আলিপুরদুয়ার, 8 মে: উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান পেলেন আলিপুরদুয়ারের অভিক দাস । তাঁর প্রাপ্ত নম্বর 496। নিউ আলিপুরদুয়ারের বাসিন্দা অভীক ৷ বাবা প্রবীর দাস আলিপুরদুয়ারের রেলওয়ে হাইস্কুলের শিক্ষক । মাধ্যমিক পরীক্ষাতেও রাজ্যে চতুর্থ হয়েছিলেন অভীক । মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ছিল 690 ।
অভীকের বাবা প্রবীর দাস বলেন,"অভীক ভালো রেজাল্ট করবে জানতাম । কিন্তু রাজ্যে প্রথম হবে ভাবতে পারিনি ।মাধ্যমিক পরীক্ষাতেও ভালো ফল করেছিল ।"
এদিন সংবাদমাধ্যমে অভীক বলেন, "রাজ্যে প্রথম হব ভাবিনি । প্রথম দশে থাকব ভেবেছিলাম ৷ এমনকি প্রথম পাঁচে থাকারও আশা করেছিলাম ৷ তবে প্রথম হওয়ায় খুবই আনন্দ হচ্ছে । নিয়মিত পড়াশোনা করতাম । পড়াশোনাই আমার লক্ষ্য ছিল ৷ আমার অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হবার ইচ্ছে রয়েছে ।"
এছাড়াও অভীক আরও বলেন, "নির্দিষ্ট সময় ধরে কখনও পড়াশোনা করিনি ৷ তবে সারাদিনই আমি পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসতাম ৷ তাতেই মোটামুটি সারাদিনে 8 থেকে 10 ঘণ্টা পড়াশোনা হয়েই যেত ৷ মুখস্ত বিদ্যার দিকে না গিয়ে যদি কনসেপ্ট বুঝে পড়াশোনা করা যায় তাহলে নম্বর অটোমেটিক ভালো হবে ৷ টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি ৷ সময় ধরে অনেকগুলি মক টেস্টপেপার সলভ করেছি ৷ যার জন্যই এই ভালো নম্বর সম্ভবপর হয়েছে ৷ মাধ্যমিকের মতোই পড়াশোনা করেছি ৷ তবে আরও মরিয়া হয়ে পড়েছি ৷"
পরীক্ষা শেষের 69 দিন পর আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে ৷ দুপুর 1টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পর সকলে অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন৷
আরও পড়ুন :
প্রথম আলিপুরদুয়ারের অভীক, মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন ম্যাক উইলিয়ামসের ছাত্র