কলকাতা, 2 অগস্ট: আনন্দপুর পানাশালায় হামলার ঘটানায় পুলিশের জালে আরও 2 অভিযুক্ত ৷ ধৃতদের নাম কৃষ্ণ মণ্ডল ওরফে সুশীল এবং সুশান্ত নস্কর। এরা প্রত্যেকেই টাইগারের দলের সদস্য। ঘটনার দিন এই দুই অভিযুক্ত সেখানে উপস্থিত ছিল বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহে আনন্দপুর থানায় এলাকার একটি পানশালায় গন্ডগোল বাঁধে ৷ এই ঘটনায় রেঁস্তোরার বাইরে থাকা গাড়িতে ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনা ঘটে ৷
কলকাতা পুলিশের ডিসি (ইডি) আরিশ বিলাল ইটিভি ভারতকে বলেন, "আজ ভোররাতে দুই অভিযুক্তকে আমরা আনন্দপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছি । আনন্দপুর পানশালায় হামলার ঘটনায় মূল অভিযুক্ত টাইগার-সহ মোট 7 জনকে গ্রেফতার করতে পেরেছি।"
প্রসঙ্গত, চলতি সপ্তাহের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপর একটি পানশালায় দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পুরনো শত্রুতার থেকেই টাইগার ও তার দলবল হামলা চালায় পানশালায় । অভিযোগ, দুষ্কৃতীরা পানশালা কর্তৃপক্ষকে হেনস্তা করা হয় ৷ বেশ কয়েকটি আসবাবপত্র ভেঙে দেওয়া হয়। সেইসঙ্গে পানশালার বাইরে দাঁড়িয়ে থাকা 10 থেকে 12টি অভিজাত গাড়িও ভাঙচুর করা হয় ৷ সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ উঠে। অবশেষে তদন্ত শুরু করে পুলিশ ৷
এরপরই কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন। এই ঘটনায় যুক্ত থাকা সন্দেহে মোট 7 জনের মধ্যে মূল অভিযুক্ত টাইগারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদেই পুলিশ জানতে পারে তার নেতৃত্বেই হামলা হয়েছিল ৷ ধৃতদের প্রত্যেকেরই বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে ৷