ETV Bharat / opinion

ভারতের যানজট সমস্যা ক্রমশ গুরুতর হচ্ছে, কোন পথে মোকাবিলা সম্ভব - TRAFFIC CONGESTION CRISIS IN INDIA

ভারতের জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তি মালিকানাধীন গাড়ি ৷ কমছে গণপরিহণ ৷ তার জেরেই বাড়ছে যানজট৷ সমস্যার সমাধান কী ?

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
দিল্লির যানজট (এএনআই)
author img

By Soumyadip Chattopadhyay

Published : Jan 24, 2025, 8:30 PM IST

সম্প্রতি ডাচ লোকেশন টেকনোলজি ফার্ম 500টি শহরের ট্র্যাফিক ইনডেক্স র‌্যাঙ্কিং প্রকাশিত করেছে ৷ সেখানে কলকাতাকে বিশ্বের দ্বিতীয় মন্থর শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে । গত বছর কলকাতায় 10 কিলোমিটার যাওয়ার গড় সময় ছিল 34 মিনিট 33 সেকেন্ড ।

বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ ও চেন্নাই-সহ আরও বেশ কয়েকটি ভারতীয় শহর যানজটপূর্ণ শহরের তালিকায় স্থান পেয়েছে । ভারতে যেভাবে দ্রুত নগরায়ন হচ্ছে, তার প্রেক্ষিতে এটাকে খুব একটা অবাক করার মতো কিছু নয় বলেই মনে হয় । 1901 সালে 25.9 মিলিয়ন থেকে 2011 সালে ভারতীয় শহরগুলির জনসংখ্যা 14 গুন বৃদ্ধি পেয়েছে, যা 2011 সালে 37.1 মিলিয়নে পৌঁছেছে । বর্তমানে যেভাবে জনসংখ্যা বাড়ছে, তাতে 2050 সালে ভারতীয় শহরগুলিতে জনসংখ্যা 870 মিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে ।

যানজটের সমস্যার কারণ

রোড ট্রান্সপোর্ট ইয়ারবুক 2019-20 অনুযায়ী, প্রতি 1000 জন পিছু মোটরগাড়ির সংখ্যা 2001 সালে 53টি ছিল, যা 2020 সালে বেড়ে 246টিতে দাঁড়িয়েছে । মোটরচালিত যানবাহনের সংখ্যা (গাড়ি ও দ্বিচক্রযান) রাস্তায় চলা মোট গাড়ির 85 শতাংশ । তবে, ভারতীয় শহরগুলিতে পরিবহণের চাহিদা ও এর সংখ্যার মধ্যে অসঙ্গতি রয়েছে । উদাহরণ হিসেবে বলা যায়, দিল্লিতে রাস্তার 90 শতাংশ জায়গা গাড়ি ও বাইক বা স্কুটি দখল করে রেখেছে ৷ যা রাস্তায় যাতায়াত করা মানুষের চাহিদার 20 শতাংশও পূরণ করে না ।

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
বেঙ্গালুরুর যানজট (এএনআই)

গণপরিবহণ ব্যবস্থার একাধিক সুবিধা রয়েছে৷ যেমন প্রতি যাত্রীর জন্য রাস্তার কম জায়গা ব্যবহার করে, জ্বালানি খরচ কম এবং দূষণ কম । তবুও, নীতি আয়োগ 2018-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতে প্রতি এক হাজার জনে মাত্র 1.2টি বাস রয়েছে, যা উন্নয়নশীল দেশগুলির মানদণ্ডের চেয়ে অনেক কম । দেশের 458টি শহর, যেখানে জনসংখ্যা এক লাখের বেশি, তার মধ্যে মাত্র 63টিতে শহর কেন্দ্রীক বাস পরিষেবার ব্যবস্থা রয়েছে ।

মেট্রো ও শহরতলির রেল পরিষেবা যথাক্রমে 13 এবং 9টি শহরে রয়েছে । অপর্যাপ্ত গণপরিবহণ ব্যবস্থা এবং আয়ের পরিমাণ বৃদ্ধির ফলে ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে । অটোরিকশা, ট্যাক্সি ও মিনিবাস-সহ মধ্যবর্তী গণপরিবহণ অবশ্য মাঝারি ও ছোট শহরে মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই কমিয়ে দেয় ৷

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
গুরুগ্রামের যানজট (এএনআই)

এই সমস্ত কিছু আমাদের শহরগুলিতে যানজটের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে । নীতি আয়োগ 2018-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভারতীয় কিছু মেট্রো শহরে যানবাহনের গড় গতি 17 কিমি প্রতি ঘণ্টার থেকেও কম । শহরের বাসিন্দাদের সাধারণত যানজটের সময় 1.3 থেকে 1.6 গুন অতিরিক্ত সময় ব্যয় করতে বাধ্য করা হয় । সময়ের অপচয়ের ফলে শহরগুলিতে উৎপাদনশীলতার ব্যাপক ক্ষতি হয় ।

ভারতের চারটি শীর্ষ মেট্রো শহরে 2018 সালে যানজটের কারণে বার্ষিক অর্থনৈতিক ক্ষতি প্রায় 22 বিলিয়ন ডলার হয়েছিল বলে অনুমান করা হয় । যানজটের প্রতিকূল প্রভাব সময় ও অর্থনৈতিক ক্ষতির চেয়েও বেশি । যাতায়াতের সময় ও যানজট বৃদ্ধির অর্থ দূষণকারী পদার্থের নির্গমন বৃদ্ধি করে ও স্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি করে ।

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
হায়দরাবাদের যানজট (এএনআই)

‘মোবিলিটি অ্যান্ড কনজেশন ইন আরবান ইন্ডিয়া’ শীর্ষক একটি এনবিইআর ওয়ার্কিং পেপার (2018) ভারতের 154টি শহরের 22 মিলিয়ন যাতায়াত (ট্রিপ) বিশ্লেষণ করেছে ৷ সেখানে দেখা গিয়েছে যে ভারতীয় শহরগুলিতে যানজটহীন গতিশীলতা (অর্থাৎ রাস্তায় একাধিক বাধা মোকাবিলা করার পরে যানবাহন যে গতিতে চলাচল করে) একটি গুরুতর সমস্যা । নয়াদিল্লিতে যানবাহনের গড় গতি প্রতি ঘণ্টায় প্রায় 15 কিমি ৷ যানজট কমানোর পরেও তা প্রতি ঘণ্টায় 20 কিমি অতিক্রম করতে পারেনি ৷

এর জন্য খারাপ রাস্তা ও ত্রুটিপূর্ণ নকশাকে দায়ী করা যেতে পারে । চণ্ডীগড়ের মতো গ্রিড-সদৃশ সড়ক নেটওয়ার্ক-সহ শহরগুলিতে যান চলাচল তুলনামূলকভাবে দ্রুতগতিতে হয় । মেট্রো ছাড়া অন্য শহরগুলিতে যানবাহন চলাচলের কম গতির সমস্যা আরও তীব্র ৷ কারণ, সেখানে থাকা সড়ক নেটওয়ার্কগুলি দ্রুত ক্রমবর্ধমান যানবাহন চলাচলের জন্য অক্ষম । এতে শহরের গরিবরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ৷ কারণ, তাঁরা গণপরিবহণ ব্য়বহারের সুযোগ থেকে বঞ্চিত হন ৷ এর ফলে শহরগুলিতে অসাম্য তৈরি হচ্ছে ৷

যানজট সমস্যার সমাধান

শহরগুলিতে মানুষের চলাচলের ধরন পুনর্বিবেচনা করা ও সেই অনুযায়ী নীতিগত বিকল্পগুলি তৈরি করা দরকার ৷ এটা করার জন্য এখনও খুব বেশি দেরি হয়নি । এর জন্য গণপরিবহণকে শক্তিশালী করা থেকে শুরু করা উচিত, যাতে শহরের মধ্যে চলাচলের জন্য ব্যক্তিগত পরিবহণের উপর মানুষের নির্ভরতা হ্রাস পায় । যাত্রীদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন । যোগাযোগ ব্যবস্থাকে শেষপ্রান্ত পর্যন্ত উন্নত করা ও সকল মানুষের বিভিন্ন চাহিদা পূরণের জন্য পরিবহণ পরিষেবা ডিজাইন করা অপরিহার্য । অনেক ভারতীয় শহরে বহুল প্রচারিত মেট্রো পরিষেবাগুলি শেষপ্রান্ত পর্যন্ত না পৌঁছানোর কারণে ক্ষতিগ্রস্ত হয় । সকলেই যাতে সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থাও করতে হবে ৷

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
কলকাতার যানজট (এএনআই)

পথচারীদের জন্য ও সাইকেল চলতে পারে এমন পরিকাঠামো তৈরি করতে হবে ৷ এর ফলে অ-মোটরচালিত পরিবহণ, যেমন - হাঁটা এবং সাইকেল চালানোর বিষয়ে মানুষ উৎসাহিত হতে পারে, যা দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটাতে পারে ৷ এটা কেবল যান চলাচলকে দ্রুততর করবে না, বরং দুর্ঘটনার সম্ভাবনাও কমিয়ে দেবে । রাস্তার পরিকাঠামো উন্নত করার জন্য জনসাধারণের বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন ।

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
কুলুর যানজট (এএনআই)

শহরের বিভিন্ন অংশে ও একই শহরের মধ্যে দিনের বিভিন্ন সময়ে ভ্রমণের ধরন চিহ্নিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ । পরিবহণ নেটওয়ার্কের দক্ষতা উন্নত করার জন্য নীতিনির্ধারকদের ভ্রমণের তথ্য প্রয়োজন । প্রযুক্তি-ভিত্তিক রিয়েল-টাইম ভ্রমণের তথ্য থাকলে, তা যানজট নিয়ন্ত্রণ এবং গতিশীলতা বৃদ্ধি করতে কার্যকরী হতে পারে ।

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
পাটনার যানজট (এএনআই)

উদাহরণস্বরূপ, কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় ঘণ্টাভিত্তিক গড় যানবাহনের সংখ্যা বিশ্লেষণের ভিত্তিতে কলকাতা ট্র্যাফিক পুলিশ ট্র্যাফিক সিগন্যালের সময় পুনর্নির্মাণ এবং স্বয়ংক্রিয় করতে সফল হয়েছে, যার ফলে ভ্রমণের সময় 13 মিনিট হ্রাস পেয়েছে ।

পরিশেষে, একাধিক পরিবহণ পরিষেবা প্রদানকারী একটি শহরের মধ্যে কাজ করে । সমন্বিত পরিবহণ পরিকল্পনার উপর মনোযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে রুট ও ভাড়ার কাঠামো নির্ধারণের জন্য সু-সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন । এর ফলে সকলের জন্য কার্যকর নগর পরিবহণ ব্যবস্থা তৈরি করতে ব্যবহারকারীদের সম্পৃক্ততাও প্রয়োজন ।

সম্প্রতি ডাচ লোকেশন টেকনোলজি ফার্ম 500টি শহরের ট্র্যাফিক ইনডেক্স র‌্যাঙ্কিং প্রকাশিত করেছে ৷ সেখানে কলকাতাকে বিশ্বের দ্বিতীয় মন্থর শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে । গত বছর কলকাতায় 10 কিলোমিটার যাওয়ার গড় সময় ছিল 34 মিনিট 33 সেকেন্ড ।

বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ ও চেন্নাই-সহ আরও বেশ কয়েকটি ভারতীয় শহর যানজটপূর্ণ শহরের তালিকায় স্থান পেয়েছে । ভারতে যেভাবে দ্রুত নগরায়ন হচ্ছে, তার প্রেক্ষিতে এটাকে খুব একটা অবাক করার মতো কিছু নয় বলেই মনে হয় । 1901 সালে 25.9 মিলিয়ন থেকে 2011 সালে ভারতীয় শহরগুলির জনসংখ্যা 14 গুন বৃদ্ধি পেয়েছে, যা 2011 সালে 37.1 মিলিয়নে পৌঁছেছে । বর্তমানে যেভাবে জনসংখ্যা বাড়ছে, তাতে 2050 সালে ভারতীয় শহরগুলিতে জনসংখ্যা 870 মিলিয়নে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে ।

যানজটের সমস্যার কারণ

রোড ট্রান্সপোর্ট ইয়ারবুক 2019-20 অনুযায়ী, প্রতি 1000 জন পিছু মোটরগাড়ির সংখ্যা 2001 সালে 53টি ছিল, যা 2020 সালে বেড়ে 246টিতে দাঁড়িয়েছে । মোটরচালিত যানবাহনের সংখ্যা (গাড়ি ও দ্বিচক্রযান) রাস্তায় চলা মোট গাড়ির 85 শতাংশ । তবে, ভারতীয় শহরগুলিতে পরিবহণের চাহিদা ও এর সংখ্যার মধ্যে অসঙ্গতি রয়েছে । উদাহরণ হিসেবে বলা যায়, দিল্লিতে রাস্তার 90 শতাংশ জায়গা গাড়ি ও বাইক বা স্কুটি দখল করে রেখেছে ৷ যা রাস্তায় যাতায়াত করা মানুষের চাহিদার 20 শতাংশও পূরণ করে না ।

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
বেঙ্গালুরুর যানজট (এএনআই)

গণপরিবহণ ব্যবস্থার একাধিক সুবিধা রয়েছে৷ যেমন প্রতি যাত্রীর জন্য রাস্তার কম জায়গা ব্যবহার করে, জ্বালানি খরচ কম এবং দূষণ কম । তবুও, নীতি আয়োগ 2018-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতে প্রতি এক হাজার জনে মাত্র 1.2টি বাস রয়েছে, যা উন্নয়নশীল দেশগুলির মানদণ্ডের চেয়ে অনেক কম । দেশের 458টি শহর, যেখানে জনসংখ্যা এক লাখের বেশি, তার মধ্যে মাত্র 63টিতে শহর কেন্দ্রীক বাস পরিষেবার ব্যবস্থা রয়েছে ।

মেট্রো ও শহরতলির রেল পরিষেবা যথাক্রমে 13 এবং 9টি শহরে রয়েছে । অপর্যাপ্ত গণপরিবহণ ব্যবস্থা এবং আয়ের পরিমাণ বৃদ্ধির ফলে ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে । অটোরিকশা, ট্যাক্সি ও মিনিবাস-সহ মধ্যবর্তী গণপরিবহণ অবশ্য মাঝারি ও ছোট শহরে মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই কমিয়ে দেয় ৷

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
গুরুগ্রামের যানজট (এএনআই)

এই সমস্ত কিছু আমাদের শহরগুলিতে যানজটের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে । নীতি আয়োগ 2018-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভারতীয় কিছু মেট্রো শহরে যানবাহনের গড় গতি 17 কিমি প্রতি ঘণ্টার থেকেও কম । শহরের বাসিন্দাদের সাধারণত যানজটের সময় 1.3 থেকে 1.6 গুন অতিরিক্ত সময় ব্যয় করতে বাধ্য করা হয় । সময়ের অপচয়ের ফলে শহরগুলিতে উৎপাদনশীলতার ব্যাপক ক্ষতি হয় ।

ভারতের চারটি শীর্ষ মেট্রো শহরে 2018 সালে যানজটের কারণে বার্ষিক অর্থনৈতিক ক্ষতি প্রায় 22 বিলিয়ন ডলার হয়েছিল বলে অনুমান করা হয় । যানজটের প্রতিকূল প্রভাব সময় ও অর্থনৈতিক ক্ষতির চেয়েও বেশি । যাতায়াতের সময় ও যানজট বৃদ্ধির অর্থ দূষণকারী পদার্থের নির্গমন বৃদ্ধি করে ও স্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি করে ।

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
হায়দরাবাদের যানজট (এএনআই)

‘মোবিলিটি অ্যান্ড কনজেশন ইন আরবান ইন্ডিয়া’ শীর্ষক একটি এনবিইআর ওয়ার্কিং পেপার (2018) ভারতের 154টি শহরের 22 মিলিয়ন যাতায়াত (ট্রিপ) বিশ্লেষণ করেছে ৷ সেখানে দেখা গিয়েছে যে ভারতীয় শহরগুলিতে যানজটহীন গতিশীলতা (অর্থাৎ রাস্তায় একাধিক বাধা মোকাবিলা করার পরে যানবাহন যে গতিতে চলাচল করে) একটি গুরুতর সমস্যা । নয়াদিল্লিতে যানবাহনের গড় গতি প্রতি ঘণ্টায় প্রায় 15 কিমি ৷ যানজট কমানোর পরেও তা প্রতি ঘণ্টায় 20 কিমি অতিক্রম করতে পারেনি ৷

এর জন্য খারাপ রাস্তা ও ত্রুটিপূর্ণ নকশাকে দায়ী করা যেতে পারে । চণ্ডীগড়ের মতো গ্রিড-সদৃশ সড়ক নেটওয়ার্ক-সহ শহরগুলিতে যান চলাচল তুলনামূলকভাবে দ্রুতগতিতে হয় । মেট্রো ছাড়া অন্য শহরগুলিতে যানবাহন চলাচলের কম গতির সমস্যা আরও তীব্র ৷ কারণ, সেখানে থাকা সড়ক নেটওয়ার্কগুলি দ্রুত ক্রমবর্ধমান যানবাহন চলাচলের জন্য অক্ষম । এতে শহরের গরিবরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ৷ কারণ, তাঁরা গণপরিবহণ ব্য়বহারের সুযোগ থেকে বঞ্চিত হন ৷ এর ফলে শহরগুলিতে অসাম্য তৈরি হচ্ছে ৷

যানজট সমস্যার সমাধান

শহরগুলিতে মানুষের চলাচলের ধরন পুনর্বিবেচনা করা ও সেই অনুযায়ী নীতিগত বিকল্পগুলি তৈরি করা দরকার ৷ এটা করার জন্য এখনও খুব বেশি দেরি হয়নি । এর জন্য গণপরিবহণকে শক্তিশালী করা থেকে শুরু করা উচিত, যাতে শহরের মধ্যে চলাচলের জন্য ব্যক্তিগত পরিবহণের উপর মানুষের নির্ভরতা হ্রাস পায় । যাত্রীদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন । যোগাযোগ ব্যবস্থাকে শেষপ্রান্ত পর্যন্ত উন্নত করা ও সকল মানুষের বিভিন্ন চাহিদা পূরণের জন্য পরিবহণ পরিষেবা ডিজাইন করা অপরিহার্য । অনেক ভারতীয় শহরে বহুল প্রচারিত মেট্রো পরিষেবাগুলি শেষপ্রান্ত পর্যন্ত না পৌঁছানোর কারণে ক্ষতিগ্রস্ত হয় । সকলেই যাতে সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থাও করতে হবে ৷

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
কলকাতার যানজট (এএনআই)

পথচারীদের জন্য ও সাইকেল চলতে পারে এমন পরিকাঠামো তৈরি করতে হবে ৷ এর ফলে অ-মোটরচালিত পরিবহণ, যেমন - হাঁটা এবং সাইকেল চালানোর বিষয়ে মানুষ উৎসাহিত হতে পারে, যা দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটাতে পারে ৷ এটা কেবল যান চলাচলকে দ্রুততর করবে না, বরং দুর্ঘটনার সম্ভাবনাও কমিয়ে দেবে । রাস্তার পরিকাঠামো উন্নত করার জন্য জনসাধারণের বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন ।

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
কুলুর যানজট (এএনআই)

শহরের বিভিন্ন অংশে ও একই শহরের মধ্যে দিনের বিভিন্ন সময়ে ভ্রমণের ধরন চিহ্নিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ । পরিবহণ নেটওয়ার্কের দক্ষতা উন্নত করার জন্য নীতিনির্ধারকদের ভ্রমণের তথ্য প্রয়োজন । প্রযুক্তি-ভিত্তিক রিয়েল-টাইম ভ্রমণের তথ্য থাকলে, তা যানজট নিয়ন্ত্রণ এবং গতিশীলতা বৃদ্ধি করতে কার্যকরী হতে পারে ।

TRAFFIC CONGESTION CRISIS IN INDIA
পাটনার যানজট (এএনআই)

উদাহরণস্বরূপ, কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় ঘণ্টাভিত্তিক গড় যানবাহনের সংখ্যা বিশ্লেষণের ভিত্তিতে কলকাতা ট্র্যাফিক পুলিশ ট্র্যাফিক সিগন্যালের সময় পুনর্নির্মাণ এবং স্বয়ংক্রিয় করতে সফল হয়েছে, যার ফলে ভ্রমণের সময় 13 মিনিট হ্রাস পেয়েছে ।

পরিশেষে, একাধিক পরিবহণ পরিষেবা প্রদানকারী একটি শহরের মধ্যে কাজ করে । সমন্বিত পরিবহণ পরিকল্পনার উপর মনোযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে রুট ও ভাড়ার কাঠামো নির্ধারণের জন্য সু-সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন । এর ফলে সকলের জন্য কার্যকর নগর পরিবহণ ব্যবস্থা তৈরি করতে ব্যবহারকারীদের সম্পৃক্ততাও প্রয়োজন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.