ETV Bharat / state

পুজোর আগেই বোলপুরে 'কেষ্ট' বরণ ! শরীর ঠিক থাকলে দিদির সঙ্গে দেখা - Anubrata in Bolpur

Anubrata Mondal in Bolpur: দীর্ঘ দু'বছর পর বাড়ি ফিরলেন বীরভূম তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তাঁর সঙ্গে ফিরলেন মেয়ে সুকন্যাও ৷ তাঁদের স্বাগত জানাতে ফুল, ছবি হাতে অপেক্ষা করছিলেন দলের কর্মী-সমর্থকরা ৷

Anubrata Mondal in Bolpur
নিজের বাড়িতে অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 9:46 AM IST

Updated : Sep 24, 2024, 10:46 AM IST

বোলপুর, 24 সেপ্টেম্বর: এলাকায় ফিরলেন দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷ 2 বছর জেলে ছিলেন প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ শরীরে ভাঙনের ছাপ স্পষ্ট ৷ কলকাতা বিমানবন্দরে নেমেও হুইল চেয়ারে বসেছিলেন ৷ মঙ্গলবার সকালে নিচুপট্টির বাড়ির সামনে গাড়ি থেকে নামলেন যখন, তখনও অনুব্রতকে শক্ত হাতে ধরে ছিলেন মেয়ে সুকন্যা ৷ তৃণমূল নেতা নিজেও জানালেন, তাঁর পায়ে ব্যথা ৷

গাড়ি থেকে নেমেই উপস্থিত দলীয় কর্মী-সমর্থক, সাংবাদিক, আমজনতাকে শারদীয়ার শুভেচ্ছা জানালেন দাপুটে তৃণমূল নেতা ৷ আর বললেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি" ৷ নিচুপট্টির বাড়ির সামনে ভিড় সামলে নেতাকে বাড়িতে ঢোকাতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হয়ে গিয়েছে পুলিশ ৷ অনুব্রত মণ্ডলকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকার ৷ এমনকী পুলিশি নিরাপত্তা পাচ্ছেন আর্থিক জালিয়াতির মামলায় জামিন পাওয়া মেয়ে সুকন্যাও ৷

বোলপুরে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে সুকন্যা (ইটিভি ভারত)

সকালে প্রাক্তন জেলা সভাপতিকে স্বাগত জানাতে বোলপুরের রাস্তাজুড়ে দলীয় কর্মীরা ভিড় করেছিলেন ৷ তাঁদের হাতে অনুব্রতর ছবি পোস্টার ৷ নেতার বাড়ি ফেরার উচ্ছ্বাসে নকুলদানা বিলি করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ সবুজ আবির খেলে, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে স্বাগত জানানো হয় প্রাক্তন জেলা সভাপতিকে ৷ তিনি এলাকায় ঢুকতেই শাঁখ বাজাতে থাকেন মহিলারা ৷

Anubrata Mondal at Bolpur
নিজের বাড়িতে অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যা (ইটিভি ভারত)

2022 সালের 11 অগস্ট বোলপুরের এই বাড়ি থেকেই গরুপাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ 20 সেপ্টেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়ে 2 বছর পর বোলপুরের বাড়িতে ফিরলেন তিনি ৷ স্বভাবতই উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকেরা ৷ মঙ্গলবার ভোরে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত ৷ তিনিও ইডির মামলায় গত 10 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন ৷

TMC Workers in front of Anubrata Mondal's House in Bolpur
বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দলীয় কর্মীদের ভিড় (ইটিভি ভারত)

জানা গিয়েছে, মঙ্গলেই জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷ অনুব্রতর সঙ্গে দেখা হত পারে তৃণমূল সুপ্রিমোর ৷ এই প্রসঙ্গে অবশ্য দিদির 'কেষ্ট' বললেন, "শরীর যদি ঠিক থাকে, তাহলে দিদির সঙ্গে দেখা হতে পারে ৷" 20 সেপ্টেম্বর ইডির করা আর্থিক জালিয়াতির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৷ এর আগে জুলাই মাসের শেষে গরুপাচার মামলায় তাঁকে জামিন দেয় সুপ্রিম কোর্ট ৷

