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.