ETV Bharat / state

হিন্দুদের বাঁচাতে ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান অর্জুন সিংয়ের - ARJUN SINGH

হিন্দুরা নিজেরা বাঁচতে সঙ্গে অস্ত্র রাখুন ৷ সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এ কী বললেন অর্জুন সিং ?

Arjun Singh
ব্যারাকপুরে অর্জুন সিং (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2024, 10:07 PM IST

ব‍্যারাকপুর, 8 ডিসেম্বর: হিন্দু সনাতনীদের অস্ত্র রাখার নিদান দিলেন ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং । দলের সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে রবিবার হিন্দুদের উদ্দেশ্যে ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ পরামর্শ দেন,"নিজেরা বাঁচতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন । তলোয়ার রাখুন ৷" সেই সঙ্গে সনাতনীদের ঐক্যবদ্ধ করতে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন অর্জুন সিং । তাঁর অস্ত্র মজুত করার এই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷ যদিও তাতে আমল দেননি সাংসদ ৷

রবিবার জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরের ঝাউতলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন,"দেখছেন তো বাংলাদেশে হিন্দুদের উপর কী চলছে !ওখানে প্রাক্তন সেনকর্তা হুঙ্কার দিচ্ছেন, চারদিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন । কলকাতার রাজপথ ইতিমধ্যেই জেহাদিরা দখল করে নিয়েছে জেহাদিদের রুখতে সনাতনীদের একজোট হতে হবে । আর তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা বিজেপির সদস্য পদ নিন । বিজেপিই একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারে ।"

অর্জুন সিংয়ের বক্তব্য (ইটিভি ভারত)

এরপরই তাঁর পরামর্শ, "নিজেদের বাঁচাতে চাইলে ঘরে ঘরে অস্ত্র মজুত রাখুন । যতটা না বাইরের শক্তির ভয় বেশি, তার থেকে বেশি ভয় জামাতদের ।কারণ, এই রাজ‍্যে বহাল তবিয়তে বসে রয়েছে তারা । আর দিদিমণি সব দেখেও চোখ বুজে রয়েছেন । তাই, ভারতবর্ষকে বাঁচাতে হলে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে । এছাড়া কোনও উপায় নেই ।"

ব‍্যারাকপুর, 8 ডিসেম্বর: হিন্দু সনাতনীদের অস্ত্র রাখার নিদান দিলেন ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং । দলের সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে রবিবার হিন্দুদের উদ্দেশ্যে ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ পরামর্শ দেন,"নিজেরা বাঁচতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন । তলোয়ার রাখুন ৷" সেই সঙ্গে সনাতনীদের ঐক্যবদ্ধ করতে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন অর্জুন সিং । তাঁর অস্ত্র মজুত করার এই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক ৷ যদিও তাতে আমল দেননি সাংসদ ৷

রবিবার জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরের ঝাউতলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন,"দেখছেন তো বাংলাদেশে হিন্দুদের উপর কী চলছে !ওখানে প্রাক্তন সেনকর্তা হুঙ্কার দিচ্ছেন, চারদিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন । কলকাতার রাজপথ ইতিমধ্যেই জেহাদিরা দখল করে নিয়েছে জেহাদিদের রুখতে সনাতনীদের একজোট হতে হবে । আর তার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা বিজেপির সদস্য পদ নিন । বিজেপিই একমাত্র হিন্দুদের রক্ষা করতে পারে ।"

অর্জুন সিংয়ের বক্তব্য (ইটিভি ভারত)

এরপরই তাঁর পরামর্শ, "নিজেদের বাঁচাতে চাইলে ঘরে ঘরে অস্ত্র মজুত রাখুন । যতটা না বাইরের শক্তির ভয় বেশি, তার থেকে বেশি ভয় জামাতদের ।কারণ, এই রাজ‍্যে বহাল তবিয়তে বসে রয়েছে তারা । আর দিদিমণি সব দেখেও চোখ বুজে রয়েছেন । তাই, ভারতবর্ষকে বাঁচাতে হলে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে । এছাড়া কোনও উপায় নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.