ETV Bharat / state

যাদবপুরের নয়া উপাচার্য ভাস্কর গুপ্ত, রাজ্যের কথা শুনল রাজভবন - JADAVPUR UNIVERSITY NEW VC - JADAVPUR UNIVERSITY NEW VC

Jadavpur University: রাজ্যের অনুমোদিত ভাস্কর গুপ্তকেই যাদবপুরের ভিসি করল রাজভবন ৷ 'শুভবুদ্ধির প্রাধান্য পেয়েছে', আচার্যকে খোঁচা ব্রাত্য বসুর ৷

Jadavpur University New VC
যাদবপুরের নয়া উপাচার্য ভাস্কর গুপ্ত, রাজ্যের কথা শুনল রাজভবন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 10:08 PM IST

Updated : Apr 22, 2024, 11:08 PM IST

কলকাতা, 22 এপ্রিল: ব্যবধানটা প্রায় সাড়ে তিনমাসের ৷ তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় পেল নতুন অস্থায়ী উপাচার্য ৷ আগে দায়িত্বে ছিলেন বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্কর গুপ্তকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করেছেন আচার্য ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার রাজভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন, বলে সূত্রের দাবি। এরপরই টুইট করে ভাস্কর গুপ্তকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

রাজভবন সূত্রের দাবি, সোমবার ভাস্কর গুপ্ত রাজ্যপাল তথা আচার্য ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে লিখেছেন, "অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত করেছেন চ্যান্সেলর। বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে তাঁর নাম সুপারিশ করা হয়। মুখ্যমন্ত্রীর অনুমোদনে শিক্ষা বিভাগ তাঁর নাম অনুমোদন করে।" তাঁর আরও সংযোজন, "আশা করা যায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও রাজ্য সরকারের সুপারিশ অনুসারে চ্যান্সেলর নিয়োগ করা ভিসি পাবে। শুভবুদ্ধির প্রাধান্য পেয়েছে ৷ এর জন্য আমি চ্যান্সেলরকে অভিনন্দন জানাই। আমি অধ্যাপক ভাস্কর গুপ্তাকে যাদবপুরের ভিসি হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাই।"

প্রতিক্রিয়া দিয়েছে নয়া উপাচার্যও। তিনি বলেন, "যাদবুপর আমার নিজের জায়গা। তাই মনে হয় না কোনও সমস্যা হবে । আগে যা ঘটেছে তা সম্পূর্ণ আলাদা। আচার্য এবং উচ্চশিক্ষা দফতরের সম্মতিতে আমি উপাচার্য হয়েছি। এখানেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে । বোঝা যাচ্ছে আর কোনও সমস্যা নেই।"

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চ্যান্সেলর রাজ্যের যেসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য রয়েছে সেখানে নিয়োগের সিদ্ধান্ত নেন আচার্য সিভি আনন্দ বোস। সেই অনুযায়ী, রাজ্য সরকারের প্রস্তাবিত 8 (আট) জন প্রার্থীকে গত শনিবার আলোচনার জন্য ডাকা হয়। একইসঙ্গে প্রাক্তন যে সব উপাচার্যদের বিরুদ্ধে অভিযোগ ছিল তা খতিয়ে দেখা হয়। তারপর আজ সোমবারও ফের কয়েকজনকে রাজভবনে আমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন:

  1. ডেকেও দেখা করলেন না আচার্য, শিক্ষাবিদদের 'অপমান' নিয়ে সরব ব্রাত্য
  2. রাজ্যপাল ও আচার্যের মধ্যে পার্থক্য কী ? বোঝাতে গঠিত জাতীয় নাগরিক কমিশন
  3. 'আইন মানছেন না আচার্য', রাজভবনের ভূমিকায় উদ্বিগ্ন এডুকেশনিস্ট ফোরাম

কলকাতা, 22 এপ্রিল: ব্যবধানটা প্রায় সাড়ে তিনমাসের ৷ তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় পেল নতুন অস্থায়ী উপাচার্য ৷ আগে দায়িত্বে ছিলেন বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ভাস্কর গুপ্তকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করেছেন আচার্য ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার রাজভবনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন, বলে সূত্রের দাবি। এরপরই টুইট করে ভাস্কর গুপ্তকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

রাজভবন সূত্রের দাবি, সোমবার ভাস্কর গুপ্ত রাজ্যপাল তথা আচার্য ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু টুইটে লিখেছেন, "অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত করেছেন চ্যান্সেলর। বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে তাঁর নাম সুপারিশ করা হয়। মুখ্যমন্ত্রীর অনুমোদনে শিক্ষা বিভাগ তাঁর নাম অনুমোদন করে।" তাঁর আরও সংযোজন, "আশা করা যায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও রাজ্য সরকারের সুপারিশ অনুসারে চ্যান্সেলর নিয়োগ করা ভিসি পাবে। শুভবুদ্ধির প্রাধান্য পেয়েছে ৷ এর জন্য আমি চ্যান্সেলরকে অভিনন্দন জানাই। আমি অধ্যাপক ভাস্কর গুপ্তাকে যাদবপুরের ভিসি হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাই।"

প্রতিক্রিয়া দিয়েছে নয়া উপাচার্যও। তিনি বলেন, "যাদবুপর আমার নিজের জায়গা। তাই মনে হয় না কোনও সমস্যা হবে । আগে যা ঘটেছে তা সম্পূর্ণ আলাদা। আচার্য এবং উচ্চশিক্ষা দফতরের সম্মতিতে আমি উপাচার্য হয়েছি। এখানেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে । বোঝা যাচ্ছে আর কোনও সমস্যা নেই।"

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চ্যান্সেলর রাজ্যের যেসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদ শূন্য রয়েছে সেখানে নিয়োগের সিদ্ধান্ত নেন আচার্য সিভি আনন্দ বোস। সেই অনুযায়ী, রাজ্য সরকারের প্রস্তাবিত 8 (আট) জন প্রার্থীকে গত শনিবার আলোচনার জন্য ডাকা হয়। একইসঙ্গে প্রাক্তন যে সব উপাচার্যদের বিরুদ্ধে অভিযোগ ছিল তা খতিয়ে দেখা হয়। তারপর আজ সোমবারও ফের কয়েকজনকে রাজভবনে আমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন:

  1. ডেকেও দেখা করলেন না আচার্য, শিক্ষাবিদদের 'অপমান' নিয়ে সরব ব্রাত্য
  2. রাজ্যপাল ও আচার্যের মধ্যে পার্থক্য কী ? বোঝাতে গঠিত জাতীয় নাগরিক কমিশন
  3. 'আইন মানছেন না আচার্য', রাজভবনের ভূমিকায় উদ্বিগ্ন এডুকেশনিস্ট ফোরাম
Last Updated : Apr 22, 2024, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.