ETV Bharat / state

প্রার্থীদের প্রচারে উত্তরবঙ্গে অমিত শাহ, অভিষেকের সমাবেশের মাঠেই সভা স্বরাষ্ট্রমন্ত্রীর - Lok Sabha Election 2024

Lok Sabha Election: লোকসভা নির্বাচন দিনঘোষণার পর প্রথমবার বঙ্গে পা রাখছেন অমিত শাহ ৷ দলীয় প্রার্থীদের প্রচারে 7 এপ্রিল উত্তরবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ জলপাইগুড়ির যে সভামঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অভিষেক, সেই মাঠেই সভা করবেন তিনি।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 3:13 PM IST

Updated : Mar 30, 2024, 3:51 PM IST

জলপাইগুড়ি, 30 মার্চ: যে সভামঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মাঠেই সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা চিকিৎসক জয়ন্ত কুমার রায়ের সমর্থনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে প্রচারে আসছেন। গত 14 মার্চ জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যা ৷ এই চার লোকসভা কেন্দ্র থেকেই সমর্থকদের এনে মাঠ ভরানোর অভিযোগ করেছিল বিজেপি। আগামী 7 এপ্রিল ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে জেলার বিজেপি সমর্থকদের দিয়েই মাঠ ভরানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী।

গত 14 মার্চ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ময়নাগুড়ির সভায় আসার আগে এক্স হ্যান্ডেলে সভামঞ্চে বিজেপির নেতাদের হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর চ্যালেঞ্জ ছিল বিগত 3 বছর কেন্দ্রীয় সরকার বাংলাকে কত টাকা দিয়েছে তার নথি দেখাক। সেই মঞ্চে বিজেপির কেউ না-আসায় তৃণমূল সেনাপতি বিজেপিকে একহাত নিয়ে বলেন, "বিজেপি ভয় পেয়েছে।"

এদিকে, সব ঠিকঠাক থাকলে আগামী 7 এপ্রিল সেই মঞ্চ থেকেই অমিত শাহ অভিষেকের চ্যালেঞ্জের জবাব দিতে পারেন বলে মনে করা হচ্ছে, রাজনৈতিক মহলে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সংস্থা ও জেলা প্রশাসনের অনুমতি মিললে টাউনক্লাব মাঠেই আগামী 7 এপ্রিল সভা করতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, "আগামী 7 এপ্রিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে অমিত শাহ নির্বাচনী সভা করতে আসবেন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রচারে আসবেন অমিত শাহ।"

তাঁর আরও সংযোজন, "গত 14 মার্চ তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠেই সভা করেছিলেন। অভিষেকের সভায় মাঠ ভরাতে বাইরের জেলা থেকে লোক আনতে হয়েছিল। কোচবিহার, জলপাইগুড়ি, আলইপুরদুয়ার, আমাদের বাইরের জেলা থেকে তৃণমূল লোক এনে মাঠ ভরিয়েছিল। শুধু তাই নয় মাঝখানে মঞ্চ করে বাঁশের ব্যারিকেড দিয়ে চেয়ার বসিয়ে বিরাট মাঠ ছোট করা হয়েছিল। আমরা আগামী 7 এপ্রিলের সভায় দেখিয়ে দেব জন সমাগম কাকে বলে। জলপাইগুড়ি জেলার বিজেপি কর্মী-সমর্থকদের দিয়েই মাঠ ভরিয়ে দেব।"

জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ জানান, বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিতে ভয় পেয়েছিল বলেই সেদিন কাউকে অভিষেকের মঞ্চে পাঠায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় পদ্ম শিবির। কে, কোন মাঠে সভা করবেন সেটা তাঁদের বিষয়।

আরও পড়ুন:

  1. আফস্পা-সহ জম্মু-কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা কেন্দ্রের: অমিত শাহ
  2. 'পাক-অধিকৃত কাশ্মীরের হিন্দু-মুসলিমরা ভারতীয়', সিএএ চালুর পর মন্তব্য শাহের
  3. দিল্লিতে শাহী বৈঠকে রাজ ঠাকরে, এনডিএর হাত ধরছে এমএনএস ?

জলপাইগুড়ি, 30 মার্চ: যে সভামঞ্চ থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মাঠেই সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা চিকিৎসক জয়ন্ত কুমার রায়ের সমর্থনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফরে প্রচারে আসছেন। গত 14 মার্চ জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যা ৷ এই চার লোকসভা কেন্দ্র থেকেই সমর্থকদের এনে মাঠ ভরানোর অভিযোগ করেছিল বিজেপি। আগামী 7 এপ্রিল ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে জেলার বিজেপি সমর্থকদের দিয়েই মাঠ ভরানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী।

গত 14 মার্চ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ময়নাগুড়ির সভায় আসার আগে এক্স হ্যান্ডেলে সভামঞ্চে বিজেপির নেতাদের হুঁশিয়ারি দিয়েছিলেন। তাঁর চ্যালেঞ্জ ছিল বিগত 3 বছর কেন্দ্রীয় সরকার বাংলাকে কত টাকা দিয়েছে তার নথি দেখাক। সেই মঞ্চে বিজেপির কেউ না-আসায় তৃণমূল সেনাপতি বিজেপিকে একহাত নিয়ে বলেন, "বিজেপি ভয় পেয়েছে।"

এদিকে, সব ঠিকঠাক থাকলে আগামী 7 এপ্রিল সেই মঞ্চ থেকেই অমিত শাহ অভিষেকের চ্যালেঞ্জের জবাব দিতে পারেন বলে মনে করা হচ্ছে, রাজনৈতিক মহলে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সংস্থা ও জেলা প্রশাসনের অনুমতি মিললে টাউনক্লাব মাঠেই আগামী 7 এপ্রিল সভা করতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, "আগামী 7 এপ্রিল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে অমিত শাহ নির্বাচনী সভা করতে আসবেন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা জয়ন্ত কুমার রায়ের সমর্থনে প্রচারে আসবেন অমিত শাহ।"

তাঁর আরও সংযোজন, "গত 14 মার্চ তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠেই সভা করেছিলেন। অভিষেকের সভায় মাঠ ভরাতে বাইরের জেলা থেকে লোক আনতে হয়েছিল। কোচবিহার, জলপাইগুড়ি, আলইপুরদুয়ার, আমাদের বাইরের জেলা থেকে তৃণমূল লোক এনে মাঠ ভরিয়েছিল। শুধু তাই নয় মাঝখানে মঞ্চ করে বাঁশের ব্যারিকেড দিয়ে চেয়ার বসিয়ে বিরাট মাঠ ছোট করা হয়েছিল। আমরা আগামী 7 এপ্রিলের সভায় দেখিয়ে দেব জন সমাগম কাকে বলে। জলপাইগুড়ি জেলার বিজেপি কর্মী-সমর্থকদের দিয়েই মাঠ ভরিয়ে দেব।"

জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ জানান, বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিতে ভয় পেয়েছিল বলেই সেদিন কাউকে অভিষেকের মঞ্চে পাঠায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় পদ্ম শিবির। কে, কোন মাঠে সভা করবেন সেটা তাঁদের বিষয়।

আরও পড়ুন:

  1. আফস্পা-সহ জম্মু-কাশ্মীর থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা কেন্দ্রের: অমিত শাহ
  2. 'পাক-অধিকৃত কাশ্মীরের হিন্দু-মুসলিমরা ভারতীয়', সিএএ চালুর পর মন্তব্য শাহের
  3. দিল্লিতে শাহী বৈঠকে রাজ ঠাকরে, এনডিএর হাত ধরছে এমএনএস ?
Last Updated : Mar 30, 2024, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.