কলকাতা, 7 এপ্রিল: প্রধানমন্ত্রীর পর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করতে আসছেন অমিত শাহ। আগামী 10 এপ্রিল বুনিয়াদপুর রেলস্টেশন ময়দানে আসছেন তিনি। সকাল সাড়ে 10টায় সেখানে সভা সারবেন তিনি। এবারও গেরুয়া দাপট অক্ষুণ্ণ রাখতে মোদির পাশাপাশি অমিত শাহের প্রচার গুরুত্বপূর্ণ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলা বিজেপির অন্দরে।
লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা। ইতিমধ্যেই শুরু হয়েছে জোরকদমের প্রচার। নির্বাচন ঘোষণার পর ভোটের প্রচারের জন্য রাজ্যে দু'বার এসেছেন প্রধানমন্ত্রী। এবার সেই ভোটের প্রচারের জন্যই রাজ্য আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার বালুরঘাটে প্রচার দিয়েই রাজ্যে ভোট প্রচার শুরু করছেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, এই লোকসভা ভোটের আগে বাংলায় এসে প্রায় 15টি জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদি। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করবেন 12টি জনসভা।
এর আগে অমিত শাহ বাংলায় এসে লোকসভা নির্বাচনে আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন। জানিয়েছিলেন 42টি আসনের মধ্যে 35টি আসনে জিতবে বিজেপি। পরে অবশ্য অনেক নেতাই সেখান থেকে নেমে এসেছেন পঁচিশে। 2019 সালের লোকসভা নির্বাচনে 18টি আসন জিতেছিল বিজেপি। ফলত পরবর্তী নির্বাচনগুলিতে (বিধানসভা, পঞ্চায়েত) গেরুয়া ঝড়ের প্রবণতা বাড়বে এমনটা আশা করা গিয়েছিল ৷ কিন্তু ফল হয়েছে উলটো ৷
2021 বিধানসভা নির্বাচন ও 2023 পঞ্চায়েত নির্বাচনের ফলাফল হতাশ করেছে বিজেপিকে ৷ সেই ধারা অব্যাহত থাকবে নাকি আসন্ন লোকসভা নির্বাচনে ফের বাংলায় মোদি-শাহ ম্যাজিক কাজ করে, তা জানা যাবে 4 জুন ৷ প্রসঙ্গত, 19 এপ্রিল প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে ৷ বাংলায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে হবে প্রথম দফার নির্বাচন ৷
আরও পড়ুন:
1. ভূপতিনগরে এনআইএ'র বিরুদ্ধে মহিলাদের সম্ভ্রমহানির অভিযোগ মমতার
2. ভূপতিনগরকাণ্ডের নিন্দা শুভেন্দু-সুকান্ত-অধীরের, প্রশ্ন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে
3. প্রধানমন্ত্রীর সফর, বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ চা শ্রমিকদের