কলকাতা, 2 অগস্ট: নয়া সিদ্ধান্ত নিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ ৷ এবার থেকে দশম শ্রেণির সকল পড়ুয়াদের পড়তে হবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর লেখা "তরুণের স্বপ্ন"। বৃহস্পতিবার এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷ নতুন এই বই দেওয়া হবে আগামী শিক্ষাবর্ষ থেকে ৷
সকল দশম শ্রেণির ছাত্রছাত্রীদের এই বই অন্যান্য বইয়ের সঙ্গে পড়তে হবে ৷ তবে এই বই পড়লেও, এর কোনও মূল্যায়ন হবে না ৷ কারণ এই বই থেকে কোনও প্রশ্ন পরীক্ষায় আসবে না ৷ তাই, মধ্যশিক্ষা পর্ষদের এই সিদ্ধান্ত নিয়েই উঠেছে প্রশ্ন ৷ শিক্ষকমহলের মত, যদি মূল্যায়নই না-হয় তাহলে কোন পড়ুয়াই তা পড়বে না ৷ শিক্ষক সংগঠন শিখানুরাগী ঐক্যমঞ্চে সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, "মধ্যশিক্ষা পর্ষদের এই ভাবনা ভালো । তরুণের স্বপ্ন সকলের পড়া উচিত । কিন্তু যদি পাঠক্রমের না-প্রবেশ করানো হয় এবং তার মূল্যায়ন না হয় । তাহলে অধিকাংশ পড়ুয়াই এই বইটি পড়বে না । বাড়িতে অনেকেই অনেক ধরনের গল্পের বই পড়ে কিন্তু সেটা পড়ে কতদূর পর্যন্ত সে আয়ত্ত করছে সেটা বোঝা যায় না । যদি মূল্যায়ন না হয় তাহলে "তরুণের স্বপ্ন" এর মত উল্লেখযোগ্য এই বইটিও গল্পের বইয়ের আকার ধারণ করবে । ফলে অবশ্যই এই বইটিকে মূল্যায়নের মধ্যে আনা উচিত ।"
এর জন্য ব্যবস্থা নিতে হবে স্কুল কর্তৃপক্ষকেই বলে মনে করছেন যাদবপুর বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষক ৷ প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, " তরুণের স্বপ্ন বইটি কেউ একবার পড়া শুরু করলে, তার ভালো লেগে যাবে ৷ নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণদের জন্য কি স্বপ্ন দেখেছিলেন, তা এই বইতে উল্লেখ রয়েছে । ফলে শিক্ষকদেরকেই প্রথমে ছাত্রছাত্রীদের কাছে এই বইটির গুরুত্ব বোঝাতে হবে । একবার গুরুত্ব বুঝতে পারলে সকল পড়ুয়াই ভালোবেসে এই বইটি পড়বে । তখন আলাদা করে মূল্যায়নের আর প্রয়োজন হবে না ৷"