ETV Bharat / state

শালতোড়ায় বাইক বিস্ফোরণে মৃত্যু 1 ব্যক্তির, ডিনামাইট বহনের অভিযোগ বিজেপির - Dynamite Blast in Bankura - DYNAMITE BLAST IN BANKURA

Dynamite Blast in Bankura: বাঁকুড়ার শালতোড়ায় বাইক বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির ৷ যে ঘটনা বেআইনি খাদান খননের জন্য ডিনামাইট নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিজেপি ৷ যদিও, পুলিশের তরফে এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার ৷

Dynamite Blast in Bankura
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 9:06 PM IST

শালতোড়া, (বাঁকুড়া) 31 অগস্ট: বাঁকুড়ার শালতোড়ার লাপাহাড়ি মোড়ে চলন্ত বাইকে বিস্ফোরণের ঘটনায় ডিনামাইট বহন করার অভিযোগ ৷ শুক্রবার রাতের ঘটনায় ডিনামাইট বিস্ফোরণেই বাইক আরোহী জয়দেব মণ্ডলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিজেপির ৷ যদিও, পুলিশের তরফে ডিনামাইট বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ এনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ওই ব্যক্তি বেআইনি খাদান খননের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন ৷ পুলিশের বিরুদ্ধে পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি, এনআইএ তদন্তের দাবিও তুলেছে বিজেপি ৷

শালতোড়ায় বাইক বিস্ফোরণে মৃত্যু 1 ব্যক্তির ৷ (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছু তার উদ্ধার হয়েছে ৷ সেগুলি ডিনামাইট ও জিলেটিন স্টিকে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বিস্ফোরণের ঘটনায় জানিয়েছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ ৷ কী কারণে বিস্ফোরণ হয়েছে ? তা জানতে বাইকটির পরীক্ষা করা হচ্ছে ৷ সেই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নমুনা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি ৷

তবে, এই ঘটনায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মৃত জয়দেব মণ্ডল বেআইনি পাথর খাদান খননের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন ৷ দুর্ভাগ্যবশত সেই ডিনামাইট বিস্ফোরণ হয় এবং তিনি মারা যান ৷ এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রমাণ লোপাটের জন্য দ্রুত জয়দেব মণ্ডলের দাহ করার চেষ্টা করছে বলেও অভিযোগ শুভেন্দুর ৷ তিনি এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে উল্লেখ করে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন করেন ৷

এই ঘটনার পিছনে বেআইনি খাদান খনন চক্রের অভিযোগে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে নিশানা করেছেন শুভেন্দু ৷ তাঁর অভিযোগ, অরূপ চক্রবর্তী সাংসদ হওয়ার পরেই, ওই এলাকায় বেআইনি পাথর খাদান চক্র সক্রিয় হয়েছে ৷ আর স্থানীয় পুলিশ প্রশাসনের মদতে এই বেআইনি খাদানগুলিতে ডিনামাইট সরবরাহ হয় বলে অভিযোগ করেছেন তিনি ৷ এই ঘটনায় এনআইএ যাতে নজর রাখে, সেই দাবিও করেছেন বিরোধী দলনেতা ৷

অন্যদিকে, বিস্ফোরণের প্রতিবাদে আজ বাঁকুড়া জেলার বিজেপি নেতৃত্ব শালতোড়া মোড়ে অবরোধ করে ৷ যেখানে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি এবং বিজেপির বাঁকুড়া জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল উপস্থিত ছিলেন ৷ এনিয়ে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি অভিযোগ করেছেন, "মৃতের পরিবার দাবি করছেন, কেউ বা কারা ওঁর বাইকে বিস্ফোরক রেখে দিয়েছিল ৷ যদি তাই হয়ে থাকে, তাহলে কারা এটা করেছে ? তা পুলিশ প্রশাসনকে খুঁজে বের করতে হবে ৷ কারা এর পিছনে রয়েছে, তা আমরা জানতে চাই ৷ এই ঘটনা এই প্রথমবার নয় ৷"

এবিষয়ে সাংসদ অরূপ চক্রবর্তীকে ফোনে যোগাযোগের চেষ্টা হলেও, তাঁকে পাওয়া যায়নি ৷ পরবর্তীতে জেলা তৃণমূলের এক নেতা জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া এই বিস্ফোরণের ঘটনায় কোনও মন্তব্য তাঁরা করবেন না ৷ অন্যদিকে, মৃত জয়দেব মণ্ডলের স্ত্রী সতীমা মণ্ডল দাবি করেছেন, তাঁর স্বামী কোনও বিস্ফোরক বহন করছিলেন না ৷ পুলিশ সত্যিটা বের করুক বলে জানিয়েছেন তিনি ৷

