ETV Bharat / state

বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গেও গাঁটছড়ায় রাজি রাজ্য কংগ্রেস - Bengal Congress chief - BENGAL CONGRESS CHIEF

WB PCC President Subhankar Sarkar: দায়িত্ব পেয়ে জেলা নেতাদের প্রথম বৈঠকে উপনির্বাচন নিয়ে আলোচনা করলেন শুভঙ্কর সরকার ৷ অধীর জমানা শেষের পর তৃণমূল-সহ বিজেপি বিরোধী সকলের সঙ্গে জোট চান নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

PCC President Subhankar Sarkar
নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 10:47 AM IST

কলকাতা, 1 অক্টোবর: প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল । তৃণমূলের বিরুদ্ধে 'চরমপন্থী' অধীররঞ্জন চৌধুরীকে সরিয়ে 'নরমপন্থী' শুভঙ্কর সরকারকে দায়িত্ব দিয়ে বার্তা দিয়েছে দিল্লি ৷ সোমবার বিধানভবনে সকাল থেকে রাত পর্যন্ত জেলা নেতাদের সঙ্গে বৈঠক করে সেই জল্পনা বাড়ালেন নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন,"জেলা সভাপতিদের ডাকার উদ্দেশ্য ছিল আসিফ আলি খানের সঙ্গে তাঁদের সাক্ষাৎ করানো । লোকসভা নির্বাচনের পর প্রথম আমি এই বৈঠকের ডাক দিয়েছি । উপনির্বাচন নিয়েও আলোচনা হয়েছে । শেষ দিন পর্যন্ত আমরা বলব বিজেপি আরএসএস-কে হারানোর জন্য সবার সঙ্গে জোট চাই । বিজেপিকে পরাস্ত করার জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, তাদের তানাশাহি শেষ করার জন্য ৷ ওরা শুধু ধর্মের রাজনীতি করে । আমদের বামেদের সঙ্গে অ্যালায়েন্স রয়েছে ।"

পুজোর পরই রাজ্যের 6টি কেন্দ্রে বিধানসভা ও লোকসভা আসনে উপনির্বাচন হতে পারে । তারই প্রস্তুতি-বর্তমান অবস্থা জেনে রাখতে চাইছেন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি । আলিপুরদুয়ার, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা-সহ রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গের 6টি জেলায় উপনির্বাচন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে । এই সব কেন্দ্রে কংগ্রেসের বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেছেন শুভঙ্কর সরকার । সূত্রের খবর, নতুন সভাপতি জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন, ব্লক-পঞ্চায়েত ধরে ধরে রিপোর্ট তৈরি করুন । এলাকা ধরে ধরে রাজ্যের সংশ্লিষ্ট জেলায় ব্লকে যাবেন তিনি । সেই প্রক্রিয়া শেষ হলে বুথস্তরেরও রিপোর্ট তৈরি করা হবে বলে জানা গিয়েছে ।

শেষ লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী ইন্ডি জোটে থাকলেও, বঙ্গে বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়নি । বাম-কংগ্রেস রাজ্যে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়েছিল । কিন্তু, কংগ্রেসের 'রবিনহুড' অধীরের পরাজয় ও বামেদের শূন্য হাতে ফিরতে হয়েছে । তারপর নির্বাচন নিয়ে বাম-কংগ্রেসের আলোচনা হয়নি । সিপিএম বা বামেরা নিজের দলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করলেও কংগ্রেস করেনি । তাই, নতুন দায়িত্ব পাওয়ার পর শুভঙ্কর সরকার বৈঠক করেন । সেই বৈঠক প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য, বঙ্গ কংগ্রেসের ইনচার্জ আসিফ আলি খানও উপস্থিত ছিলেন ।

কলকাতা, 1 অক্টোবর: প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের পর থেকেই জল্পনা শুরু হয়েছিল । তৃণমূলের বিরুদ্ধে 'চরমপন্থী' অধীররঞ্জন চৌধুরীকে সরিয়ে 'নরমপন্থী' শুভঙ্কর সরকারকে দায়িত্ব দিয়ে বার্তা দিয়েছে দিল্লি ৷ সোমবার বিধানভবনে সকাল থেকে রাত পর্যন্ত জেলা নেতাদের সঙ্গে বৈঠক করে সেই জল্পনা বাড়ালেন নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন,"জেলা সভাপতিদের ডাকার উদ্দেশ্য ছিল আসিফ আলি খানের সঙ্গে তাঁদের সাক্ষাৎ করানো । লোকসভা নির্বাচনের পর প্রথম আমি এই বৈঠকের ডাক দিয়েছি । উপনির্বাচন নিয়েও আলোচনা হয়েছে । শেষ দিন পর্যন্ত আমরা বলব বিজেপি আরএসএস-কে হারানোর জন্য সবার সঙ্গে জোট চাই । বিজেপিকে পরাস্ত করার জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, তাদের তানাশাহি শেষ করার জন্য ৷ ওরা শুধু ধর্মের রাজনীতি করে । আমদের বামেদের সঙ্গে অ্যালায়েন্স রয়েছে ।"

পুজোর পরই রাজ্যের 6টি কেন্দ্রে বিধানসভা ও লোকসভা আসনে উপনির্বাচন হতে পারে । তারই প্রস্তুতি-বর্তমান অবস্থা জেনে রাখতে চাইছেন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি । আলিপুরদুয়ার, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা-সহ রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গের 6টি জেলায় উপনির্বাচন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে । এই সব কেন্দ্রে কংগ্রেসের বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেছেন শুভঙ্কর সরকার । সূত্রের খবর, নতুন সভাপতি জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন, ব্লক-পঞ্চায়েত ধরে ধরে রিপোর্ট তৈরি করুন । এলাকা ধরে ধরে রাজ্যের সংশ্লিষ্ট জেলায় ব্লকে যাবেন তিনি । সেই প্রক্রিয়া শেষ হলে বুথস্তরেরও রিপোর্ট তৈরি করা হবে বলে জানা গিয়েছে ।

শেষ লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধী ইন্ডি জোটে থাকলেও, বঙ্গে বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়নি । বাম-কংগ্রেস রাজ্যে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়েছিল । কিন্তু, কংগ্রেসের 'রবিনহুড' অধীরের পরাজয় ও বামেদের শূন্য হাতে ফিরতে হয়েছে । তারপর নির্বাচন নিয়ে বাম-কংগ্রেসের আলোচনা হয়নি । সিপিএম বা বামেরা নিজের দলের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করলেও কংগ্রেস করেনি । তাই, নতুন দায়িত্ব পাওয়ার পর শুভঙ্কর সরকার বৈঠক করেন । সেই বৈঠক প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য, বঙ্গ কংগ্রেসের ইনচার্জ আসিফ আলি খানও উপস্থিত ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.