ETV Bharat / state

নির্বাচনী প্রচারে গানের ছন্দে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া নিয়ে কটাক্ষ অসীম সরকারের - Lok Sabha Election 2024

Ashim Sarkar on Mamata Banerjee: আসানসোলে জনসভায় যাওয়ার পথে হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চোটকেই এবার নির্বাচনী প্রচারে অস্ত্র করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার ৷

Ashim Kumar Sarkar
অসীম সরকারের নির্বাচনী প্রচার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 8:53 PM IST

Updated : Apr 28, 2024, 9:05 PM IST

অসীম সরকারের বক্তব্য

পূর্বস্থলী, 28 এপ্রিল: গানে গানে এবার মুখ্যমন্ত্রীর চোট পাওয়া তুলে ধরলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার ৷ তাঁর মতে, বাংলায় ভোট এলেই মুখ্যমন্ত্রী একটা না একটা চোট পাবেনই । তবে যেদিন তিনি গদি হারা হবেন, সেদিন তিনি চিৎ হয়ে পড়বেন । শনিবার নির্বাচনী প্রচারে আসানসোলে জনসভা করতে এসে হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার মুখ্যমন্ত্রীর সেই চোট পাওয়া নিয়ে গানের সুরে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী অসীম সরকার ।

এদিন পূর্বস্থলী এলাকায় প্রচারে বেরিয়ে গানের ছন্দে বিজেপি প্রার্থী বলেন, "আমি তো বারেবারে একটা কথা বলি, যখন এই বঙ্গদেশে আসে একটা ভোট, যখন এই বাংলায় আমাদের আসে একটা ভোট । যেখানেই হোক, মুখ্যমন্ত্রী পাবেন তখন চোট । এটা ওনার অভ্যাসে । পশ্চিমবঙ্গের জনগণ জেনে গিয়েছে ভাই, ভোটের সময় মুখ্যমন্ত্রীর চোট খাওয়া চাই । তবে একটা চোটই বাকি আছে যেদিন গদি হারা হবে, সেই চোটেতে মুখ্যমন্ত্রী চিৎ হয়ে পড়বে ৷"

শনিবার বিকেলে জামালপুরে জনসভা করতে এসে বিজেপি প্রার্থী অসীম সরকারের সমালোচনা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি বলেন, "বিজেপি শাসিত রাজ্যগুলিতে তপশিলি জাতি উপজাতির মানুষদের উপরে কেন অত্যাচারের সংখ্যা বেশি ?" তার উত্তর আগে দিতে হবে অসীম সরকারকে । যদিও পরে অভিষেক নিজেই বলেন এই উত্তর অসীম সরকার দিতে পারবেন না । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে মিথ্যে বলে দাবি করেন বিজেপি প্রার্থী অসীম সরকার । উলটে তিনি অভিষেকের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, "রাজ্য মন্ত্রিসভায় একজনও নমঃশূদ্র মন্ত্রী নেই কেন ?" এরপরেই তিনি হেলিকপ্টারে উঠতে গিয়ে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া নিয়ে কটাক্ষ করেন ।

আরও পড়ুন :

  1. ভূপতিনগর নিয়ে গলায় কবিগান অসীমের, প্রচারে ঝড় বিজেপি প্রার্থীর
  2. প্রচারে হাতিয়ার লোকসঙ্গীত, মমতাকে অন্ধ রতন কানহার সঙ্গে তুলনা বিজেপি প্রার্থীর
  3. প্রচারে বেরিয়ে গানে গানে তৃণমূল প্রার্থীকে আক্রমণ বিজেপি প্রার্থী অসীম সরকারের

অসীম সরকারের বক্তব্য

পূর্বস্থলী, 28 এপ্রিল: গানে গানে এবার মুখ্যমন্ত্রীর চোট পাওয়া তুলে ধরলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার ৷ তাঁর মতে, বাংলায় ভোট এলেই মুখ্যমন্ত্রী একটা না একটা চোট পাবেনই । তবে যেদিন তিনি গদি হারা হবেন, সেদিন তিনি চিৎ হয়ে পড়বেন । শনিবার নির্বাচনী প্রচারে আসানসোলে জনসভা করতে এসে হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার মুখ্যমন্ত্রীর সেই চোট পাওয়া নিয়ে গানের সুরে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী অসীম সরকার ।

এদিন পূর্বস্থলী এলাকায় প্রচারে বেরিয়ে গানের ছন্দে বিজেপি প্রার্থী বলেন, "আমি তো বারেবারে একটা কথা বলি, যখন এই বঙ্গদেশে আসে একটা ভোট, যখন এই বাংলায় আমাদের আসে একটা ভোট । যেখানেই হোক, মুখ্যমন্ত্রী পাবেন তখন চোট । এটা ওনার অভ্যাসে । পশ্চিমবঙ্গের জনগণ জেনে গিয়েছে ভাই, ভোটের সময় মুখ্যমন্ত্রীর চোট খাওয়া চাই । তবে একটা চোটই বাকি আছে যেদিন গদি হারা হবে, সেই চোটেতে মুখ্যমন্ত্রী চিৎ হয়ে পড়বে ৷"

শনিবার বিকেলে জামালপুরে জনসভা করতে এসে বিজেপি প্রার্থী অসীম সরকারের সমালোচনা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি বলেন, "বিজেপি শাসিত রাজ্যগুলিতে তপশিলি জাতি উপজাতির মানুষদের উপরে কেন অত্যাচারের সংখ্যা বেশি ?" তার উত্তর আগে দিতে হবে অসীম সরকারকে । যদিও পরে অভিষেক নিজেই বলেন এই উত্তর অসীম সরকার দিতে পারবেন না । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে মিথ্যে বলে দাবি করেন বিজেপি প্রার্থী অসীম সরকার । উলটে তিনি অভিষেকের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, "রাজ্য মন্ত্রিসভায় একজনও নমঃশূদ্র মন্ত্রী নেই কেন ?" এরপরেই তিনি হেলিকপ্টারে উঠতে গিয়ে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া নিয়ে কটাক্ষ করেন ।

আরও পড়ুন :

  1. ভূপতিনগর নিয়ে গলায় কবিগান অসীমের, প্রচারে ঝড় বিজেপি প্রার্থীর
  2. প্রচারে হাতিয়ার লোকসঙ্গীত, মমতাকে অন্ধ রতন কানহার সঙ্গে তুলনা বিজেপি প্রার্থীর
  3. প্রচারে বেরিয়ে গানে গানে তৃণমূল প্রার্থীকে আক্রমণ বিজেপি প্রার্থী অসীম সরকারের
Last Updated : Apr 28, 2024, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.