ETV Bharat / state

মেয়াদ ফুরনো ভিসায় বসবাস জলপাইগুড়িতে, আধার বাতিলের চিঠি বাংলাদেশ থেকে আসা পরিবারকে

Aadhar Card Deactivated in Jalpaiguri: রাজ্যের বিভিন্ন জায়গায় আধার কার্ড বাতিলের চিঠি আসছে ৷ তেমনটাই হয়েছে জলপাইগুড়িতে ৷ চিঠি পাওয়া পরিবারটি বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল ৷ মেয়াদ ফুরিয়ে গেলেও তারা এখনও ভারতেই রয়ে গিয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 7:56 PM IST

ETV Bharat
বাংলাদেশ থেকে ভারতে এসে থাকা ব্যক্তি পেলেন আধার কার্ড বাতিলের চিঠি

জলপাইগুড়ি, 24 ফেব্রুয়ারি: বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ভারত এসেছিলেন। এরপর একে একে পরিবারের সবাইকে নিয়ে ভারতে এসে আধার কার্ড বানিয়ে ফেলেছিলেন ৷ ভিসার মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে গিয়েছে ৷ এবার সেই পরিবারে এল আধার কার্ড বাতিলের চিঠি ৷ চিঠিতে বলা হয়েছে, আপনার ভারতে থাকার প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি ৷ আঞ্চলিক অফিসে যোগাযোগ করুন ৷ এভাবেই বাংলাদেশ থেকে আসা একাধিক পরিবারের সদস্যদের আধার বাতিলের চিঠি আসছে ৷

জলপাইগুড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েতে এক ব্যক্তি 2013 সালে বাংলাদেশ থেকে ভারতে এসে জমি কেনেন ৷ এরপর 2017 সালে তিনি মেয়েদেরও ভারতে নিয়ে আসেন ৷ বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন পাসপোর্ট-ভিসা নিয়ে ৷ এদিকে ভারতে এসে আধার কার্ড বানিয়েছেন ৷ মেয়েদের স্কুলেও ভর্তি করান ৷

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও পাকাপাকিভাবেই বাংলাদেশ থেকে এসে থেকে ভারতেই থেকে গিয়েছেন ওই ব্যক্তি ৷ এদিকে আধার কার্ড বাতিল হওয়ার চিঠি আসায় দুশ্চিন্তায় পড়েছে পরিবার ৷ তিনি বিষয়টি প্রধানকেও জানিয়েছেন ৷ বাংলাদেশ থেকে আসা নাগরিক ব্যাংকেও খোঁজখবর নিয়ে দেখেছেন সেখানে সব ঠিকঠাক আছে ৷ এদিকে চিঠি এলেও ওই ব্যক্তি জানান, আধার কার্ড বাতিল হয়নি ৷ এমন পরিস্থিতিতে অবশ্য বিজেপি কর্মীরা অভয় দিয়েছেন আধার বাতিল হবে না ৷ একটা অংশ থেকে বলা হয়েছে, 2014 সালের আগে যাঁরা ভারতে এসেছেন, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ৷ এই আশাতেই রয়েছে বাংলাদেশ থেকে ভারতে আসা ওই পরিবার ৷

আধারের রিজিওনাল অফিস রাঁচি থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, 28A আধার (নথিভুক্তি এবং আপডেট) রেগুলেশন 2016 এর বিধানের অধীনে আধারটি নিষ্ক্রিয় করা হয়েছে ৷ এই কারনে ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তা শর্ত পূরণ হয়নি ৷

এই প্রসঙ্গে জলপাইগুড়ির সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান জানান, গ্রামপঞ্চায়েতের এক পরিবারের আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি এসেছে ৷ ওই পরিবারে একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ সরকারি নির্দেশিকা অনুযায়ী তাঁদের বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ পাশাপাশি সরকারি নির্দেশ অনুযায়ী গ্রামপঞ্চায়েতের যাঁরা এই চিঠি পেয়েছেন, তাঁদের তালিকা জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে ৷

