ETV Bharat / state

কয়লা চুরিতে বাধা দিয়ে চোরাচালানকারীদের হামলার শিকার পুলিশ, গাড়ি ভাঙচুর - কয়লা চুরি

Attack on Police by Coal Thieves: বারাবনিতে কয়লা চুরিতে বাধা দিয়ে চোরাচালানকারীদের হামলার শিকার হল পুলিশ ও ইসিএলের নিরাপত্তারক্ষীরা ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বারাবনির বেগুনিয়া খোলামুখ খনিতে ৷ অভিযোগ প্রায় একশোর কাছাকাছি লোক খোলামুখ খনি থেকে কয়লা চুরি করছিল ৷ অভিযোগ পেয়ে তা আটকাতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 1:41 PM IST

বারাবনিতে কয়লা চুরিতে বাধা দিয়ে চোরাচালানকারীদের হামলার শিকার পুলিশ

বারাবনি, 7 ফেব্রুয়ারি: কয়লা চুরিতে বাধা দিয়ে চোরাচালানকারীদের আক্রমণের মুখে পড়ল পুলিশ ও ইসিএলের নিরাপত্তারক্ষীরা ৷ ঘটনাটি ঘটেছে বারাবনি থানার অন্তর্গত ইসিএলের কাপিস্টটা বেগুনিয়া খনিতে ৷ কয়লা চোরদের ছোঁড়া ইটের আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এমনকি কয়েকজন পুলিশ কর্মী ও ইসিএলের নিরাপত্তারক্ষী আহত হয়েছেন ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জনকে আটক করেছে বারাবনি থানার পুলিশ ৷

গত বেশ কয়েকদিন ধরেই অভিযোগ উঠছিল ইসিএলের সালানপুর এরিয়ার বেগুনিয়া খোলা মুখ খনিতে অবাধে কয়লা চুরি করছে স্থানীয় কিছু কয়লা চোর ৷ ইসিএলের নিরাপত্তারক্ষীরা বারবার বাধা দিলেও, সেই কয়লা চুরি রোখা যায়নি ৷ এরপরই ইসিএলের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল ৷ সেই মতো বুধবার সকালে বারাবনি থানার পুলিশ কয়লা চুরির অভিযোগ পেয়ে বেগুনিয়া খনিতে অভিযান চালায় ৷ আর এই অভিযান চালাতেই প্রায় শতাধিক কয়লা চোর পুলিশ ও ইসিএলের নিরাপত্তারক্ষীদের উপর আক্রমণ করে ৷ পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ সঙ্গে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ ৷

এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে খবর ৷ যদিও, এখনও পর্যন্ত কতজন আহত হয়েছেন, তা সরকারিভাবে পুলিশের পক্ষ থেকে জানান হয়নি ৷ অন্যদিকে, এই ঘটনার পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী এলাকায় গিয়ে পৌঁছায় ৷ এছাড়াও, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সিআইএসএফ ঘটনাস্থলে যায় ৷ এখনও পর্যন্ত 6 জনকে কয়লা চোর সন্দেহে আটক করেছে বারাবনি থানার পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ৷

বারাবনি থানার তরফে জানান হয়েছে, কয়লা চুরির অভিযোগে অভিযোগ পেয়ে এলাকায় অভিযান চালানো হয়েছিল ৷ কয়লা চোররা পুলিশকে দেখে ইট-পাটকেল ছুড়েছে ৷ তাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে ৷ অভিযানে সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়েছে ৷ তবে, আরও অনেকে এই কয়লা চুরি ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ৷

আরও পড়ুন:

  1. ফের সক্রিয় সিন্ডিকেটের কালো কারবার ! জামুড়িয়ায় সিআইএসএফের হাতে আটক প্রচুর কয়লা
  2. ফের বেআইনি কয়লা সিন্ডিকেটের গুঞ্জন আসানসোলে, বন্ধ করতে শাসক দলকে আহ্বান জিতেন্দ্র'র
  3. দুর্গাপুরে কয়লাখনির চাঙর ভেঙে পড়ে মৃত্যু সুপারভাইজারের, আহত 2 শ্রমিক

বারাবনিতে কয়লা চুরিতে বাধা দিয়ে চোরাচালানকারীদের হামলার শিকার পুলিশ

বারাবনি, 7 ফেব্রুয়ারি: কয়লা চুরিতে বাধা দিয়ে চোরাচালানকারীদের আক্রমণের মুখে পড়ল পুলিশ ও ইসিএলের নিরাপত্তারক্ষীরা ৷ ঘটনাটি ঘটেছে বারাবনি থানার অন্তর্গত ইসিএলের কাপিস্টটা বেগুনিয়া খনিতে ৷ কয়লা চোরদের ছোঁড়া ইটের আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এমনকি কয়েকজন পুলিশ কর্মী ও ইসিএলের নিরাপত্তারক্ষী আহত হয়েছেন ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জনকে আটক করেছে বারাবনি থানার পুলিশ ৷

গত বেশ কয়েকদিন ধরেই অভিযোগ উঠছিল ইসিএলের সালানপুর এরিয়ার বেগুনিয়া খোলা মুখ খনিতে অবাধে কয়লা চুরি করছে স্থানীয় কিছু কয়লা চোর ৷ ইসিএলের নিরাপত্তারক্ষীরা বারবার বাধা দিলেও, সেই কয়লা চুরি রোখা যায়নি ৷ এরপরই ইসিএলের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল ৷ সেই মতো বুধবার সকালে বারাবনি থানার পুলিশ কয়লা চুরির অভিযোগ পেয়ে বেগুনিয়া খনিতে অভিযান চালায় ৷ আর এই অভিযান চালাতেই প্রায় শতাধিক কয়লা চোর পুলিশ ও ইসিএলের নিরাপত্তারক্ষীদের উপর আক্রমণ করে ৷ পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ সঙ্গে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ ৷

এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে খবর ৷ যদিও, এখনও পর্যন্ত কতজন আহত হয়েছেন, তা সরকারিভাবে পুলিশের পক্ষ থেকে জানান হয়নি ৷ অন্যদিকে, এই ঘটনার পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী এলাকায় গিয়ে পৌঁছায় ৷ এছাড়াও, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী সিআইএসএফ ঘটনাস্থলে যায় ৷ এখনও পর্যন্ত 6 জনকে কয়লা চোর সন্দেহে আটক করেছে বারাবনি থানার পুলিশ ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ৷

বারাবনি থানার তরফে জানান হয়েছে, কয়লা চুরির অভিযোগে অভিযোগ পেয়ে এলাকায় অভিযান চালানো হয়েছিল ৷ কয়লা চোররা পুলিশকে দেখে ইট-পাটকেল ছুড়েছে ৷ তাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে ৷ অভিযানে সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়েছে ৷ তবে, আরও অনেকে এই কয়লা চুরি ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ৷

আরও পড়ুন:

  1. ফের সক্রিয় সিন্ডিকেটের কালো কারবার ! জামুড়িয়ায় সিআইএসএফের হাতে আটক প্রচুর কয়লা
  2. ফের বেআইনি কয়লা সিন্ডিকেটের গুঞ্জন আসানসোলে, বন্ধ করতে শাসক দলকে আহ্বান জিতেন্দ্র'র
  3. দুর্গাপুরে কয়লাখনির চাঙর ভেঙে পড়ে মৃত্যু সুপারভাইজারের, আহত 2 শ্রমিক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.