গ্যাংটক, 11 ফেব্রুয়ারি: ফের ভেঙে পড়ল বেইলি ব্রিজ । এবার উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগকারী সাঙ্গকেলাংয়ে ব্রিজটি ভেঙে পড়ে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । কারণ এতে হয়রানির শিকার হতে চলেছেন সিকিমে ঘুরতে যাওয়া পর্যটক থেকে সাধারণ মানুষ।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে একটি ছোট চারচাকা মালবাহী গাড়ি পার হওয়ার সময় সেতুর মাঝখান থেকে ভেঙে যায় । যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে সেতুটি ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে । সেতুটি মূলত গ্যাংটক হয়ে সাঙ্গকেলাং থেকে উত্তর সিকিমের যোগাযোগ ছিল । ফলে সেটি ভেঙে যাওয়ায় এখন সমস্ত যান চলাচল চুংথাং দিয়ে ঘুরে যেতে হবে ।
এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "সাঙ্গকেলাংয়ে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগের একটি বেইলি ব্রিজ ভেঙে গিয়েছে । সেই জন্য সমস্ত গাড়ি চুংথাং দিয়ে আপাতত যাতায়াতের জন্য প্রশাসনের তরফে জানানো হয়েছে । বুধবার থেকে প্রশাসন সেতু সারাইয়ের কাজে নামবে বলে আমাদের জানিয়েছে ।"
![Bailey Bridge Collapsed in North Sikkim](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/23520783_wb_bridge.jpg)
মূলত গ্যাংটক থেকে উত্তর সিকিম যেতে হলে ওয়ান ওয়ে ট্রাফিক হিসেবে চুংথাং হয়ে যেতে হয় ৷ অন্যদিকে, উত্তর সিকিম থেকে গ্যাংটক ফেরত আসতে হলে সাঙ্গকেলাংয়ের এই সেতু ব্যবহার করে আসতে হয় । কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় এদিন থেকে চুংথাং দিয়েই গ্যাংটকের উদ্দেশ্যে গাড়িগুলোকে ফেরত পাঠানো হয় ।
![Bailey Bridge Collapsed in North Sikkim](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11-02-2025/23520783_wb_collapsed.jpg)
সম্প্রতি, লোনাক হ্রদ ফেটে হড়পা বানে সিকিমের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় । তাতে একাধিক সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয় । এরপর যুদ্ধকালীন তৎপরতায় যোগাযোগ স্বাভাবিক করতে একাধিক বেইলি ব্রিজ তৈরি করে ভারতীয় সেনা । এই সেতুটিও অগস্ট মাসে তৈরি করেছিল ভারতীয় সেনা । এবার ফের সেতুটি ক্ষতিগ্রস্ত হল ।