আরও পড়ুন:

  1. মালদাতেও আধার কার্ড বাতিলের চিঠি, পাশে থাকার আশ্বাস দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব
  2. একদিনে আধার কার্ড বাতিল সংক্রান্ত দেড়শোর বেশি অভিযোগ জমা পড়ল গ্রিভান্স পোর্টালে
  3. আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

জলপাইগুড়ি, 24 ফেব্রুয়ারি: বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ভারত এসেছিলেন। এরপর একে একে পরিবারের সবাইকে নিয়ে ভারতে এসে আধার কার্ড বানিয়ে ফেলেছিলেন ৷ ভিসার মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে গিয়েছে ৷ এবার সেই পরিবারে এল আধার কার্ড বাতিলের চিঠি ৷ চিঠিতে বলা হয়েছে, আপনার ভারতে থাকার প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি ৷ আঞ্চলিক অফিসে যোগাযোগ করুন ৷ এভাবেই বাংলাদেশ থেকে আসা একাধিক পরিবারের সদস্যদের আধার বাতিলের চিঠি আসছে ৷

জলপাইগুড়ি অরবিন্দ গ্রামপঞ্চায়েতে এক ব্যক্তি 2013 সালে বাংলাদেশ থেকে ভারতে এসে জমি কেনেন ৷ এরপর 2017 সালে তিনি মেয়েদেরও ভারতে নিয়ে আসেন ৷ বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন পাসপোর্ট-ভিসা নিয়ে ৷ এদিকে ভারতে এসে আধার কার্ড বানিয়েছেন ৷ মেয়েদের স্কুলেও ভর্তি করান ৷

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও পাকাপাকিভাবেই বাংলাদেশ থেকে এসে থেকে ভারতেই থেকে গিয়েছেন ওই ব্যক্তি ৷ এদিকে আধার কার্ড বাতিল হওয়ার চিঠি আসায় দুশ্চিন্তায় পড়েছে পরিবার ৷ তিনি বিষয়টি প্রধানকেও জানিয়েছেন ৷ বাংলাদেশ থেকে আসা নাগরিক ব্যাংকেও খোঁজখবর নিয়ে দেখেছেন সেখানে সব ঠিকঠাক আছে ৷ এদিকে চিঠি এলেও ওই ব্যক্তি জানান, আধার কার্ড বাতিল হয়নি ৷ এমন পরিস্থিতিতে অবশ্য বিজেপি কর্মীরা অভয় দিয়েছেন আধার বাতিল হবে না ৷ একটা অংশ থেকে বলা হয়েছে, 2014 সালের আগে যাঁরা ভারতে এসেছেন, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ৷ এই আশাতেই রয়েছে বাংলাদেশ থেকে ভারতে আসা ওই পরিবার ৷

আধারের রিজিওনাল অফিস রাঁচি থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, 28A আধার (নথিভুক্তি এবং আপডেট) রেগুলেশন 2016 এর বিধানের অধীনে আধারটি নিষ্ক্রিয় করা হয়েছে ৷ এই কারনে ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তা শর্ত পূরণ হয়নি ৷

এই প্রসঙ্গে জলপাইগুড়ির সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান জানান, গ্রামপঞ্চায়েতের এক পরিবারের আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি এসেছে ৷ ওই পরিবারে একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৷ সরকারি নির্দেশিকা অনুযায়ী তাঁদের বিডিও অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ পাশাপাশি সরকারি নির্দেশ অনুযায়ী গ্রামপঞ্চায়েতের যাঁরা এই চিঠি পেয়েছেন, তাঁদের তালিকা জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে ৷

আরও পড়ুন:

  1. মালদাতেও আধার কার্ড বাতিলের চিঠি, পাশে থাকার আশ্বাস দিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব
  2. একদিনে আধার কার্ড বাতিল সংক্রান্ত দেড়শোর বেশি অভিযোগ জমা পড়ল গ্রিভান্স পোর্টালে
  3. আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.