ETV Bharat / state

বোনকে কুকথা, প্রতিবাদ করায় মহিলার শ্লীলতাহানি ও খুনের চেষ্টা ! পলাতক 2 ভাই - Woman Molested in Belgharia - WOMAN MOLESTED IN BELGHARIA

Woman Molested in Belgharia: বোনের উদ্দেশে খারাপ ভাষা প্রয়োগের প্রতিবাদ করায় আক্রান্ত মহিলা ৷ ধারাল অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে ৷ এমনকি মহিলার শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে ৷ পুলিশে অভিযোগ দায়ের হতেই পলাতক দুই অভিযুক্ত ৷

Woman Molested in Belgharia
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত গ্রাফিক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 4:14 PM IST

বেলঘরিয়া, 29 সেপ্টেম্বর: বোনের সঙ্গে খারাপ ভাষায় কথা বলার প্রতিবাদ করায় মহিলার উপর হামলার অভিযোগ ৷ মহিলার শ্লীলতাহানি এবং পরে ধারাল অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করার অভিযোগ উঠেছে ৷ বেলঘরিয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাই রাজা বাল্মীকি এবং রাজু বাল্মীকির বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা ৷ তবে, অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক ৷

অভিযোগকারী আক্রান্ত মহিলা জানিয়েছেন, তিনি বোনের সঙ্গে তাঁর বাড়িতে যাচ্ছিলেন ৷ সেই সময় দুই প্রতিবেশী যুবক তাঁর বোনের উদ্দেশে অশ্লীল কথা বলেন ৷ তিনি সেই ঘটনার প্রতিবাদ করে জানতে চান, কেন তাঁর বোনকে গালাগালি করা হচ্ছে ৷ অভিযোগ, সেই সময় অভিযুক্তরা তাঁদের অভিযোগের কথা অস্বীকার করেন ৷ তখনকার মতো ঘটনাটি সেখানেই মিটে যায় ৷ বোনকে নিয়ে ওই মহিলা বাড়িতে ঢুকে যান ৷

এর কিছুক্ষণ পর, মহিলা বাড়ি ফেরার জন্য সেখান থেকে বের হন ৷ সেই সময় রাজা বাল্মীকি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন ৷ অভিযোগ, এবার তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করতে থাকেন রাজা ৷ প্রতিবাদ করায়, তাঁর গায়ে হাত দেন অভিযুক্ত যুবক ৷ মহিলা জানান, সেই সময় তিনি রাজার হাতে একটি ধারাল অস্ত্র দেখতে পান ৷ তখনই অভিযুক্ত রাজা তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন ৷ অভিযোগ, এরপর মহিলাকে পিছন থেকে জড়িয়ে ধরেন অভিযুক্ত ৷ ছাড়ানোর চেষ্টা করলে, তাঁর গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন রাজা ৷ ততক্ষণে রাজু বাল্মীকিও সেখানে চলে আসেন ৷ অভিযোগ, দু’জনেই ওই মহিলাকে প্রাণে মারার হুমকি দেন ৷

অন্যদিকে, চিৎকার শুনে আক্রান্ত মহিলার বোন এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসেন ৷ লোক জমা হতেই দুই ভাই সেখান থেকে পালিয়ে যান ৷ দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসার পর, মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় বেলঘরিয়া থানায় রাজা বাল্মীকি এবং রাজু বাল্মীকির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা ৷

আক্রান্ত মহিলা জানিয়েছেন, অভিযুক্ত দুই ভাই এবং তাঁদের স্ত্রী-রা এর আগেও তাঁর বোনকে মারধর করেছেন ৷ সেই সময় তাঁর বোন অন্তঃসত্ত্বা ছিলেন ৷ মারধরের জেরে গর্ভেই সন্তান নষ্ট হয়ে যায় ৷ সেই সময়ও চারজনের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ অভিযোগ, পুলিশ সেই সময় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ৷ কিন্তু, কী কারণে বারবার এই হামলা ? এ নিয়ে আক্রান্ত মহিলা জানান, তাঁর বোন এবং জামাইবাবুকে বাড়ি ছাড়া করানোর জন্যই এমনটা করছেন রাজু এবং রাজা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত দুই ভাই ঘটনার পর থেকে পলাতক বলে জানা গিয়েছে ৷

