ETV Bharat / state

বিএসএফ মহিলা কনস্টেবলের উপর হামলা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের - Attack on BSF in Indo Bangla Border - ATTACK ON BSF IN INDO BANGLA BORDER

Attack on BSF in Indo-Bangla Border: ফের একবার বিএসএফের উপর হামলা চালাল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ৷ এবার হামলা হল বিএসএফের মহিলা কনস্টেবলের উপর ৷ তবে, শূন্য গুলি চালিয়ে অনুপ্রবেশকারীদের পরিকল্পনা ব্যর্থ করলেন ওই জওয়ান ৷

Attack on BSF in Indo-Bangla Border
বিএসএফ মহিলা কনস্টেবলের উপর হামলা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 8:18 PM IST

কলকাতা, 31 জুলাই: বিএসএফের উপর ফের একবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হামলা ৷ আর এবার বিএসএফের মহিলা কনস্টেবলের উপর হামলা চালাল সশস্ত্র অনুপ্রবেশকারীদের দল ৷ তবে, সাহসিকতার সঙ্গে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বিফল করেছেন ওই কনস্টেবল ৷ বুধবার রাতে নদিয়ার রানাঘাট 68 নম্বর ব্যাটেলিয়ন বর্ডার ফাঁড়ির ঘটনা ৷

বিএসএফ সূত্রের খবর, দায়িত্বে থাকা মহিলা বিএসএফ কনস্টেবল দেখেন 13-14 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্তের কাঁটা তারের ধার দিয়ে ভারতের দিকে চুপিসারে এগিয়ে আসছে ৷ তাদের হাতে ছুরি ও ধারাল অস্ত্র ছিল ৷ বাংলাদেশ থেকে ভারতের দিকে আন্তর্জাতিক সীমান্ত পার করার চেষ্টা করছিল ৷ তা নজরে পড়তেই মহিলা কনস্টেবল অনুপ্রবেশকারীদের সতর্ক করেন ৷

কিন্তু, সেই সতর্কবার্তা উপেক্ষা করে অনুপ্রবেশকারীরা ৷ কাঁটা তার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে তারা ৷ কনস্টেবল অনুপ্রবেশকারীদের দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ দেন ৷ কিন্তু, বাংলাদেশি সেই অনুপ্রবেশকারীদের দল ধারাল অস্ত্র নিয়ে বিএসএফ কনস্টেবলকে ঘিরে ধরে ৷ যদিও, ততক্ষণে ব্যাটেলিয়নের অন্যান্য সদস্য়রা সেখানে চলে আসেন ৷ তাঁরা স্টান গ্রেনেড ছুঁড়ে অনুপ্রবেশকারীদের আটকানোর চেষ্টা করেন ৷ কিন্তু, তাতেও পরিস্থিতি বদলায় না ৷

এই অবস্থায় মহিলা কনস্টেবল শূন্য একরাউন্ড গুলি ছোড়েন ৷ আর তাতে কাজ হয় ৷ প্রায় 14 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অন্ধকারে সীমান্তের দিকে অন্ধকারে গা-ঢাকা দেয় ৷ ততক্ষণে ব্যাটেলিয়নের বাকিরা চলে আসায়, অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য ব্যর্থ হয় ৷ এই ঘটনা নিয়ে বিএসএফ জানিয়েছে, বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে বৈঠক হয়েছে ৷ সেই বৈঠকে বাংলাদেশি চোরাকারবারিদের বিনাপ্ররোচনায় বারবার হামলার প্রতিবাদ জানান হয়েছে ৷ পাশাপাশি, মহিলা কনস্টেবল যে আত্মরক্ষায় গুলি চালিয়েছেন, তা পুলিশকে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্তারা ৷

বিএসএফের দক্ষিণবঙ্গের সীমান্ত মুখপাত্র বলেছেন, "এই ধরনের ঘটনা আমাদের কাজে অস্বাভাবিক নয় ৷ বিএসএফ জওয়ানরা অসাধারণ সাহস ও সতর্কতার সঙ্গে, নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন প্রতিনিয়ত ৷ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও চোরাকারবারিদের ঘনঘন হামলার বিষয়ে বিজিবির সঙ্গে বারবার বৈঠক করা হচ্ছে ৷ তবে, এ নিয়ে বিজিবি কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি ৷ এই নিষ্ক্রিয়তা চোরাকারবারি, অপরাধীদের ও অনুপ্রবেশকারীদের উৎসাহিত করছে ৷ তবুও, আমাদের জওয়ানরা ভারতীয় সীমান্তকে রক্ষা করতে এবং যে কোনও পরিস্থিতিতে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবিচল ছিল, আছে ও থাকবে ৷

