ETV Bharat / state

1 জুন ইন্ডিয়া জোটের বৈঠক, থাকছেন না মমতা! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 9:54 PM IST

CM Mamata Banerjee: আগামী 1 জুন রাজ্যের 9টি আসনে সপ্তম দফার ভোট ৷ আবার সেই দিনই বৈঠকে বসতে চলেছেন ইন্ডিয়া জোটের নেতা-নেত্রীরা ৷ তবে সেই বৈঠকে থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঠিক কী কারণে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী ?

CM Mamata Banerjee
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

কলকাতা, 27 মে: লোকসভা নির্বাচনের ছয় দফা শেষ হয়ে গিয়েছে ৷ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর বেশ শান্তিপূর্ণ ভোট হয়েছে রাজ্যে ৷ আগামী 1 জুন রয়েছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ এই দফায় রাজ্যের 9টি আসনে হবে ভোট ৷ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, দমদম, বসিরহাট, মথুরাপুর, জয়নগর এবং বারাসত কেন্দ্রে হবে ভোট ৷ ঘটনাচক্রে সে দিনই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা । তবে সেই বৈঠকে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার তা নিজেই স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী ।

রেমালের জের ! শৌচালয়ে গিয়ে তার ছিঁড়ে গায়ে পড়তেই মৃত্যু যুবকের

সোমবার কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বড়বাজারের সত্যনারায়ণ পার্কে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী । সেই সভা থেকে তিনি বলেন, "ইন্ডিয়া জোটের তরফ থেকে 1 জুন একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে । কিন্তু আমি তাঁদের বলে দিয়েছি, আমি এই বৈঠকে যোগ দিতে পারব না । সেদিন বাংলায় 9 আসনে ভোট রয়েছে । শুধু বাংলা নয়, অন্য রাজ্যগুলিতেও নির্বাচন রয়েছে ওই দিন । বিশেষ করে উত্তরপ্রদেশে । ফলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় ।"

গ্রেফতারির পর কংগ্রেস নেতাকে 'নগ্ন' করে থানায় ঘোরাল পুলিশ!

তিনি আরও বলেন, "এই মুহূর্তে রাজ্যের বড় অংশের মানুষ ঘূর্ণিঝড় বিধ্বস্ত হয়ে পড়েছেন । প্রশাসনের তরফ থেকে উদ্ধার এবং পুনর্বাসন ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে । একইসঙ্গে নির্বাচনও রয়েছে । এই অবস্থায় কীভাবে তাদের ছেড়ে আমি ইন্ডিয়া জোটের বৈঠকে যেতে পারি! এই অবস্থায় আমার প্রাথমিক লক্ষ্য হল ওই বিধ্বস্ত মানুষগুলিকে ত্রাণ পৌঁছে দেওয়া । নির্বাচনী বিধির কারণে আমি হয়তো তাঁদের কাছে পৌঁছতে পারছি না । রাজনৈতিক সভা সমাবেশ করছি, তবে আমার মন পড়ে আছে তাদের কাছে ।"

সুপ্রিম কোর্টেও খারিজ বিজেপির বিজ্ঞাপন-মামলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে স্পষ্ট, 1 জুন ইন্ডিয়া যেতে বৈঠকে তিনি থাকছেন না । একদিকে শেষ দফার নির্বাচন, অন্যদিকে ঘূর্ণিঝড় রেমাল ৷ এই আবহে তাঁর পক্ষে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয় ৷ সোমবার সেটাই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা, 27 মে: লোকসভা নির্বাচনের ছয় দফা শেষ হয়ে গিয়েছে ৷ নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর বেশ শান্তিপূর্ণ ভোট হয়েছে রাজ্যে ৷ আগামী 1 জুন রয়েছে সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ এই দফায় রাজ্যের 9টি আসনে হবে ভোট ৷ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, দমদম, বসিরহাট, মথুরাপুর, জয়নগর এবং বারাসত কেন্দ্রে হবে ভোট ৷ ঘটনাচক্রে সে দিনই বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা । তবে সেই বৈঠকে থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার তা নিজেই স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী ।

রেমালের জের ! শৌচালয়ে গিয়ে তার ছিঁড়ে গায়ে পড়তেই মৃত্যু যুবকের

সোমবার কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বড়বাজারের সত্যনারায়ণ পার্কে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী । সেই সভা থেকে তিনি বলেন, "ইন্ডিয়া জোটের তরফ থেকে 1 জুন একটি বৈঠকের ডাক দেওয়া হয়েছে । কিন্তু আমি তাঁদের বলে দিয়েছি, আমি এই বৈঠকে যোগ দিতে পারব না । সেদিন বাংলায় 9 আসনে ভোট রয়েছে । শুধু বাংলা নয়, অন্য রাজ্যগুলিতেও নির্বাচন রয়েছে ওই দিন । বিশেষ করে উত্তরপ্রদেশে । ফলে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় ।"

গ্রেফতারির পর কংগ্রেস নেতাকে 'নগ্ন' করে থানায় ঘোরাল পুলিশ!

তিনি আরও বলেন, "এই মুহূর্তে রাজ্যের বড় অংশের মানুষ ঘূর্ণিঝড় বিধ্বস্ত হয়ে পড়েছেন । প্রশাসনের তরফ থেকে উদ্ধার এবং পুনর্বাসন ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে । একইসঙ্গে নির্বাচনও রয়েছে । এই অবস্থায় কীভাবে তাদের ছেড়ে আমি ইন্ডিয়া জোটের বৈঠকে যেতে পারি! এই অবস্থায় আমার প্রাথমিক লক্ষ্য হল ওই বিধ্বস্ত মানুষগুলিকে ত্রাণ পৌঁছে দেওয়া । নির্বাচনী বিধির কারণে আমি হয়তো তাঁদের কাছে পৌঁছতে পারছি না । রাজনৈতিক সভা সমাবেশ করছি, তবে আমার মন পড়ে আছে তাদের কাছে ।"

সুপ্রিম কোর্টেও খারিজ বিজেপির বিজ্ঞাপন-মামলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে স্পষ্ট, 1 জুন ইন্ডিয়া যেতে বৈঠকে তিনি থাকছেন না । একদিকে শেষ দফার নির্বাচন, অন্যদিকে ঘূর্ণিঝড় রেমাল ৷ এই আবহে তাঁর পক্ষে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয় ৷ সোমবার সেটাই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.