কলকাতা, 14 অক্টোবর: আবারও উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরে আত্মহত্যার চেষ্টা ! আর তার জেরে ব্যাহত হল মেট্রো পরিষেবা ৷ যার জেরে অফিস টাইমে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের ৷ যদিও, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আধঘণ্টা পরিষেবা ব্যাহত হওয়ার পর, তা আবারও স্বাভাবিক হয়ে যায় ৷
আজ বেলা 11 টা 45 মিনিটে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি ৷ তবে, ওই ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ এই ঘটনায় পুজোর ছুটির পর সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমে নাজেহাল হতে হয় নিত্যযাত্রীদের ৷ বর্তমানে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালানো হচ্ছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷
কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, বেলা 12 টা 18 মিনিটে পরিষেবা আবার স্বাভাবিক হয় ৷ জানা গিয়েছে, যে ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তাঁকে জীবিত উদ্ধার করা গিয়েছে ৷ তাঁকে প্রাথমিক শুশ্রূষার পর নিকটবর্তী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷
মেট্রো রেল সূত্রে খবর, আপ লাইনে অর্থাৎ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো শোভাবাজার সুতানুটি স্টেশনে ঢোকার মুখেই ওই ব্যক্তি ঝাঁপ দেন ৷ তবে, চালক সতর্ক থাকার কারণে, দ্রুত ব্রেক কষেন ৷ ফলে ওই ব্যক্তি আহত হলেও, প্রাণে বেঁচে গিয়েছেন ৷ এই ঘটনার জেরে আধঘণ্টার কিছু বেশি সময় পরিষেবা বিঘ্নিত হয় ৷
তবে, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রো আধিকারিক এবং কর্মীরা ৷ এরপর দ্রুত থার্ডলাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু হয় ৷ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তবে, তাঁর আঘাত গুরুতর কি না, তা জানা যায়নি ৷ মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চালকের সতর্কতার জন্যই ওই ব্যক্তিকে বাঁচানো গিয়েছে ৷