ETV Bharat / state

ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে, 10 দিনে প্রাণ গেল 4 জনের - Elephant Attack in Jhargram

Death Due to Elephant Attack in Jhargram: ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে ৷ একটি দলছুট হাতি ওই যুবককে শুঁড়ে তুলে আছাড় মারে। তার জেরেই মৃত্যু হয় যুবকের ৷ সবমিলিয়ে গত দশদিনে হাতির হানায় প্রাণ গেল চারজনের ।

Death Due to Elephant Attack
ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 10:21 PM IST

ঝাড়গ্রাম, 25 অগস্ট: ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে। এই নিয়ে 10 দিনে হাতির হানায় ঝাড়গ্রামে চার জনের প্রাণ গেল। হাতির হানায় মৃত যুবকের নাম স্বপন মাহাতো (26)। বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত তুঙ্গাধুয়া গ্রামে। জানা গিয়েছে, শনিবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় খড়গপুর বন বিভাগের অন্তর্গত তুঙ্গাধুয়া মোড়ে একটি দলছুট হাতির সামনে পড়ে যায় ওই যুবক। তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে হাতিটি।

উদ্ধার করে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত যুবকের আত্মীয় জয়ন্ত মাহাতো বলেন, "স্বপন গাড়ি চালকের কাজ করতেন। শনিবার রাত্রে গাড়ি রেখে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎ করে একটি দলছুট হাতি তাকে ধরে শুঁড়ে তুলে আছাড় মারে। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে"।

ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে (ইটিভি ভারত)

জানা গিয়েছে, খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিট এলাকায় এক দল হাতি রয়েছে ৷ সেই দল থেকেই দলছুট হয়ে একটি হাতি তুঙ্গাধুঁয়া এলাকায় ঢুকে পড়ে ৷ সেই হাতির হানায় মৃত্যু হয়েছে স্বপনের। খড়গপুরের ডিএফও মনিশ যাদব বলেন, "একটি দলছুট হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম মেনে পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে ৷" তিনি আরও বলেন, "হাতির দলের উপর নজর রাখা হচ্ছে। হাতির দলটিকে অন্যত্র পাঠানোরও ব্যবস্থাও নেওয়া হয়েছে ৷"

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে ঝাড়গ্রাম শহরে পাঁচটি হাতির একটি দল ঢুকে পড়ে। হাতির দলের হানায় ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লী এলাকার বাসিন্দা অনুপ মল্লিক (54) মৃত্যু হয়। তারপর শনিবার ভোরে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পশরো গ্রামে হাতির হানায় চাঁদ খিলাড়ির (61) মৃত্যু হয়। তারপর গত মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থানার আঁধারীসল গ্রামে হাতির হানায় মৃত্যু হয় খগেন পাতর (46) নামের এক ব্যক্তির।

15 অগস্ট থেকে শুরু করে 24 অগস্ট মধ্যরাতের মধ্যে হাতির হানায় মৃত্যু হল চার জনের। অন্যদিকে, স্বাধীনতা দিবসে শহরে ঢুকে পড়া হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর সময় হুলা পার্টির জ্বলন্ত শলাকায় বিদ্ধ হয়ে মৃত্যু হয় একটি স্ত্রী হাতির। স্ত্রী হাতির মৃত্যুতে রাজ্যজুড়েই শুরু হয়েছে প্রতিবাদ। ঘটনায় দু'জনকে গ্রেফতারও করেছে বনদফতর । পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঝাড়গ্রাম, 25 অগস্ট: ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে। এই নিয়ে 10 দিনে হাতির হানায় ঝাড়গ্রামে চার জনের প্রাণ গেল। হাতির হানায় মৃত যুবকের নাম স্বপন মাহাতো (26)। বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত তুঙ্গাধুয়া গ্রামে। জানা গিয়েছে, শনিবার রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় খড়গপুর বন বিভাগের অন্তর্গত তুঙ্গাধুয়া মোড়ে একটি দলছুট হাতির সামনে পড়ে যায় ওই যুবক। তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে হাতিটি।

উদ্ধার করে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত যুবকের আত্মীয় জয়ন্ত মাহাতো বলেন, "স্বপন গাড়ি চালকের কাজ করতেন। শনিবার রাত্রে গাড়ি রেখে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। সেই সময় হঠাৎ করে একটি দলছুট হাতি তাকে ধরে শুঁড়ে তুলে আছাড় মারে। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে"।

ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে (ইটিভি ভারত)

জানা গিয়েছে, খড়গপুর বন বিভাগের কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা বিট এলাকায় এক দল হাতি রয়েছে ৷ সেই দল থেকেই দলছুট হয়ে একটি হাতি তুঙ্গাধুঁয়া এলাকায় ঢুকে পড়ে ৷ সেই হাতির হানায় মৃত্যু হয়েছে স্বপনের। খড়গপুরের ডিএফও মনিশ যাদব বলেন, "একটি দলছুট হাতির হানায় একজনের মৃত্যু হয়েছে। সরকারি নিয়ম মেনে পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে ৷" তিনি আরও বলেন, "হাতির দলের উপর নজর রাখা হচ্ছে। হাতির দলটিকে অন্যত্র পাঠানোরও ব্যবস্থাও নেওয়া হয়েছে ৷"

প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে ঝাড়গ্রাম শহরে পাঁচটি হাতির একটি দল ঢুকে পড়ে। হাতির দলের হানায় ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লী এলাকার বাসিন্দা অনুপ মল্লিক (54) মৃত্যু হয়। তারপর শনিবার ভোরে ঝাড়গ্রাম থানার অন্তর্গত পশরো গ্রামে হাতির হানায় চাঁদ খিলাড়ির (61) মৃত্যু হয়। তারপর গত মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থানার আঁধারীসল গ্রামে হাতির হানায় মৃত্যু হয় খগেন পাতর (46) নামের এক ব্যক্তির।

15 অগস্ট থেকে শুরু করে 24 অগস্ট মধ্যরাতের মধ্যে হাতির হানায় মৃত্যু হল চার জনের। অন্যদিকে, স্বাধীনতা দিবসে শহরে ঢুকে পড়া হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর সময় হুলা পার্টির জ্বলন্ত শলাকায় বিদ্ধ হয়ে মৃত্যু হয় একটি স্ত্রী হাতির। স্ত্রী হাতির মৃত্যুতে রাজ্যজুড়েই শুরু হয়েছে প্রতিবাদ। ঘটনায় দু'জনকে গ্রেফতারও করেছে বনদফতর । পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.