ETV Bharat / state

তিন গুন বেড়েছে অস্থাবর সম্পত্তির পরিমাণ, ‘ধনী’ হয়েছেন সর্বহারার নেতা সেলিম - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mohammed Salim Property: ভোটের আগে সকল প্রার্থীকেই নির্বাচন কমিশনে নিজেদের সম্পত্তির পরিমাণ হলফনামা দিয়ে জানাতে হয় ৷ ইটিভি ভারতের সঞ্চয় সম্পত্তি বিভাগ প্রার্থীদের সেই সম্পত্তির পরিমাণ আপনাদের সামনে তুলে ধরে ৷ এবার নজরে মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিমের সম্পত্তির পরিমাণ ৷

Mohammed Salim
তিন গুন বেড়েছে অস্থাবর সম্পত্তির পরিমাণ, ‘ধনী’ হয়েছেন সর্বহারার নেতা সেলিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 5:04 PM IST

মুর্শিদাবাদ, 21 এপ্রিল: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক ৷ গত 18 এপ্রিল জেলা কালেক্টরেট ভবনে তিনি মনোনয়ন পত্র দাখিল করেছেন । মনোনয়ন পর্বে তাঁর সঙ্গেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী ।

সিপিআইএমের দীর্ঘদিনের সঙ্গী মহম্মদ সেলিম ৷ 1990 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ৷ 2001 সালে এন্টালি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম তাঁকে টিকিট দেয় । জয়ী হয়ে রাজ্যের মন্ত্রীও হন তিনি ৷ তবে সময়সীমা শেষ হওয়ার আগেই 2004 সালে উত্তর পূর্ব কলকাতা থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন ৷ 2009 সালে এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল-কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন মহম্মদ সেলিম ৷ 2014 সালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি ৷ পরের বছর, অর্থাৎ 2019 সালে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর কাছে পরাজিত হন ।

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনে হলফনামায় প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তির সঙ্গে স্ত্রী’র সম্পত্তির হিসাব দেওয়াও বাধ্যতামূলক । দেখা যাচ্ছে, তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সম্পত্তি যেখানে তিন কোটির ঊর্ধে, সেখানে মহম্মদ সেলিমের সম্পত্তি কোটি টাকা ছোঁয়নি । তবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির নিরিখে এগিয়ে তাঁর স্ত্রী রোজিনা খাতুন ৷

2024 সালে সম্পত্তির হিসেব...

  • মহম্মদ সেলিমের হাতে নগদ রয়েছে 2 হাজার 500 টাকা। স্ত্রীর হাতে রয়েছে 6 হাজার 500 টাকা ৷
  • মহম্মদ সেলিমের দু’টি ব্যাঙ্ক একাউন্টে 32 হাজার 628 টাকা । স্ত্রী রোজিনা খাতুনের 5টি ব্যাংক অ্যাকাউন্টে 16 লক্ষ 13 হাজার 443 টাকা আছে ।
  • মহম্মদ সেলিমের অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়া হয়েছে 48 লক্ষ 34 হাজার 885 টাকা (ব্যাংকে গচ্ছিত, বন্ড, শেয়ার, জীবন বিমা) ৷
  • 4 লক্ষ 24 হাজার 7 টাকার দু’টি জীবন বীমা রয়েছে মহম্মদ সেলিমের নামে। পাশাপাশি বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে 47 লক্ষ 49 হাজার 850 টাকা লগ্নি রয়েছে ।
  • স্ত্রী’র অস্থাবর সম্পত্তির পরিমাণ 65 লক্ষ 98 হাজার 556 টাকা (ব্যাংকে গচ্ছিত, শেয়ার, বন্ড, জীবন বিমা, গাড়ি, সোনার গয়না) ৷ তাঁর 3 লক্ষ 98 হাজার 700 টাকার 4টি বীমা রয়েছে ৷ পাশাপাশি বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে 29 লক্ষ 83 হাজার 813 টাকা লগ্নি আছে ।
  • মহম্মদ সেলিমের স্থাবর সম্পত্তির হিসেবে শূন্য দেখানো হয়েছে ৷
  • স্ত্রী’র স্থাবর সম্পত্তির পরিমাণ 27 লক্ষ 10 হাজার টাকা ৷

2021 সালে চণ্ডীতলা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মহম্মদ সেলিম, তখন দেওয়া সম্পত্তির হিসেব...

  • মহম্মদ সেলিমের হাতে নগদ অর্থ ছিল তিন হাজার টাকা ৷
  • স্ত্রী’র হাতে নগদ ছিল 7 হাজার 500 টাকা ৷
  • মহম্মদ সেলিমের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 14 লক্ষ 99 হাজার 92 টাকা (ব্যাংকে গচ্ছিত, বন্ড, শেয়ার, বিনিয়োগ ও জীবন বিমা) ৷
  • স্ত্রী’র অস্থাবর সম্পত্তি ছিল 49 লক্ষ 36 হাজার 80 টাকা (ব্যাংকে গচ্ছিত, বন্ড, শেয়ার, জীবন বিমা, গাড়ি, গয়না) ৷
  • মহম্মদ সেলিমের কোনও স্থাবর সম্পত্তি ছিল না ৷
  • স্ত্রী’র অস্থাবর সম্পত্তির পরিমাণ 23 লক্ষ 20 হাজার 165 টাকা ৷

আরও পড়ুন:

