ETV Bharat / state

গ্যাংস্টার সুবোধের রসিকতা, 'আমার ঘরে চাচি আছে তো' - Gangster Subodh Singh

Bihar gang's logistics head 'chachi' nabbed: ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের ঘটনায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি। ফের তাকে আগামী 31 জুলাই পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Gangster Subodh Singh
গ্যাংস্টার সুবোধ সিং (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 7:03 PM IST

আসানসোল, 17 জুলাই: সম্প্রতি ডোমজুড় ডাকাতিকাণ্ডে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। যার নাম আশা দেবী ওরফে 'চাচি'। এই চাচি আগে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের ডাকাত দলের অন্যতম মাথা ছিল বলে অভিযোগ। আর সেই চাচি সম্পর্কেই এবার রসিকতা করল সুবোধ সিং ৷ বুধবার আসানসোল কোর্ট থেকে বেরোনোর পথে সুবোধ সিংয়ের মশকরা, "আমার বাড়িতে চাচি আছে তো !"

গ্যাংস্টার সুবোধ সিং (ইটিভি ভারত)

রানিগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের ঘটনায় আসানসোল আদালতের নির্দেশে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে বিহারের বেউড় জেল থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে আসে সিআইডি। তাকে 3 জুলাই আসানসোল আদালত 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয়। বুধবার সেই সিআইডি হেফাজত শেষে সুবোধ সিংকে আসানসোল সিজেএম কোর্টে তোলা হয়। নতুন করে জামিনের আবেদন এদিন অবশ্য করা হয়নি সুবোধের তরফে। তবে বিহার থেকে আনার পর আসানসোল সংশোধনাগারে ছিল সুবোধ সিং। অভিযোগ সেই সময় সিআইডি আধিকারিকদের হুমকি দিয়েছিল এই সুবোধ সিং। সেই ঘটনায় সিআইডি আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগও দায়ের করে।

বুধবার আসানসোল সিজিএম আদালতে সিআইডির করা ওই অভিযোগের ভিত্তিতে সুবোধকে শ্যোন অ্যারেস্ট করার অনুমতি চায় আসানসোল দক্ষিণ থানা। যদিও আদালত সেই অনুমতি দেয়নি। আসানসোল সিজিএম আদালত অভিযুক্ত সুবোধ সিংকে আগামী 31 জুলাই পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন আসানসোল কোর্ট থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় সুবোধ সিং সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আপনারা আমায় কী ভাবছন সেটাই বুঝতে পারছি না আমি !"

অন্যদিকে, সুবোধক সিংকে ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে নিয়ে আসার পরেই ডোমজুড় ডাকাতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত আশা দেবী ওরফে চাচিকে গ্রেফতার করা হয়। এই চাচি আসানসোলের মহিশীলায় বসেই ডোমজুড়ে ডাকাতির ব্লু প্রিন্ট তৈরি করেছিল বলে অভিযোগ। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, অতীতে সে এই সুবোধ সিংয়ের গ্যাংয়ে ডাকাতির কাজ করত। চাচির ব্যাপারে সুবোধকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে বলেন, "কোন চাচি?" পরে তার মশকরা উত্তর, "মেরে ঘরমে হ্যায় না চাচি !"

আসানসোল, 17 জুলাই: সম্প্রতি ডোমজুড় ডাকাতিকাণ্ডে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। যার নাম আশা দেবী ওরফে 'চাচি'। এই চাচি আগে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের ডাকাত দলের অন্যতম মাথা ছিল বলে অভিযোগ। আর সেই চাচি সম্পর্কেই এবার রসিকতা করল সুবোধ সিং ৷ বুধবার আসানসোল কোর্ট থেকে বেরোনোর পথে সুবোধ সিংয়ের মশকরা, "আমার বাড়িতে চাচি আছে তো !"

গ্যাংস্টার সুবোধ সিং (ইটিভি ভারত)

রানিগঞ্জের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও অপহরণের ঘটনায় আসানসোল আদালতের নির্দেশে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে বিহারের বেউড় জেল থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে আসে সিআইডি। তাকে 3 জুলাই আসানসোল আদালত 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয়। বুধবার সেই সিআইডি হেফাজত শেষে সুবোধ সিংকে আসানসোল সিজেএম কোর্টে তোলা হয়। নতুন করে জামিনের আবেদন এদিন অবশ্য করা হয়নি সুবোধের তরফে। তবে বিহার থেকে আনার পর আসানসোল সংশোধনাগারে ছিল সুবোধ সিং। অভিযোগ সেই সময় সিআইডি আধিকারিকদের হুমকি দিয়েছিল এই সুবোধ সিং। সেই ঘটনায় সিআইডি আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগও দায়ের করে।

বুধবার আসানসোল সিজিএম আদালতে সিআইডির করা ওই অভিযোগের ভিত্তিতে সুবোধকে শ্যোন অ্যারেস্ট করার অনুমতি চায় আসানসোল দক্ষিণ থানা। যদিও আদালত সেই অনুমতি দেয়নি। আসানসোল সিজিএম আদালত অভিযুক্ত সুবোধ সিংকে আগামী 31 জুলাই পর্যন্ত জেলা হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিন আসানসোল কোর্ট থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় সুবোধ সিং সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আপনারা আমায় কী ভাবছন সেটাই বুঝতে পারছি না আমি !"

অন্যদিকে, সুবোধক সিংকে ট্রানজিট রিমান্ডে এ রাজ্যে নিয়ে আসার পরেই ডোমজুড় ডাকাতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত আশা দেবী ওরফে চাচিকে গ্রেফতার করা হয়। এই চাচি আসানসোলের মহিশীলায় বসেই ডোমজুড়ে ডাকাতির ব্লু প্রিন্ট তৈরি করেছিল বলে অভিযোগ। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, অতীতে সে এই সুবোধ সিংয়ের গ্যাংয়ে ডাকাতির কাজ করত। চাচির ব্যাপারে সুবোধকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমে বলেন, "কোন চাচি?" পরে তার মশকরা উত্তর, "মেরে ঘরমে হ্যায় না চাচি !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.