ETV Bharat / state

তদন্ত হলে মন্ত্রিসভার এক চতুর্থাংশ জেলে থাকত, বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় তোপ বিমানের - BIMAN BOSE

মালদায় দলীয় কর্মসূচিতে এসে ট্যাবের টাকা দুর্নীতি নিয়ে মন্তব্য করেন বিমান বসু । রাজ্য সরকারের সমালোচনায় সরব হন তিনি ৷

Biman Bose
মালদায় বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় বিমান বসু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 6:03 PM IST

মালদা, 10 নভেম্বর: ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ তাঁর দাবি, সঠিকভাবে তদন্ত করলে এই সরকারের এক চতুর্থাংশ মন্ত্রিসভা জেল হেফাজতে থাকবে ।

দুর্নীতির অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল । সম্প্রতি রাজ্য সরকারের ট্যাবের বরাদ্দ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে মালদা-সহ অন্যান্য জেলায় । ইতিমধ্যে শিক্ষা দফতর তিনটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে । আর এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিমান বসু ।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে রবিবার মালদা শহরের টাউনহলে একটি স্মরণসভার আয়োজন করা হয় । স্মরণসভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বাম নেতা শতরূপ ঘোষ-সহ জেলা নেতৃত্বরা । কার্যক্রম যোগ দিতে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিমান বসু । রাজ্যজুড়ে চারিদিকে বেআইনি অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, "অস্ত্র যখন উদ্ধার হচ্ছে, সরকারের উচিত এর মূল খুঁজে বের করা । যারা এই অস্ত্রের কারবার করছে তাদেরও ধরা উচিত ।"

মালদায় দলীয় কর্মসূচিতে বিমান বসু (ইটিভি ভারত)

সম্প্রতি মালদা-সহ অন্যান্য জেলাতে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে ৷ এ প্রসঙ্গে বিমান বসু বলেন, "রাজ্যজুড়ে যেভাবে দুর্নীতি ধরা পড়ছে তাতে বলার কিছু নেই । দুর্নীতির মালা পরে সরকার পথ চলছে । সঠিকভাবে তদন্ত হলে মন্ত্রিসভার এক চতুর্থাংশ জেল হেফাজতে থাকবে । এই দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে না । সেই কারণে দুর্নীতির চক্র এভাবে চলতে পারছে । এই দুর্নীতির চক্র পুরোপুরিভাবে সরকারের বন্ধ করা উচিত ।"

Biman Bose
বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির স্মরণসভা মালদায় (নিজস্ব ছবি)
Biman Bose
মালদার সভায় বিমান বসু (নিজস্ব ছবি)

আসন্ন উপনির্বাচন প্রসঙ্গে বিমান বসুর প্রতিক্রিয়া, "এই উপনির্বাচনে ছ'টির মধ্যে পাঁচটি আসনে তৃণমূল ছিল । এই পাঁচটি আসনে হারলেও সরকারের কোনও ক্ষতি হবে না । এই নির্বাচনে আরজি কর মেডিক্যালের ঘটনার প্রভাব পড়বে কি না তাও বলতে পারছি না । সাধারণ মানুষের মনে যা চলছে ভোটবাক্সে সেই রায় উঠে আসবে ।"

মালদা, 10 নভেম্বর: ট্যাবের টাকা জালিয়াতির অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ তাঁর দাবি, সঠিকভাবে তদন্ত করলে এই সরকারের এক চতুর্থাংশ মন্ত্রিসভা জেল হেফাজতে থাকবে ।

দুর্নীতির অভিযোগে জেরবার রাজ্যের শাসকদল । সম্প্রতি রাজ্য সরকারের ট্যাবের বরাদ্দ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে মালদা-সহ অন্যান্য জেলায় । ইতিমধ্যে শিক্ষা দফতর তিনটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে । আর এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিমান বসু ।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে রবিবার মালদা শহরের টাউনহলে একটি স্মরণসভার আয়োজন করা হয় । স্মরণসভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বাম নেতা শতরূপ ঘোষ-সহ জেলা নেতৃত্বরা । কার্যক্রম যোগ দিতে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিমান বসু । রাজ্যজুড়ে চারিদিকে বেআইনি অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, "অস্ত্র যখন উদ্ধার হচ্ছে, সরকারের উচিত এর মূল খুঁজে বের করা । যারা এই অস্ত্রের কারবার করছে তাদেরও ধরা উচিত ।"

মালদায় দলীয় কর্মসূচিতে বিমান বসু (ইটিভি ভারত)

সম্প্রতি মালদা-সহ অন্যান্য জেলাতে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে ৷ এ প্রসঙ্গে বিমান বসু বলেন, "রাজ্যজুড়ে যেভাবে দুর্নীতি ধরা পড়ছে তাতে বলার কিছু নেই । দুর্নীতির মালা পরে সরকার পথ চলছে । সঠিকভাবে তদন্ত হলে মন্ত্রিসভার এক চতুর্থাংশ জেল হেফাজতে থাকবে । এই দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে না । সেই কারণে দুর্নীতির চক্র এভাবে চলতে পারছে । এই দুর্নীতির চক্র পুরোপুরিভাবে সরকারের বন্ধ করা উচিত ।"

Biman Bose
বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির স্মরণসভা মালদায় (নিজস্ব ছবি)
Biman Bose
মালদার সভায় বিমান বসু (নিজস্ব ছবি)

আসন্ন উপনির্বাচন প্রসঙ্গে বিমান বসুর প্রতিক্রিয়া, "এই উপনির্বাচনে ছ'টির মধ্যে পাঁচটি আসনে তৃণমূল ছিল । এই পাঁচটি আসনে হারলেও সরকারের কোনও ক্ষতি হবে না । এই নির্বাচনে আরজি কর মেডিক্যালের ঘটনার প্রভাব পড়বে কি না তাও বলতে পারছি না । সাধারণ মানুষের মনে যা চলছে ভোটবাক্সে সেই রায় উঠে আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.