  1. দিল্লিতে রয়েছে দুই প্রকাণ্ড ফ্ল্যাট, দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী কোটিপতি
  2. কোটিপতি মোস্তাকের উপর এবার মালদা উত্তরে কংগ্রেসের গড় পুনরুদ্ধারের দায়িত্ব
  3. মন্ত্রী হয়ে কমেছে আয়, হলফনামায় আর কী তথ্য দিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব

মুর্শিদাবাদ, 21 এপ্রিল: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক ৷ গত 18 এপ্রিল জেলা কালেক্টরেট ভবনে তিনি মনোনয়ন পত্র দাখিল করেছেন । মনোনয়ন পর্বে তাঁর সঙ্গেই ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী ।

সিপিআইএমের দীর্ঘদিনের সঙ্গী মহম্মদ সেলিম ৷ 1990 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন ৷ 2001 সালে এন্টালি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম তাঁকে টিকিট দেয় । জয়ী হয়ে রাজ্যের মন্ত্রীও হন তিনি ৷ তবে সময়সীমা শেষ হওয়ার আগেই 2004 সালে উত্তর পূর্ব কলকাতা থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন ৷ 2009 সালে এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল-কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হন মহম্মদ সেলিম ৷ 2014 সালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি ৷ পরের বছর, অর্থাৎ 2019 সালে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর কাছে পরাজিত হন ।

মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনে হলফনামায় প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তির সঙ্গে স্ত্রী’র সম্পত্তির হিসাব দেওয়াও বাধ্যতামূলক । দেখা যাচ্ছে, তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সম্পত্তি যেখানে তিন কোটির ঊর্ধে, সেখানে মহম্মদ সেলিমের সম্পত্তি কোটি টাকা ছোঁয়নি । তবে স্থাবর ও অস্থাবর সম্পত্তির নিরিখে এগিয়ে তাঁর স্ত্রী রোজিনা খাতুন ৷

2024 সালে সম্পত্তির হিসেব...

  • মহম্মদ সেলিমের হাতে নগদ রয়েছে 2 হাজার 500 টাকা। স্ত্রীর হাতে রয়েছে 6 হাজার 500 টাকা ৷
  • মহম্মদ সেলিমের দু’টি ব্যাঙ্ক একাউন্টে 32 হাজার 628 টাকা । স্ত্রী রোজিনা খাতুনের 5টি ব্যাংক অ্যাকাউন্টে 16 লক্ষ 13 হাজার 443 টাকা আছে ।
  • মহম্মদ সেলিমের অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়া হয়েছে 48 লক্ষ 34 হাজার 885 টাকা (ব্যাংকে গচ্ছিত, বন্ড, শেয়ার, জীবন বিমা) ৷
  • 4 লক্ষ 24 হাজার 7 টাকার দু’টি জীবন বীমা রয়েছে মহম্মদ সেলিমের নামে। পাশাপাশি বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে 47 লক্ষ 49 হাজার 850 টাকা লগ্নি রয়েছে ।
  • স্ত্রী’র অস্থাবর সম্পত্তির পরিমাণ 65 লক্ষ 98 হাজার 556 টাকা (ব্যাংকে গচ্ছিত, শেয়ার, বন্ড, জীবন বিমা, গাড়ি, সোনার গয়না) ৷ তাঁর 3 লক্ষ 98 হাজার 700 টাকার 4টি বীমা রয়েছে ৷ পাশাপাশি বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে 29 লক্ষ 83 হাজার 813 টাকা লগ্নি আছে ।
  • মহম্মদ সেলিমের স্থাবর সম্পত্তির হিসেবে শূন্য দেখানো হয়েছে ৷
  • স্ত্রী’র স্থাবর সম্পত্তির পরিমাণ 27 লক্ষ 10 হাজার টাকা ৷

2021 সালে চণ্ডীতলা বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মহম্মদ সেলিম, তখন দেওয়া সম্পত্তির হিসেব...

  • মহম্মদ সেলিমের হাতে নগদ অর্থ ছিল তিন হাজার টাকা ৷
  • স্ত্রী’র হাতে নগদ ছিল 7 হাজার 500 টাকা ৷
  • মহম্মদ সেলিমের অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 14 লক্ষ 99 হাজার 92 টাকা (ব্যাংকে গচ্ছিত, বন্ড, শেয়ার, বিনিয়োগ ও জীবন বিমা) ৷
  • স্ত্রী’র অস্থাবর সম্পত্তি ছিল 49 লক্ষ 36 হাজার 80 টাকা (ব্যাংকে গচ্ছিত, বন্ড, শেয়ার, জীবন বিমা, গাড়ি, গয়না) ৷
  • মহম্মদ সেলিমের কোনও স্থাবর সম্পত্তি ছিল না ৷
  • স্ত্রী’র অস্থাবর সম্পত্তির পরিমাণ 23 লক্ষ 20 হাজার 165 টাকা ৷

আরও পড়ুন:

  1. দিল্লিতে রয়েছে দুই প্রকাণ্ড ফ্ল্যাট, দার্জিলিং লোকসভার কংগ্রেস প্রার্থী কোটিপতি
  2. কোটিপতি মোস্তাকের উপর এবার মালদা উত্তরে কংগ্রেসের গড় পুনরুদ্ধারের দায়িত্ব
  3. মন্ত্রী হয়ে কমেছে আয়, হলফনামায় আর কী তথ্য দিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.