ETV Bharat / state

বাংলাদেশে তৈরি টি-শার্ট বিলি তৃণমূলে! রাজনৈতিক চাঞ্চল্য আসানসোলে - CONTROVERsY AT ASANSOL - CONTROVERSY AT ASANSOL

Asansol Lok Sabha Constituency: তৃণমূল কর্মীদের গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টি-শার্ট ৷ যা বানানো হয়েছে বাংলাদেশে ৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে আসানসোলে ৷

Asansol News , TMC Controversy
আসানসোলে টি শার্ট বিতর্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 3:37 PM IST

Updated : Apr 30, 2024, 6:08 PM IST

বাংলাদেশে তৈরি টি-শার্ট বিতর্কে বিজেপি ও তৃণমূলের বক্তব্য

আসানসোল, 30 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া দেদার টি-শার্ট বিলি হচ্ছে আসানসোলে। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের গায়ে এখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সেই টি-শার্ট। যাতে আবার লেখা আছে 'তোমায় হৃদ মাঝারে রাখবো...'। আর এই টি-শার্ট নিয়েই এখন যত বিতর্ক। কারণ টি-শার্টে যে ট্যাগ লাগানো আছে, তাতে লেখা আছে 'মেড ইন বাংলাদেশ'। আর তা নিয়েই বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনীতি শুরু করেছে । বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, দেশদ্রোহী তৃণমূল বাইরের দেশ থেকে টি-শার্ট আমদানি করছে।

আসানসোলে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার আগে প্রচুর পরিমাণে টি-শার্ট আসানসোলের বিভিন্ন এলাকায় বিলি করা হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। যারা মূলত মুখ্যমন্ত্রীর জনসভাতে গিয়েছিলেন তাদের গায়েই এই টি-শার্ট দেখা গিয়েছে। আর তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে চরমে। বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই টি-শার্ট হাতে নিয়ে তৃণমূলকে কার্যত দেশদ্রোহী বলেছেন। তাঁর কথায়, "এই টি-শার্ট কি আমাদের দেশে তৈরি করা যেত না ? বাংলাদেশকে বরাত দিয়ে সেখান থেকে টি-শার্ট নিয়ে আসা হচ্ছে। আমরা বারবারই বলেছি যে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাংলাদেশ হয়ে যাচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের কথা বলছেন, সেখানে সাধারণ মাপের টি-শার্টও বাংলাদেশ থেকে আমদানি করতে হচ্ছে তৃণমূলকে ?"

জানা গিয়েছে, এই টি-শার্ট রাজ্যস্তরেই কেনা হয়েছে। সেখান থেকেই বিলি হচ্ছে বিভিন্ন জেলায় । তবে কোথা থেকে কেনা হয়েছে এই টি-শার্ট ৷ তা এখনও পর্যন্ত জানায়নি তৃণমূল। এই নিয়ে বিতর্ক দানা বাঁধতেই আসানসোলের পৌরনিগমের মেয়র পরিষদ যথা প্রভাবশালী তৃণমূল নেতা গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, "ওরা চোখে ঠুলি পড়ে আছে, একেই বলে অন্ধ ভক্তি । যখন পাকিস্তান থেকে ওদের ইলেক্টোরাল বন্ডে চাঁদা দেওয়া হচ্ছে, তখন ওরা চুপ । যখন উত্তরপ্রদেশে গো-হত্যাকারী ব্যবসায়িক সংস্থা ওদের চাঁদা দিচ্ছে তখন ওরা চুপ। আর সামান্য টি-শার্ট নিয়ে ওরা রাজনীতি করছে ৷"

আরও পড়ুন :

  1. কমিশনের ভয় ! জাতগোখরো এখন অতীত, নয়া সংলাপ মহাগুরুর
  2. কাঁপছিল পা ! ক্লান্তির জেরে রোড শো ছাড়লেন মহাগুরু; ক্ষোভ উগরে দিল জনতা
  3. তাপপ্রবাহের সতর্কতায় আসানসোলে মমতার সভায় জলের পাউচের ব্যবস্থা

বাংলাদেশে তৈরি টি-শার্ট বিতর্কে বিজেপি ও তৃণমূলের বক্তব্য

আসানসোল, 30 এপ্রিল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া দেদার টি-শার্ট বিলি হচ্ছে আসানসোলে। তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকদের গায়ে এখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সেই টি-শার্ট। যাতে আবার লেখা আছে 'তোমায় হৃদ মাঝারে রাখবো...'। আর এই টি-শার্ট নিয়েই এখন যত বিতর্ক। কারণ টি-শার্টে যে ট্যাগ লাগানো আছে, তাতে লেখা আছে 'মেড ইন বাংলাদেশ'। আর তা নিয়েই বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনীতি শুরু করেছে । বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, দেশদ্রোহী তৃণমূল বাইরের দেশ থেকে টি-শার্ট আমদানি করছে।

আসানসোলে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার আগে প্রচুর পরিমাণে টি-শার্ট আসানসোলের বিভিন্ন এলাকায় বিলি করা হয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। যারা মূলত মুখ্যমন্ত্রীর জনসভাতে গিয়েছিলেন তাদের গায়েই এই টি-শার্ট দেখা গিয়েছে। আর তা নিয়েই বিতর্ক শুরু হয়েছে চরমে। বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এই টি-শার্ট হাতে নিয়ে তৃণমূলকে কার্যত দেশদ্রোহী বলেছেন। তাঁর কথায়, "এই টি-শার্ট কি আমাদের দেশে তৈরি করা যেত না ? বাংলাদেশকে বরাত দিয়ে সেখান থেকে টি-শার্ট নিয়ে আসা হচ্ছে। আমরা বারবারই বলেছি যে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বাংলাদেশ হয়ে যাচ্ছে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের কথা বলছেন, সেখানে সাধারণ মাপের টি-শার্টও বাংলাদেশ থেকে আমদানি করতে হচ্ছে তৃণমূলকে ?"

জানা গিয়েছে, এই টি-শার্ট রাজ্যস্তরেই কেনা হয়েছে। সেখান থেকেই বিলি হচ্ছে বিভিন্ন জেলায় । তবে কোথা থেকে কেনা হয়েছে এই টি-শার্ট ৷ তা এখনও পর্যন্ত জানায়নি তৃণমূল। এই নিয়ে বিতর্ক দানা বাঁধতেই আসানসোলের পৌরনিগমের মেয়র পরিষদ যথা প্রভাবশালী তৃণমূল নেতা গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, "ওরা চোখে ঠুলি পড়ে আছে, একেই বলে অন্ধ ভক্তি । যখন পাকিস্তান থেকে ওদের ইলেক্টোরাল বন্ডে চাঁদা দেওয়া হচ্ছে, তখন ওরা চুপ । যখন উত্তরপ্রদেশে গো-হত্যাকারী ব্যবসায়িক সংস্থা ওদের চাঁদা দিচ্ছে তখন ওরা চুপ। আর সামান্য টি-শার্ট নিয়ে ওরা রাজনীতি করছে ৷"

আরও পড়ুন :

  1. কমিশনের ভয় ! জাতগোখরো এখন অতীত, নয়া সংলাপ মহাগুরুর
  2. কাঁপছিল পা ! ক্লান্তির জেরে রোড শো ছাড়লেন মহাগুরু; ক্ষোভ উগরে দিল জনতা
  3. তাপপ্রবাহের সতর্কতায় আসানসোলে মমতার সভায় জলের পাউচের ব্যবস্থা
Last Updated : Apr 30, 2024, 6:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.