ETV Bharat / state

ভাঙল বেইলি ব্রিজ ! সিকিমে পর্যটকদের ভোগান্তির আশঙ্কা - BAILEY BRIDGE COLLAPSES IN SIKKIM

মালবাহী গাড়ি পারাপারের সময় উত্তর সিকিমে ভেঙে গেল বেইলি ব্রিজ ৷ সেতুটি মূলত গ্যাংটক হয়ে সাঙ্গকেলাং থেকে উত্তর সিকিমের যোগাযোগের মাধ্যম ছিল ।

Bailey Bridge Collapsed in North Sikkim
ভাঙার পড়ে বেইলি ব্রিজের অবস্থা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2025, 5:09 PM IST

গ্যাংটক, 11 ফেব্রুয়ারি: ফের ভেঙে পড়ল বেইলি ব্রিজ । এবার উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগকারী সাঙ্গকেলাংয়ে ব্রিজটি ভেঙে পড়ে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । কারণ এতে হয়রানির শিকার হতে চলেছেন সিকিমে ঘুরতে যাওয়া পর্যটক থেকে সাধারণ মানুষ।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে একটি ছোট চারচাকা মালবাহী গাড়ি পার হওয়ার সময় সেতুর মাঝখান থেকে ভেঙে যায় । যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে সেতুটি ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে । সেতুটি মূলত গ্যাংটক হয়ে সাঙ্গকেলাং থেকে উত্তর সিকিমের যোগাযোগ ছিল । ফলে সেটি ভেঙে যাওয়ায় এখন সমস্ত যান চলাচল চুংথাং দিয়ে ঘুরে যেতে হবে ।

বেইলি ব্রিজ ভাঙার পরের মুহূর্ত, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "সাঙ্গকেলাংয়ে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগের একটি বেইলি ব্রিজ ভেঙে গিয়েছে । সেই জন্য সমস্ত গাড়ি চুংথাং দিয়ে আপাতত যাতায়াতের জন্য প্রশাসনের তরফে জানানো হয়েছে । বুধবার থেকে প্রশাসন সেতু সারাইয়ের কাজে নামবে বলে আমাদের জানিয়েছে ।"

Bailey Bridge Collapsed in North Sikkim
উত্তর সিকিমে মালবাহী গাড়ি যাওয়ার পর ভেঙে গেল বেইলি ব্রিজ (ইটিভি ভারত)

মূলত গ্যাংটক থেকে উত্তর সিকিম যেতে হলে ওয়ান ওয়ে ট্রাফিক হিসেবে চুংথাং হয়ে যেতে হয় ৷ অন্যদিকে, উত্তর সিকিম থেকে গ্যাংটক ফেরত আসতে হলে সাঙ্গকেলাংয়ের এই সেতু ব্যবহার করে আসতে হয় । কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় এদিন থেকে চুংথাং দিয়েই গ্যাংটকের উদ্দেশ্যে গাড়িগুলোকে ফেরত পাঠানো হয় ।

Bailey Bridge Collapsed in North Sikkim
মালবাহী গাড়ি যাওয়ার পরই ধসে যায় বেইলি ব্রিজ (ইটিভি ভারত)

সম্প্রতি, লোনাক হ্রদ ফেটে হড়পা বানে সিকিমের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় । তাতে একাধিক সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয় । এরপর যুদ্ধকালীন তৎপরতায় যোগাযোগ স্বাভাবিক করতে একাধিক বেইলি ব্রিজ তৈরি করে ভারতীয় সেনা । এই সেতুটিও অগস্ট মাসে তৈরি করেছিল ভারতীয় সেনা । এবার ফের সেতুটি ক্ষতিগ্রস্ত হল ।

গ্যাংটক, 11 ফেব্রুয়ারি: ফের ভেঙে পড়ল বেইলি ব্রিজ । এবার উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগকারী সাঙ্গকেলাংয়ে ব্রিজটি ভেঙে পড়ে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । কারণ এতে হয়রানির শিকার হতে চলেছেন সিকিমে ঘুরতে যাওয়া পর্যটক থেকে সাধারণ মানুষ।

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে একটি ছোট চারচাকা মালবাহী গাড়ি পার হওয়ার সময় সেতুর মাঝখান থেকে ভেঙে যায় । যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে সেতুটি ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে । সেতুটি মূলত গ্যাংটক হয়ে সাঙ্গকেলাং থেকে উত্তর সিকিমের যোগাযোগ ছিল । ফলে সেটি ভেঙে যাওয়ায় এখন সমস্ত যান চলাচল চুংথাং দিয়ে ঘুরে যেতে হবে ।

বেইলি ব্রিজ ভাঙার পরের মুহূর্ত, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "সাঙ্গকেলাংয়ে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগের একটি বেইলি ব্রিজ ভেঙে গিয়েছে । সেই জন্য সমস্ত গাড়ি চুংথাং দিয়ে আপাতত যাতায়াতের জন্য প্রশাসনের তরফে জানানো হয়েছে । বুধবার থেকে প্রশাসন সেতু সারাইয়ের কাজে নামবে বলে আমাদের জানিয়েছে ।"

Bailey Bridge Collapsed in North Sikkim
উত্তর সিকিমে মালবাহী গাড়ি যাওয়ার পর ভেঙে গেল বেইলি ব্রিজ (ইটিভি ভারত)

মূলত গ্যাংটক থেকে উত্তর সিকিম যেতে হলে ওয়ান ওয়ে ট্রাফিক হিসেবে চুংথাং হয়ে যেতে হয় ৷ অন্যদিকে, উত্তর সিকিম থেকে গ্যাংটক ফেরত আসতে হলে সাঙ্গকেলাংয়ের এই সেতু ব্যবহার করে আসতে হয় । কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় এদিন থেকে চুংথাং দিয়েই গ্যাংটকের উদ্দেশ্যে গাড়িগুলোকে ফেরত পাঠানো হয় ।

Bailey Bridge Collapsed in North Sikkim
মালবাহী গাড়ি যাওয়ার পরই ধসে যায় বেইলি ব্রিজ (ইটিভি ভারত)

সম্প্রতি, লোনাক হ্রদ ফেটে হড়পা বানে সিকিমের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় । তাতে একাধিক সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয় । এরপর যুদ্ধকালীন তৎপরতায় যোগাযোগ স্বাভাবিক করতে একাধিক বেইলি ব্রিজ তৈরি করে ভারতীয় সেনা । এই সেতুটিও অগস্ট মাসে তৈরি করেছিল ভারতীয় সেনা । এবার ফের সেতুটি ক্ষতিগ্রস্ত হল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.