ETV Bharat / state

মালব্যর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আরএসএস নেতার, মানহানির মামলা অমিতের - Sexual Exploitation Allegation

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 10:15 PM IST

RSS Worker Accuses BJP Leader: বিজেপির আইটিআই সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আরএসএস নেতা শান্তনু সিনহার ৷ সরগরম রাজ্য-রাজনীতি ৷

AMIT MALVIYA
আইনিযুদ্ধে অমিত মালব্য ও আরএসএসের শান্তনু সিনহা (ইটিভি ভারত)

কলকাতা, 10 জুন: আইনিযুদ্ধে জড়ালেন বিজেপি এবং আরএসএসের দুই নেতা ৷ ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং আরএসএসের শান্তনু সিনহার মধ্যে তরজা শুরু হয়েছে ৷ সম্পর্কে শান্তনু বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার ভাই ৷ এই ঘটনায় জড়িয়ে গিয়েছেন দুই পক্ষের আইনজীবীও ৷ শান্তনুর আইনজীবীর বিরুদ্ধে অমিতের আইনজীবীকে ফোন ও এসএমএসে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ৷ ওই আইনজীবীর বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন অমিত মালব্য ৷

ঘটনার সূত্রপাত আরএসএস তথা সংগঠনের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা শান্তনু সিনহার একটি সোশাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে ৷ ওই পোস্টে বিজেপির আইটিআই সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শান্তনু ৷ আরএসএস নেতার দাবি, 'সুন্দরী নারীদের' বিনিময়ে বঙ্গ বিজেপির নেতারা অমিতের থেকে দলের পদ পাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে অমিতের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেন ৷ পরে অবশ্য সেই পোস্টটি সরিয়েও নেন শান্তনু ৷ আর সেই বক্তব্যকে প্রকাশ্যে এনে অমিতকে সোমবার আক্রমণ করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত ৷

পাশাপাশি, বিজেপির আইটি সেলের প্রধানের বিরুদ্ধে তদন্তও দাবি করেছেন কংগ্রেসের এই সর্বভারতীয় নেত্রী ৷ এরপরই অমিতের লিগাল টিম 'মিথ্যা এবং মানহানিকর' মন্তব্যের অভিযোগে শান্তনু সিনহার আইনজীবীর বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করে ৷ পালটা, অমিতের আইনজীবীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন শান্তনুর আইনজীবী ৷

আরএসএস তথা এবিভিপি নেতা শান্তনু সিনহার আইনজীবী অভিজিৎ উপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপি নেতা অমিত মালব্যের আইনজীবীকে হুমকি দিয়েছেন ৷ এই নিয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হল বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে ৷ এই প্রেক্ষিতে দায়ের হয়েছে এফআইআরও ৷ চিঠিতে অভিযোগ করা হয়েছে, বিপুল কুমার যিনি বার কাউন্সিলের সদস্য তিনি এসএমএস-এর মাধ্যমে হুমকি দিয়েছেন শান্তনুকে ৷ প্রসঙ্গত, বিপুল অমিতের আইনজীবী ৷

এদিকে, দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত অভিযোগ করেন, অমিত মালব্য পাঁচতারা হোটেল থেকে শুরু করে রাজ্য বিজেপির কার্যালয়ে মহিলাদের উপর যৌন নিগ্রহ চালিয়েছেন ৷ তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ৷ সব মিলিয়ে, নির্বাচন মিটলেও অমিতের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সরগরম বাংলার রাজনীতি ৷

কলকাতা, 10 জুন: আইনিযুদ্ধে জড়ালেন বিজেপি এবং আরএসএসের দুই নেতা ৷ ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং আরএসএসের শান্তনু সিনহার মধ্যে তরজা শুরু হয়েছে ৷ সম্পর্কে শান্তনু বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার ভাই ৷ এই ঘটনায় জড়িয়ে গিয়েছেন দুই পক্ষের আইনজীবীও ৷ শান্তনুর আইনজীবীর বিরুদ্ধে অমিতের আইনজীবীকে ফোন ও এসএমএসে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ৷ ওই আইনজীবীর বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করেছেন অমিত মালব্য ৷

ঘটনার সূত্রপাত আরএসএস তথা সংগঠনের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা শান্তনু সিনহার একটি সোশাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে ৷ ওই পোস্টে বিজেপির আইটিআই সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শান্তনু ৷ আরএসএস নেতার দাবি, 'সুন্দরী নারীদের' বিনিময়ে বঙ্গ বিজেপির নেতারা অমিতের থেকে দলের পদ পাওয়ার প্রতিযোগিতায় নেমেছেন ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে অমিতের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেন ৷ পরে অবশ্য সেই পোস্টটি সরিয়েও নেন শান্তনু ৷ আর সেই বক্তব্যকে প্রকাশ্যে এনে অমিতকে সোমবার আক্রমণ করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত ৷

পাশাপাশি, বিজেপির আইটি সেলের প্রধানের বিরুদ্ধে তদন্তও দাবি করেছেন কংগ্রেসের এই সর্বভারতীয় নেত্রী ৷ এরপরই অমিতের লিগাল টিম 'মিথ্যা এবং মানহানিকর' মন্তব্যের অভিযোগে শান্তনু সিনহার আইনজীবীর বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা করে ৷ পালটা, অমিতের আইনজীবীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন শান্তনুর আইনজীবী ৷

আরএসএস তথা এবিভিপি নেতা শান্তনু সিনহার আইনজীবী অভিজিৎ উপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপি নেতা অমিত মালব্যের আইনজীবীকে হুমকি দিয়েছেন ৷ এই নিয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হল বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে ৷ এই প্রেক্ষিতে দায়ের হয়েছে এফআইআরও ৷ চিঠিতে অভিযোগ করা হয়েছে, বিপুল কুমার যিনি বার কাউন্সিলের সদস্য তিনি এসএমএস-এর মাধ্যমে হুমকি দিয়েছেন শান্তনুকে ৷ প্রসঙ্গত, বিপুল অমিতের আইনজীবী ৷

এদিকে, দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত অভিযোগ করেন, অমিত মালব্য পাঁচতারা হোটেল থেকে শুরু করে রাজ্য বিজেপির কার্যালয়ে মহিলাদের উপর যৌন নিগ্রহ চালিয়েছেন ৷ তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে ৷ সব মিলিয়ে, নির্বাচন মিটলেও অমিতের বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সরগরম বাংলার রাজনীতি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.