পুনর্নির্বাচনেও মথুরাপুরে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির, তির তৃণমূলের দিকে - REPOLLING AT MATHURAPUR - REPOLLING AT MATHURAPUR
Vote Rigging in Mathurapur: ভোট দেওয়ার অভিযোগ ওঠায় পুনরায় ভোট হচ্ছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বুথে ৷ পুনর্নির্বাচনের দিনও ওই বুথে সেই ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল ৷ তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলল বিজেপি ৷
Published : Jun 3, 2024, 3:24 PM IST
|Updated : Jun 3, 2024, 3:43 PM IST
কাকদ্বীপ, 3 জুন: মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার আড্ডির মহল এলাকায় 26 নম্বর বুথে সকাল থেকে ভোটগ্রহণ চলছে ৷ এই বুথে পুনর্নির্বাচনের দিনও বিজেপির এজেন্টকে বের করে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ৷ এমনই অভিযোগ তুললেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত ৷ তিনি বলেন, "বুথের মধ্যে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে দেদার ছাপ্পা চালাচ্ছে তৃণমূলের লোকজনেরা ।"
জানা গিয়েছে, এই অভিযোগ পাওয়ার পর এই বুথে ছুটে আসেন বিজেপি প্রার্থী ৷ তাঁর কথায়, "ভোটের দিনও মথুরাপুর লোকসভা কেন্দ্রের বহু এলাকায় সন্ত্রাস চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হল সোমবার ।" যদিও মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী বাপি হালদার ৷ তিনি বলেন, "মানুষ বিজেপির পাশে নেই । মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিচ্ছে ৷ মিথ্যা অভিযোগ করছে বিজেপি । এখানে খুব শান্তিপূর্ণভাবেই ভোট চলছে । মানুষ স্বতঃস্ফূর্তভাবেই তাদের ভোট দিচ্ছে ।"
শেষ দফায় শনিবার মথুরাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হয় ৷ ওই দিন বিভিন্ন বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট ও এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছিল বিজেপি । পদ্মশিবিরের সেই অভিযোগের পরেই সোমবার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের আড্ডির মহল এলাকায় 26 নম্বর বুথে পুনরায় ভোট করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন । আজ সকাল থেকেই ভোট চলছে সেখানে ৷ ভোটগ্রহণ কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে ৷ কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা । কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত । মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ ৷