বেলঘরিয়া, 29 সেপ্টেম্বর: বোনের সঙ্গে খারাপ ভাষায় কথা বলার প্রতিবাদ করায় মহিলার উপর হামলার অভিযোগ ৷ মহিলার শ্লীলতাহানি এবং পরে ধারাল অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করার অভিযোগ উঠেছে ৷ বেলঘরিয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাই রাজা বাল্মীকি এবং রাজু বাল্মীকির বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা ৷ তবে, অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক ৷

অভিযোগকারী আক্রান্ত মহিলা জানিয়েছেন, তিনি বোনের সঙ্গে তাঁর বাড়িতে যাচ্ছিলেন ৷ সেই সময় দুই প্রতিবেশী যুবক তাঁর বোনের উদ্দেশে অশ্লীল কথা বলেন ৷ তিনি সেই ঘটনার প্রতিবাদ করে জানতে চান, কেন তাঁর বোনকে গালাগালি করা হচ্ছে ৷ অভিযোগ, সেই সময় অভিযুক্তরা তাঁদের অভিযোগের কথা অস্বীকার করেন ৷ তখনকার মতো ঘটনাটি সেখানেই মিটে যায় ৷ বোনকে নিয়ে ওই মহিলা বাড়িতে ঢুকে যান ৷

এর কিছুক্ষণ পর, মহিলা বাড়ি ফেরার জন্য সেখান থেকে বের হন ৷ সেই সময় রাজা বাল্মীকি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন ৷ অভিযোগ, এবার তাঁর উদ্দেশে অশালীন মন্তব্য করতে থাকেন রাজা ৷ প্রতিবাদ করায়, তাঁর গায়ে হাত দেন অভিযুক্ত যুবক ৷ মহিলা জানান, সেই সময় তিনি রাজার হাতে একটি ধারাল অস্ত্র দেখতে পান ৷ তখনই অভিযুক্ত রাজা তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন ৷ অভিযোগ, এরপর মহিলাকে পিছন থেকে জড়িয়ে ধরেন অভিযুক্ত ৷ ছাড়ানোর চেষ্টা করলে, তাঁর গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন রাজা ৷ ততক্ষণে রাজু বাল্মীকিও সেখানে চলে আসেন ৷ অভিযোগ, দু’জনেই ওই মহিলাকে প্রাণে মারার হুমকি দেন ৷

অন্যদিকে, চিৎকার শুনে আক্রান্ত মহিলার বোন এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসেন ৷ লোক জমা হতেই দুই ভাই সেখান থেকে পালিয়ে যান ৷ দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসার পর, মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ এই ঘটনায় বেলঘরিয়া থানায় রাজা বাল্মীকি এবং রাজু বাল্মীকির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা ৷

আক্রান্ত মহিলা জানিয়েছেন, অভিযুক্ত দুই ভাই এবং তাঁদের স্ত্রী-রা এর আগেও তাঁর বোনকে মারধর করেছেন ৷ সেই সময় তাঁর বোন অন্তঃসত্ত্বা ছিলেন ৷ মারধরের জেরে গর্ভেই সন্তান নষ্ট হয়ে যায় ৷ সেই সময়ও চারজনের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ৷ অভিযোগ, পুলিশ সেই সময় অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ৷ কিন্তু, কী কারণে বারবার এই হামলা ? এ নিয়ে আক্রান্ত মহিলা জানান, তাঁর বোন এবং জামাইবাবুকে বাড়ি ছাড়া করানোর জন্যই এমনটা করছেন রাজু এবং রাজা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ অভিযুক্ত দুই ভাই ঘটনার পর থেকে পলাতক বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.