পূর্বস্থলী, 28 এপ্রিল: গানে গানে এবার মুখ্যমন্ত্রীর চোট পাওয়া তুলে ধরলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার ৷ তাঁর মতে, বাংলায় ভোট এলেই মুখ্যমন্ত্রী একটা না একটা চোট পাবেনই । তবে যেদিন তিনি গদি হারা হবেন, সেদিন তিনি চিৎ হয়ে পড়বেন । শনিবার নির্বাচনী প্রচারে আসানসোলে জনসভা করতে এসে হেলিকপ্টারে উঠতে গিয়ে হোঁচট খেয়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার মুখ্যমন্ত্রীর সেই চোট পাওয়া নিয়ে গানের সুরে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী অসীম সরকার ।
এদিন পূর্বস্থলী এলাকায় প্রচারে বেরিয়ে গানের ছন্দে বিজেপি প্রার্থী বলেন, "আমি তো বারেবারে একটা কথা বলি, যখন এই বঙ্গদেশে আসে একটা ভোট, যখন এই বাংলায় আমাদের আসে একটা ভোট । যেখানেই হোক, মুখ্যমন্ত্রী পাবেন তখন চোট । এটা ওনার অভ্যাসে । পশ্চিমবঙ্গের জনগণ জেনে গিয়েছে ভাই, ভোটের সময় মুখ্যমন্ত্রীর চোট খাওয়া চাই । তবে একটা চোটই বাকি আছে যেদিন গদি হারা হবে, সেই চোটেতে মুখ্যমন্ত্রী চিৎ হয়ে পড়বে ৷"
শনিবার বিকেলে জামালপুরে জনসভা করতে এসে বিজেপি প্রার্থী অসীম সরকারের সমালোচনা করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি বলেন, "বিজেপি শাসিত রাজ্যগুলিতে তপশিলি জাতি উপজাতির মানুষদের উপরে কেন অত্যাচারের সংখ্যা বেশি ?" তার উত্তর আগে দিতে হবে অসীম সরকারকে । যদিও পরে অভিষেক নিজেই বলেন এই উত্তর অসীম সরকার দিতে পারবেন না । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে মিথ্যে বলে দাবি করেন বিজেপি প্রার্থী অসীম সরকার । উলটে তিনি অভিষেকের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন, "রাজ্য মন্ত্রিসভায় একজনও নমঃশূদ্র মন্ত্রী নেই কেন ?" এরপরেই তিনি হেলিকপ্টারে উঠতে গিয়ে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া নিয়ে কটাক্ষ করেন ।
আরও পড়ুন :