শালতোড়া, (বাঁকুড়া) 31 অগস্ট: বাঁকুড়ার শালতোড়ার লাপাহাড়ি মোড়ে চলন্ত বাইকে বিস্ফোরণের ঘটনায় ডিনামাইট বহন করার অভিযোগ ৷ শুক্রবার রাতের ঘটনায় ডিনামাইট বিস্ফোরণেই বাইক আরোহী জয়দেব মণ্ডলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিজেপির ৷ যদিও, পুলিশের তরফে ডিনামাইট বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ এনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, ওই ব্যক্তি বেআইনি খাদান খননের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন ৷ পুলিশের বিরুদ্ধে পুরো ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন তিনি ৷ পাশাপাশি, এনআইএ তদন্তের দাবিও তুলেছে বিজেপি ৷

শালতোড়ায় বাইক বিস্ফোরণে মৃত্যু 1 ব্যক্তির ৷ (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ স্থল থেকে বেশ কিছু তার উদ্ধার হয়েছে ৷ সেগুলি ডিনামাইট ও জিলেটিন স্টিকে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বিস্ফোরণের ঘটনায় জানিয়েছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ ৷ কী কারণে বিস্ফোরণ হয়েছে ? তা জানতে বাইকটির পরীক্ষা করা হচ্ছে ৷ সেই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বিভিন্ন নমুনা পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি ৷

তবে, এই ঘটনায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, মৃত জয়দেব মণ্ডল বেআইনি পাথর খাদান খননের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন ৷ দুর্ভাগ্যবশত সেই ডিনামাইট বিস্ফোরণ হয় এবং তিনি মারা যান ৷ এই ঘটনায় স্থানীয় পুলিশ প্রমাণ লোপাটের জন্য দ্রুত জয়দেব মণ্ডলের দাহ করার চেষ্টা করছে বলেও অভিযোগ শুভেন্দুর ৷ তিনি এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে উল্লেখ করে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন করেন ৷

এই ঘটনার পিছনে বেআইনি খাদান খনন চক্রের অভিযোগে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে নিশানা করেছেন শুভেন্দু ৷ তাঁর অভিযোগ, অরূপ চক্রবর্তী সাংসদ হওয়ার পরেই, ওই এলাকায় বেআইনি পাথর খাদান চক্র সক্রিয় হয়েছে ৷ আর স্থানীয় পুলিশ প্রশাসনের মদতে এই বেআইনি খাদানগুলিতে ডিনামাইট সরবরাহ হয় বলে অভিযোগ করেছেন তিনি ৷ এই ঘটনায় এনআইএ যাতে নজর রাখে, সেই দাবিও করেছেন বিরোধী দলনেতা ৷

অন্যদিকে, বিস্ফোরণের প্রতিবাদে আজ বাঁকুড়া জেলার বিজেপি নেতৃত্ব শালতোড়া মোড়ে অবরোধ করে ৷ যেখানে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি এবং বিজেপির বাঁকুড়া জেলার সভাপতি সুনীল রুদ্র মণ্ডল উপস্থিত ছিলেন ৷ এনিয়ে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি অভিযোগ করেছেন, "মৃতের পরিবার দাবি করছেন, কেউ বা কারা ওঁর বাইকে বিস্ফোরক রেখে দিয়েছিল ৷ যদি তাই হয়ে থাকে, তাহলে কারা এটা করেছে ? তা পুলিশ প্রশাসনকে খুঁজে বের করতে হবে ৷ কারা এর পিছনে রয়েছে, তা আমরা জানতে চাই ৷ এই ঘটনা এই প্রথমবার নয় ৷"

এবিষয়ে সাংসদ অরূপ চক্রবর্তীকে ফোনে যোগাযোগের চেষ্টা হলেও, তাঁকে পাওয়া যায়নি ৷ পরবর্তীতে জেলা তৃণমূলের এক নেতা জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া এই বিস্ফোরণের ঘটনায় কোনও মন্তব্য তাঁরা করবেন না ৷ অন্যদিকে, মৃত জয়দেব মণ্ডলের স্ত্রী সতীমা মণ্ডল দাবি করেছেন, তাঁর স্বামী কোনও বিস্ফোরক বহন করছিলেন না ৷ পুলিশ সত্যিটা বের করুক বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.