বনগাঁ, 27 ফেব্রুয়ারি: আমূল পরিবর্তন হতে চলেছে বনগাঁ জংশনের। অমৃত ভারত স্টেশনে প্রকল্পের মাধ্যমে ঢেলে সাজানো হবে সীমান্তবর্তী এই স্টেশনকে। তার জন্য 28 কোটি টাকা বরাদ্দ করেছে রেল মন্ত্রণালয়ের তরফে। দেশে 554টি স্টেশনের সঙ্গে সোমবার তারই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অমৃত ভারত স্টেশনের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনকে সাজিয়ে তোলা হচ্ছে। যাত্রী সুবিধার্থে স্টেশনগুলিতে অত্যাধুনিক পরিষেবা দেওয়ার লক্ষে স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে বলে রেলসূত্রে খবর। আগেই অমৃত ভারত স্টেশন আওতায় বনগাঁ মহকুমার চাঁদপাড়ায় স্টেশকে আনা হয়েছিল। তার কাজও শুরু হয়ে গিয়েছিল। এবার বনগাঁ স্টেশনকে অমৃত স্টেশনের আওতায় আনা হল। সোমবার ভার্চুয়ালি তারই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একইসঙ্গে শিলান্যাস করা হল ঠাকুরনগরের দু'টি আন্ডারপাস ও বনগাঁর একটি আন্ডারপাসের। যা স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এদিন নরেন্দ্র মোদির এই শিলান্যাস উপলক্ষে বনগাঁ স্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠানের আয়োজন করেছিল রেল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁর দুই বিধায়ক স্বপন মজুমদার ও অশোক কীর্তনীয়া-সহ রেলের আধিকারিকরা। শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম জানান, বনগাঁ স্টেশনের সার্বিক উন্নয়নের জন্য 28 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্টেশনের সামনের দিকে সাজানো হবে ৷ স্টেশনে বসবে ফুট-ব্রিজ, চলন্ত সিঁড়ি ও লিফট।
এছাড়াও বনগাঁ-শিয়ালদা ডিভিশনের মধ্যে 145টি অন স্টেশন অন স্টোর হবে বলে জানান দীপক নিগম। যেখানে স্থানীয় যুবকদের কর্মসংস্থান হবে, তারা তাদের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শন করতে পারবেন। শান্তনু ঠাকুর এ নিয়ে বলেন, "আগেই চাঁদপাড়া স্টেশনকে অমৃত ভারত স্টেশনে যুক্ত করা হয়েছে। এবার বনগাঁ স্টেশনকে যুক্ত করা হল। শান্তনুর কথায়, "শুধু মাত্র বনগাঁ স্টেশন নয় তাঁর লোকসভার মধ্যে যে সমস্ত স্টেশন আছে সবক'টির সংস্কার করা হবে।" এই কাজের জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন। রেলসূত্রে খবর, আগামী 2025 সালের মধ্যে স্টেশনের কাজ শেষ করা হবে। স্টেশন সংস্কারের ঘোষণায় খুশি বনগাঁবাসী।
আরও পড়ুন: