ETV Bharat / state

বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন অতীন ! কী বলছেন ডেপুটি মেয়র ? - ATIN GHOSH

অতীন ঘোষ বিজেপিতে যোগদানের ইচ্ছেপ্রকাশ করেছিলেন, তা বিশ্বাস করেন না ৷ শুভেন্দুর দাবিকে মিথ্যে বলে ঘোষণা করুক অতীন, আবেদন করলেন শান্তনু সেন ৷

ATIN GHOSH
অতীন ঘোষ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2024, 8:56 PM IST

Updated : Oct 26, 2024, 9:25 PM IST

কলকাতা, 26 অক্টোবর: 2021 সালের বিধানসভা নির্বাচনে কাশীপুর-বেলগাছিয়া থেকে টিকিট না-পেলে, বিজেপির হয়ে লড়তে চেয়েছিলেন অতীন ঘোষ ৷ শুক্রবার এমনই বিস্ফোরক দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

যা নিয়ে আজ, শনিবার সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক তথা কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ জানিয়ে দিলেন, কোনও মন্তব্য করতে চান না তিনি ৷

সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদের ডেপুটি (ইটিভি ভারত)

উল্লেখ্য, গতকাল শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে কোলাঘাটে থার্মাল পাওয়ারের গেস্ট হাউসে অতীন ঘোষ তাঁর সঙ্গে দেখা করেছিলেন ৷ সেখানে তিনি বলেছিলেন, কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না-পেলে তৃণমূল ছাড়বেন এবং বিজেপির টিকিটে সেখান থেকে নির্বাচনে লড়বেন ৷ অতীন ঘোষের সঙ্গে সেদিন তৃণমূলের আরও দুই বড় নেতাও ছিলেন বলে দাবি করেন শুভেন্দু ৷

ATIN GHOSH
শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা শান্তনু সেনের ৷ (ছবি- শান্তনু সেনের ফেসবুক পেজ)

এ নিয়ে বিতর্ক তৈরি হতেই রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি দাবি করেছেন, শুভেন্দু অধিকারীর দাবি তিনি বিশ্বাস করেন না ৷ এমনকি পুরোটাই মিথ্যে ভাষণ করেছেন বিরোধী দলনেতা ৷ শান্তনু লিখেছেন, "আমরা বিশ্বাস করি এই অভিযোগ মিথ্যে ৷ তাই আমরা চাই আমাদের নেতা অতীন ঘোষ এই কথার তীব্র প্রতিবাদ করুন, সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে অস্বীকার করুন এবং বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করুন ৷ বিরোধী দলনেতার হিম্মত থাকলে অতীন ঘোষের চ্যালেঞ্জ গ্রহণ করুন ৷"

কিন্তু, কিসের চ্যালেঞ্জ ? সংবাদ মাধ্যমের তরফে এ নিয়ে অতীন ঘোষকে প্রশ্ন করা হলে, একটাই কথা বলতে শোনা গেল তাঁকে ৷ বিধায়ক তথা ডেপুটি মেয়র বলে চলেন, "কোনও উত্তর দেব না ৷ আমি এ নিয়ে কোনও কথা বলব না ৷"

যদিও, পরবর্তী সময়ে তিনি কয়েকটি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, "প্রথম কথা হল, শুভেন্দু অধিকারী যতদিন দলে ছিল, ততদিনই তাঁর সঙ্গে যোগাযোগ ছিল ৷ দল ছাড়ার পর একদিনও আমি যোগাযোগ করিনি ৷ শুভেন্দুর পক্ষে আমার একটা বিবৃতি ছিল, যখন তিনি দল ছাড়ব-ছাড়ব করছিলেন ৷ আমি বলেছিলাম ওর মতো কর্মীকে দলে আটকে রাখা উচিত ৷ আটকে রাখার জন্য দলের তৎপর হওয়া দরকার ৷ এই অভিযোগ বিভ্রান্তিকর ৷ 2021-এর ঘটনা এখন টেনে এনে তিনি কার স্বার্থরক্ষা করতে চাইছেন জানা নেই ৷"

কলকাতা, 26 অক্টোবর: 2021 সালের বিধানসভা নির্বাচনে কাশীপুর-বেলগাছিয়া থেকে টিকিট না-পেলে, বিজেপির হয়ে লড়তে চেয়েছিলেন অতীন ঘোষ ৷ শুক্রবার এমনই বিস্ফোরক দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

যা নিয়ে আজ, শনিবার সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেন কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক তথা কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ জানিয়ে দিলেন, কোনও মন্তব্য করতে চান না তিনি ৷

সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদের ডেপুটি (ইটিভি ভারত)

উল্লেখ্য, গতকাল শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে কোলাঘাটে থার্মাল পাওয়ারের গেস্ট হাউসে অতীন ঘোষ তাঁর সঙ্গে দেখা করেছিলেন ৷ সেখানে তিনি বলেছিলেন, কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না-পেলে তৃণমূল ছাড়বেন এবং বিজেপির টিকিটে সেখান থেকে নির্বাচনে লড়বেন ৷ অতীন ঘোষের সঙ্গে সেদিন তৃণমূলের আরও দুই বড় নেতাও ছিলেন বলে দাবি করেন শুভেন্দু ৷

ATIN GHOSH
শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতা শান্তনু সেনের ৷ (ছবি- শান্তনু সেনের ফেসবুক পেজ)

এ নিয়ে বিতর্ক তৈরি হতেই রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ সেখানে তিনি দাবি করেছেন, শুভেন্দু অধিকারীর দাবি তিনি বিশ্বাস করেন না ৷ এমনকি পুরোটাই মিথ্যে ভাষণ করেছেন বিরোধী দলনেতা ৷ শান্তনু লিখেছেন, "আমরা বিশ্বাস করি এই অভিযোগ মিথ্যে ৷ তাই আমরা চাই আমাদের নেতা অতীন ঘোষ এই কথার তীব্র প্রতিবাদ করুন, সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে অস্বীকার করুন এবং বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করুন ৷ বিরোধী দলনেতার হিম্মত থাকলে অতীন ঘোষের চ্যালেঞ্জ গ্রহণ করুন ৷"

কিন্তু, কিসের চ্যালেঞ্জ ? সংবাদ মাধ্যমের তরফে এ নিয়ে অতীন ঘোষকে প্রশ্ন করা হলে, একটাই কথা বলতে শোনা গেল তাঁকে ৷ বিধায়ক তথা ডেপুটি মেয়র বলে চলেন, "কোনও উত্তর দেব না ৷ আমি এ নিয়ে কোনও কথা বলব না ৷"

যদিও, পরবর্তী সময়ে তিনি কয়েকটি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, "প্রথম কথা হল, শুভেন্দু অধিকারী যতদিন দলে ছিল, ততদিনই তাঁর সঙ্গে যোগাযোগ ছিল ৷ দল ছাড়ার পর একদিনও আমি যোগাযোগ করিনি ৷ শুভেন্দুর পক্ষে আমার একটা বিবৃতি ছিল, যখন তিনি দল ছাড়ব-ছাড়ব করছিলেন ৷ আমি বলেছিলাম ওর মতো কর্মীকে দলে আটকে রাখা উচিত ৷ আটকে রাখার জন্য দলের তৎপর হওয়া দরকার ৷ এই অভিযোগ বিভ্রান্তিকর ৷ 2021-এর ঘটনা এখন টেনে এনে তিনি কার স্বার্থরক্ষা করতে চাইছেন জানা নেই ৷"

Last Updated : Oct 26, 2024, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.