ETV Bharat / state

একুশের মঞ্চে মমতার মুখে আহত নাবালকের কথা, কেমন আছে সে ? - 21 July TMC Rally - 21 JULY TMC RALLY

Mamata Banerjee Speaks of Health Condition of injured Minor: কলকাতায় আসার পথে আহত হয় 14 বছরের এক কিশোর । একুশের মঞ্চ থেকে তাঁর কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার হাসপাতাল থেকে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিশদে জানানো হল ৷

TMC Supremo Mamata Banerjee
একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 21, 2024, 10:20 PM IST

কলকাতা, 21 জুলাই: সভা-সমাবেশ ঘিরে দুর্ঘটনা নতুন কিছু নয় ৷ তৃণমূলের শহিদ সমাবেশও দেখছে একই ছবি ৷ দূরের জেলা থেকে আসার সময় বেশ কয়েকজন দুর্ঘটনার কবলে পড়েছেন । কারও কারও আঘাত যথেষ্ট গুরুতর। তেমনই একজন 14 বছরের এক নাবালক ৷

আলিপুরদুয়ার থেকে কলকাতায় আসার সময় তার চোট লাগে ৷ একুশের জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে তার খোঁজ-খবর নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, অরূপ বিশ্বাস থেকে শুরু করে সুপ্তি পাণ্ডের মতো নেতা-নেত্রীরা নাবালকের সঙ্গে হাসপাতালে গিয়েও দেখা করেছেন ৷ এবার হাসপাতাল সূত্রে জানা গেল, আগের থেকে ভালো আছে ওই নাবালক ।

সূত্রে জানা গিয়েছে, একুশে জুলাই শহিদ স্মরণ উপলক্ষে আলিপুরদুয়ার থেকে কলকাতা আসছিলেন বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক । বাসে করে আসার পথে বিধান নগরের হাডকো মোড়ের কাছে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে আহত হন প্রায় 9 জন তৃণমূল কর্মী ৷ তারই মধ্যে ছিল এই 14 বছরের নাবালক ৷ সেই নাবালকের কথাই শোনা গিয়েছে মমতার মুখে ৷ দলীয় নেতা-কর্মীদের থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তিনি ৷

তৃণমূল সূত্রে খবর, আলিপুরদুয়ার থেকে আসা ওই তৃণমূল কর্মী সমর্থকদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল সেন্ট্রাল পার্কে। অনুষ্ঠানের দু'দিন আগেই তাঁরা শহর কলকাতায় উপস্থিত হন । দুর্ঘটনার পর প্রথমে নাবালককে নিয়ে যাওয়া হয়েছিল ইএসআই হাসপাতালে ৷ সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় এনআরএসে । আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

ওই কিশোরের গলায় গুরুতর চোট লাগে ৷ প্রায় নালি কেটে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। শরীর থেকে অনেকটা পরিমাণে রক্তও বেরিয়ে গিয়েছিল ৷ আর তাই নাবালকের দু'বোতল রক্তেরও প্রয়োজন হয়েছিল ৷ তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এনআরএসের প্রিন্সিপাল পীতবরণ চক্রবর্তী বলেন, "ভাগ্যক্রমে ওই কিশোরের মা-বাবা সময়মতো হাসপাতালে নিয়ে এসেছিলেন ৷ নইলে অনেকটা দেরি হয়েছে যেত ৷ এখন সে ভালো আছে ৷"

কলকাতা, 21 জুলাই: সভা-সমাবেশ ঘিরে দুর্ঘটনা নতুন কিছু নয় ৷ তৃণমূলের শহিদ সমাবেশও দেখছে একই ছবি ৷ দূরের জেলা থেকে আসার সময় বেশ কয়েকজন দুর্ঘটনার কবলে পড়েছেন । কারও কারও আঘাত যথেষ্ট গুরুতর। তেমনই একজন 14 বছরের এক নাবালক ৷

আলিপুরদুয়ার থেকে কলকাতায় আসার সময় তার চোট লাগে ৷ একুশের জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে তার খোঁজ-খবর নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, অরূপ বিশ্বাস থেকে শুরু করে সুপ্তি পাণ্ডের মতো নেতা-নেত্রীরা নাবালকের সঙ্গে হাসপাতালে গিয়েও দেখা করেছেন ৷ এবার হাসপাতাল সূত্রে জানা গেল, আগের থেকে ভালো আছে ওই নাবালক ।

সূত্রে জানা গিয়েছে, একুশে জুলাই শহিদ স্মরণ উপলক্ষে আলিপুরদুয়ার থেকে কলকাতা আসছিলেন বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক । বাসে করে আসার পথে বিধান নগরের হাডকো মোড়ের কাছে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে আহত হন প্রায় 9 জন তৃণমূল কর্মী ৷ তারই মধ্যে ছিল এই 14 বছরের নাবালক ৷ সেই নাবালকের কথাই শোনা গিয়েছে মমতার মুখে ৷ দলীয় নেতা-কর্মীদের থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তিনি ৷

তৃণমূল সূত্রে খবর, আলিপুরদুয়ার থেকে আসা ওই তৃণমূল কর্মী সমর্থকদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল সেন্ট্রাল পার্কে। অনুষ্ঠানের দু'দিন আগেই তাঁরা শহর কলকাতায় উপস্থিত হন । দুর্ঘটনার পর প্রথমে নাবালককে নিয়ে যাওয়া হয়েছিল ইএসআই হাসপাতালে ৷ সেখান থেকে সোজা নিয়ে যাওয়া হয় এনআরএসে । আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

ওই কিশোরের গলায় গুরুতর চোট লাগে ৷ প্রায় নালি কেটে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। শরীর থেকে অনেকটা পরিমাণে রক্তও বেরিয়ে গিয়েছিল ৷ আর তাই নাবালকের দু'বোতল রক্তেরও প্রয়োজন হয়েছিল ৷ তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এনআরএসের প্রিন্সিপাল পীতবরণ চক্রবর্তী বলেন, "ভাগ্যক্রমে ওই কিশোরের মা-বাবা সময়মতো হাসপাতালে নিয়ে এসেছিলেন ৷ নইলে অনেকটা দেরি হয়েছে যেত ৷ এখন সে ভালো আছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.