দুর্গাপুর, 12 মে: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগেও তৃণমূলকে আক্রমণ করতে ছাড়লেন না বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ৷ কোনও দলের নাম না করে তিনি রবিবার বলেন, "যেমন ধর্ম যার যার উৎসব সবার, তেমনই দল যার যার ভোটার দিলীপ ঘোষেরই । এটা আমি দেখিয়ে দেব ৷ আগেও পরিশ্রম করে জিতেছি ৷ এবারও জিতব ৷"
শনিবার বিকেলে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার । চতুর্থ দফায় সোমবার বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোট । তার আগেই দুর্গাপুরের বিধাননগর এলাকা জুড়ে প্রাতঃ ভ্রমণ করে সেক্টর 2সির শ্রী শ্রী মা আনন্দময়ী কালীমন্দিরে প্রণাম সারলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । এরপরেই মন্দিরে চা খেয়ে জনসংযোগ সারেন তিনি । সেখান থেকে তিনি বলেন, "মায়ের কাছে সুখ সমৃদ্ধি আর শান্তি কামনা করলাম । সমাজ, রাজনীতি, দুর্নীতিতে কলুষিত হয়ে গিয়েছে সব । মা সকলকে শান্তি দিক সুমতি দিক ৷ বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়াক দুনিয়ার কাছে, এই প্রার্থনা করলাম ।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরে রয়েছেন ৷ এই সময়ে প্রকাশ্যে এসেছে সন্দেশখালি স্টিং ভিডিয়োর দ্বিতীয় পর্ব ৷ সেখানে নতুন নানা তথ্য শোনা গিয়েছে গঙ্গাধর কয়ালের মুখে ৷ সন্দেশখালির এই বিতর্কিত ভিডিয়ো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "অনেক ভিডিয়ো আসবে যাবে । তদন্ত চলছে আদালতের নির্দেশে । যেই এই চক্রান্ত করে থাকুক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক । এই ঘটনার সত্যতাও সামনে আসবে ৷" আগামিকাল তিনি বর্ধমান থেকে দুর্গাপুরে ভোট দেখতে আসবেন বলে জানান । আজকের দিনে আরও কিছু জায়গায় যাবেন কর্মীদের মনোবল বাড়াতে । বাকি সব প্রস্তুতি হয়ে গিয়েছে বলেও জানান তিনি ।
আরও পড়ুন: