কলকাতা, 26 জুন: মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে । ঘটনার 24 ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিশ । খাস কলকাতায় 8বি বাসস্ট্যান্ডের কাছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার । বুধবার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের নাম ললিত ছৌপল ৷
এই বিষয়ে নিজের নাম প্রকাশ্য অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "সঠিক কী ঘটনা ঘটেছিল তা জানার জন্য তদন্ত চলছে । ওই মহিলা যাত্রীর বয়ান আমরা রেকর্ড করেছি । পাশাপাশি ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে । তদন্তের স্বার্থে সেই সমস্ত কিছুই আমরা খতিয়ে দেখছি ৷"
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে গাঙ্গুলিবাগান থেকে ওই অ্যাপ ক্যাবে ওঠেন মহিলা। তাঁর দাবি, প্রথম থেকেই গাড়ি চালক তাঁর কোনও প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না । অনেকক্ষণ ধরে এসি চলার ফলে গাড়ির ভিতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল । তাই ওই মহিলা কিছুক্ষণের জন্য এসিটা বন্ধ রাখতে বলেন চালককে । মহিলার অভিযোগ, চালক তাঁর কথার কোনও উত্তর দেন না । এমনকী এসিও বন্ধ করেন না ৷ এরপরও ওই মহিলা বারবার গাড়ির চালককে এসি বন্ধ করার কথা বলেন ৷ কোন কথায় কান না দিয়ে পালটা ওই মহিলার সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন বলে অভিযোগ ।
মহিলার দাবি, এরপর ঠিক 8বি বাসস্ট্যান্ডের কাছে ওই গাড়ি থেকে নেমে যান তিনি । সে সময় চালক তাঁকে হেনস্তা করেন বলে অভিযোগ ৷ চালকের অবশ্য দাবি, মহিলা ভাড়া না দিয়েই নেমে যেতে চাইছিলেন । তবে মহিলার অভিযোগ, গাড়ির চালক তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করার ফলেই তিনি গাড়ি থেকে একপ্রকার বাধ্য হয়েই নেমে গিয়েছিলেন । চালক তাঁর গায়েও হাত দেন বলে মহিলার অভিযোগ । এরপরই 8বি বাসস্ট্যান্ড চত্বরে শুরু হয়ে যায় চিৎকার চেঁচামেচি । লোক জড়ো হতে দেখে ঘটনাস্থলে আসেন সেখানে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট । মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায় ৷ এর ভিত্তিতে অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি আনলাইন নির্ভর ক্যাবটি বাজেয়াপ্তও করেছেন তদন্তকারী আধিকারিকরা ।