ETV Bharat / state

নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ, ন্যায় সংহিতার অধীনে গ্রেফতার বাবা - Bharatiya Nyaya Sanhita 2023

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 7:31 PM IST

Updated : Jul 3, 2024, 7:57 PM IST

Bharatiya Nyaya Sanhita 2023: ন্যায় সংহিতার আওতায় এবার শ্লীলতাহানির মামলা রুজু হল বাংলায় ৷ বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে তাঁর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে ৷

Bharatiya Nyaya Sanhita
ভারতীয় ন্যায় সংহিতা (ইটিভি ভারত)

কলকাতা, 3 জুলাই: ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) 2023 আইনের অধীনে মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য প্রথম গ্রেফতারির ঘটনা রাজ্যে ৷ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে নিজের নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ বুধবার পুলিশের তরফে এই খবর জানানো হয়েছে ৷

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন ওই অভিযুক্ত ৷ পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুর থানায় অভিযুক্তের স্ত্রীয়ের দায়ের করা অভিযোগের পর সোমবার গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি তাঁর মেয়েকে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ জানিয়েছেন অভিযুক্তের স্ত্রী।

পুলিশের তরফে সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস ধারা 76/351(3) এবং পকসো আইনের 10 ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে ৷ একই সঙ্গে পুলিশ এও জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ সেই মামলার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ ৷ অন্যদিকে, গত 1 জুলাই বিএনএস বাস্তবায়নের প্রথম দিনে, কলকাতা পুলিশের বিভিন্ন থানায় কমপক্ষে 31টি এফআইআর নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷

1 জুলাই সারা দেশে লাগু হয়েছে তিন নয়া ফৌজদারি আইন ৷ এরপর দিল্লি থেকে শুরু বিভিন্ন জায়গায় ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা দায়ের হয়েছিল ৷ এবার পশ্চিমবঙ্গেও মামলা হল ।

ব্রিটিশ আইন বদলে মিলবে দ্রুত বিচার ? নাকি আসবে পুলিশরাজ ?

লালবাজার সূত্রে খবর, নয়া ভারতীয় ন্যায় সংহিতা আইনের 318 ধারাটি আগে ছিল 420 ধারা । তাতে প্রতারণার অভিযোগ দায়ের হত । এখন দেশে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন । এবার এই আইনে মামলা দায়ের হচ্ছে ৷ 1860 সালের ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) পরিবর্তে 'ভারতীয় ন্যায় সংহিতা 2023' ফৌজদারি আইনটি কার্যকর হয়েছে ৷ এই নতুন আইনে পুলিশকে বেশকিছু ক্ষমতা দেওয়া হয়েছে ৷

কলকাতা, 3 জুলাই: ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) 2023 আইনের অধীনে মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য প্রথম গ্রেফতারির ঘটনা রাজ্যে ৷ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে নিজের নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ বুধবার পুলিশের তরফে এই খবর জানানো হয়েছে ৷

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন ওই অভিযুক্ত ৷ পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুর থানায় অভিযুক্তের স্ত্রীয়ের দায়ের করা অভিযোগের পর সোমবার গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি তাঁর মেয়েকে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ জানিয়েছেন অভিযুক্তের স্ত্রী।

পুলিশের তরফে সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস ধারা 76/351(3) এবং পকসো আইনের 10 ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে ৷ একই সঙ্গে পুলিশ এও জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ সেই মামলার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ ৷ অন্যদিকে, গত 1 জুলাই বিএনএস বাস্তবায়নের প্রথম দিনে, কলকাতা পুলিশের বিভিন্ন থানায় কমপক্ষে 31টি এফআইআর নথিভুক্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷

1 জুলাই সারা দেশে লাগু হয়েছে তিন নয়া ফৌজদারি আইন ৷ এরপর দিল্লি থেকে শুরু বিভিন্ন জায়গায় ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা দায়ের হয়েছিল ৷ এবার পশ্চিমবঙ্গেও মামলা হল ।

ব্রিটিশ আইন বদলে মিলবে দ্রুত বিচার ? নাকি আসবে পুলিশরাজ ?

লালবাজার সূত্রে খবর, নয়া ভারতীয় ন্যায় সংহিতা আইনের 318 ধারাটি আগে ছিল 420 ধারা । তাতে প্রতারণার অভিযোগ দায়ের হত । এখন দেশে কার্যকর হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন । এবার এই আইনে মামলা দায়ের হচ্ছে ৷ 1860 সালের ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) পরিবর্তে 'ভারতীয় ন্যায় সংহিতা 2023' ফৌজদারি আইনটি কার্যকর হয়েছে ৷ এই নতুন আইনে পুলিশকে বেশকিছু ক্ষমতা দেওয়া হয়েছে ৷

Last Updated : Jul 3, 2024, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.