বোলপুর, 24 সেপ্টেম্বর: এলাকায় ফিরলেন দোর্দণ্ডপ্রতাপ নেতা ৷ 2 বছর জেলে ছিলেন প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ শরীরে ভাঙনের ছাপ স্পষ্ট ৷ কলকাতা বিমানবন্দরে নেমেও হুইল চেয়ারে বসেছিলেন ৷ মঙ্গলবার সকালে নিচুপট্টির বাড়ির সামনে গাড়ি থেকে নামলেন যখন, তখনও অনুব্রতকে শক্ত হাতে ধরে ছিলেন মেয়ে সুকন্যা ৷ তৃণমূল নেতা নিজেও জানালেন, তাঁর পায়ে ব্যথা ৷

গাড়ি থেকে নেমেই উপস্থিত দলীয় কর্মী-সমর্থক, সাংবাদিক, আমজনতাকে শারদীয়ার শুভেচ্ছা জানালেন দাপুটে তৃণমূল নেতা ৷ আর বললেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি" ৷ নিচুপট্টির বাড়ির সামনে ভিড় সামলে নেতাকে বাড়িতে ঢোকাতে গিয়ে রীতিমতো গলদঘর্ম হয়ে গিয়েছে পুলিশ ৷ অনুব্রত মণ্ডলকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকার ৷ এমনকী পুলিশি নিরাপত্তা পাচ্ছেন আর্থিক জালিয়াতির মামলায় জামিন পাওয়া মেয়ে সুকন্যাও ৷

বোলপুরে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে সুকন্যা (ইটিভি ভারত)

সকালে প্রাক্তন জেলা সভাপতিকে স্বাগত জানাতে বোলপুরের রাস্তাজুড়ে দলীয় কর্মীরা ভিড় করেছিলেন ৷ তাঁদের হাতে অনুব্রতর ছবি পোস্টার ৷ নেতার বাড়ি ফেরার উচ্ছ্বাসে নকুলদানা বিলি করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷ সবুজ আবির খেলে, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে স্বাগত জানানো হয় প্রাক্তন জেলা সভাপতিকে ৷ তিনি এলাকায় ঢুকতেই শাঁখ বাজাতে থাকেন মহিলারা ৷

Anubrata Mondal at Bolpur
নিজের বাড়িতে অনুব্রত মণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যা (ইটিভি ভারত)

2022 সালের 11 অগস্ট বোলপুরের এই বাড়ি থেকেই গরুপাচার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই ৷ 20 সেপ্টেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়ে 2 বছর পর বোলপুরের বাড়িতে ফিরলেন তিনি ৷ স্বভাবতই উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকেরা ৷ মঙ্গলবার ভোরে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত ৷ তিনিও ইডির মামলায় গত 10 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন ৷

TMC Workers in front of Anubrata Mondal's House in Bolpur
বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দলীয় কর্মীদের ভিড় (ইটিভি ভারত)

জানা গিয়েছে, মঙ্গলেই জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷ অনুব্রতর সঙ্গে দেখা হত পারে তৃণমূল সুপ্রিমোর ৷ এই প্রসঙ্গে অবশ্য দিদির 'কেষ্ট' বললেন, "শরীর যদি ঠিক থাকে, তাহলে দিদির সঙ্গে দেখা হতে পারে ৷" 20 সেপ্টেম্বর ইডির করা আর্থিক জালিয়াতির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৷ এর আগে জুলাই মাসের শেষে গরুপাচার মামলায় তাঁকে জামিন দেয় সুপ্রিম কোর্ট ৷

Last Updated : Sep 24, 2024, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.