কলকাতা, 31 জুলাই: বিএসএফের উপর ফের একবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হামলা ৷ আর এবার বিএসএফের মহিলা কনস্টেবলের উপর হামলা চালাল সশস্ত্র অনুপ্রবেশকারীদের দল ৷ তবে, সাহসিকতার সঙ্গে অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বিফল করেছেন ওই কনস্টেবল ৷ বুধবার রাতে নদিয়ার রানাঘাট 68 নম্বর ব্যাটেলিয়ন বর্ডার ফাঁড়ির ঘটনা ৷

বিএসএফ সূত্রের খবর, দায়িত্বে থাকা মহিলা বিএসএফ কনস্টেবল দেখেন 13-14 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সীমান্তের কাঁটা তারের ধার দিয়ে ভারতের দিকে চুপিসারে এগিয়ে আসছে ৷ তাদের হাতে ছুরি ও ধারাল অস্ত্র ছিল ৷ বাংলাদেশ থেকে ভারতের দিকে আন্তর্জাতিক সীমান্ত পার করার চেষ্টা করছিল ৷ তা নজরে পড়তেই মহিলা কনস্টেবল অনুপ্রবেশকারীদের সতর্ক করেন ৷

কিন্তু, সেই সতর্কবার্তা উপেক্ষা করে অনুপ্রবেশকারীরা ৷ কাঁটা তার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে তারা ৷ কনস্টেবল অনুপ্রবেশকারীদের দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ দেন ৷ কিন্তু, বাংলাদেশি সেই অনুপ্রবেশকারীদের দল ধারাল অস্ত্র নিয়ে বিএসএফ কনস্টেবলকে ঘিরে ধরে ৷ যদিও, ততক্ষণে ব্যাটেলিয়নের অন্যান্য সদস্য়রা সেখানে চলে আসেন ৷ তাঁরা স্টান গ্রেনেড ছুঁড়ে অনুপ্রবেশকারীদের আটকানোর চেষ্টা করেন ৷ কিন্তু, তাতেও পরিস্থিতি বদলায় না ৷

এই অবস্থায় মহিলা কনস্টেবল শূন্য একরাউন্ড গুলি ছোড়েন ৷ আর তাতে কাজ হয় ৷ প্রায় 14 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অন্ধকারে সীমান্তের দিকে অন্ধকারে গা-ঢাকা দেয় ৷ ততক্ষণে ব্যাটেলিয়নের বাকিরা চলে আসায়, অনুপ্রবেশকারীদের উদ্দেশ্য ব্যর্থ হয় ৷ এই ঘটনা নিয়ে বিএসএফ জানিয়েছে, বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে বৈঠক হয়েছে ৷ সেই বৈঠকে বাংলাদেশি চোরাকারবারিদের বিনাপ্ররোচনায় বারবার হামলার প্রতিবাদ জানান হয়েছে ৷ পাশাপাশি, মহিলা কনস্টেবল যে আত্মরক্ষায় গুলি চালিয়েছেন, তা পুলিশকে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্তারা ৷

বিএসএফের দক্ষিণবঙ্গের সীমান্ত মুখপাত্র বলেছেন, "এই ধরনের ঘটনা আমাদের কাজে অস্বাভাবিক নয় ৷ বিএসএফ জওয়ানরা অসাধারণ সাহস ও সতর্কতার সঙ্গে, নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন প্রতিনিয়ত ৷ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও চোরাকারবারিদের ঘনঘন হামলার বিষয়ে বিজিবির সঙ্গে বারবার বৈঠক করা হচ্ছে ৷ তবে, এ নিয়ে বিজিবি কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়নি ৷ এই নিষ্ক্রিয়তা চোরাকারবারি, অপরাধীদের ও অনুপ্রবেশকারীদের উৎসাহিত করছে ৷ তবুও, আমাদের জওয়ানরা ভারতীয় সীমান্তকে রক্ষা করতে এবং যে কোনও পরিস্থিতিতে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবিচল ছিল, আছে ও থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.