ভূপতিনগর, 7 এপ্রিল: ভূপতিনগরের ঘটনায় শ্লীলতাহানির অভিযোগ উঠল এনআইএ-র বিরুদ্ধে ৷ এনআইএ-র উপর হামলা চালানোর ঘটনায় ভূপতিনগর থানায় কেন্দ্রীয় সংস্থা লিখিত অভিযোগ দায়ের করার পর, শনিবার রাতেই তাদের বিরুদ্ধে পালটা এফআইআর হল ৷ ধৃত এক তৃণমূল নেতার পরিবারের তরফে জাতীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে এফআইআর করা হয়েছে ভূপতিনগর থানায় ৷
তাদের অভিযোগ, গভীর রাতে দরজা ভেঙে তৃণমূল নেতা-সহ দু'জনকে গ্রেফতার করতে গিয়ে মহিলাদের হেনস্থা করেছেন এনআইএ আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ মহিলাদের সম্ভ্রমে আঘাত করা হয়েছে ৷ স্থানীয় মহিলারা এই ঘটনার প্রতিবাদ জানালে তাঁদেরও শ্লীলতাহানি করা হয় বলে এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ তৃণমূল নেতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির ধারায় মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
উল্লেখ্য, ভূপতিনগর বোমা বিস্ফোরণ কাণ্ডে তৃণমূলের বুথ সভাপতি-সহ দু'জনকে গ্রেফতার করতে গিয়ে শনিবার বাধার মুখে পড়তে হয় জাতীয় তদন্তকারী সংস্থাকে । পরে বলাইলাল মাইতি ও মনব্রত জানাকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময় স্থানীয়রা এনআইএ-র উপর হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনায় ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ ৷
ঠিক সন্দেশখালির ধাঁচে ভূপতিনগরের ঘটনা ঘটে ৷ সন্দেশখালিতে শেখ শাহজাহানকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা ৷ সে ক্ষেত্রেও শাহজাহানের পরিবারের তরফে ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছিল ৷ ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে পালটা এফআইআর দায়ের হওয়ায় আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে । শনিবারের ঘটনার পর রবিবার সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা । নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশের টহলদারি রয়েছে ।
এ দিকে, আজই এলাকায় যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ- সহ তৃণমূলের রাজ্য ও জেলার শীর্ষ নেতারা । তৃণমূলের দাবি, ভোট এলেই কেন্দ্রীয় এজেন্সিদের দিয়ে মানুষকে ভয় দেখানোর কাজ করে বিজেপি । কিন্তু এলাকার মানুষ ভয় পাবেন না । যদিও এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য বলেন ,পুরনো একটি মামলায় এনআইএর প্রতিনিধি দল অভিযুক্তদের গ্রেফতার করতে এলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় । গাড়ি ভাঙচুরও করা হয়েছে । তবে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে । এলাকায় যাতে নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশের টহল রয়েছে ।
আরও পড়ুন: