জলপাইগুড়ি, 24 ফেব্রুয়ারি: বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ভারত এসেছিলেন। এরপর একে একে পরিবারের সবাইকে নিয়ে ভারতে এসে আধার কার্ড বানিয়ে ফেলেছিলেন ৷ ভিসার মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে গিয়েছে ৷ এবার সেই পরিবারে এল আধার কার্ড বাতিলের চিঠি ৷ চিঠিতে বলা হয়েছে, আপনার ভারতে থাকার প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি ৷ আঞ্চলিক অফিসে যোগাযোগ করুন ৷ এভাবেই বাংলাদেশ থেকে আসা একাধিক পরিবারের সদস্যদের আধার বাতিলের চিঠি আসছে ৷
জলপাইগুড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েতে এক ব্যক্তি 2013 সালে বাংলাদেশ থেকে ভারতে এসে জমি কেনেন ৷ এরপর 2017 সালে তিনি মেয়েদেরও ভারতে নিয়ে আসেন ৷ বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন পাসপোর্ট-ভিসা নিয়ে ৷ এদিকে ভারতে এসে আধার কার্ড বানিয়েছেন ৷ মেয়েদের স্কুলেও ভর্তি করান ৷
ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও পাকাপাকিভাবেই বাংলাদেশ থেকে এসে থেকে ভারতেই থেকে গিয়েছেন ওই ব্যক্তি ৷ এদিকে আধার কার্ড বাতিল হওয়ার চিঠি আসায় দুশ্চিন্তায় পড়েছে পরিবার ৷ তিনি বিষয়টি প্রধানকেও জানিয়েছেন ৷ বাংলাদেশ থেকে আসা নাগরিক ব্যাংকেও খোঁজখবর নিয়ে দেখেছেন সেখানে সব ঠিকঠাক আছে ৷ এদিকে চিঠি এলেও ওই ব্যক্তি জানান, আধার কার্ড বাতিল হয়নি ৷ এমন পরিস্থিতিতে অবশ্য বিজেপি কর্মীরা অভয় দিয়েছেন আধার বাতিল হবে না ৷ একটা অংশ থেকে বলা হয়েছে, 2014 সালের আগে যাঁরা ভারতে এসেছেন, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ৷ এই আশাতেই রয়েছে বাংলাদেশ থেকে ভারতে আসা ওই পরিবার ৷
আধারের রিজিওনাল অফিস রাঁচি থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, 28A আধার (নথিভুক্তি এবং আপডেট) রেগুলেশন 2016 এর বিধানের অধীনে আধারটি নিষ্ক্রিয় করা হয়েছে ৷ এই কারনে ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তা শর্ত পূরণ হয়নি ৷
এই প্রসঙ্গে জলপাইগুড়ির সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান জানান, গ্রামপঞ্চায়েতের এক পরিবারের আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি এসেছে ৷ ওই পরিবারে একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ সরকারি নির্দেশিকা অনুযায়ী তাঁদের বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ পাশাপাশি সরকারি নির্দেশ অনুযায়ী গ্রামপঞ্চায়েতের যাঁরা এই চিঠি পেয়েছেন, তাঁদের তালিকা জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে ৷
আরও পড়ুন: