বসিরহাট, 30 এপ্রিল: বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা ৷ বসিরহাট লোকসভা কেন্দ্রের পদ্ম প্রার্থী রেখার গাড়ি লক্ষ্য করে ইট, পাটকেল ছোড়া হল । হামলার মুখে পড়ে শেষে গ্রাম থেকে পালিয়ে বাঁচলেন সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা ৷ ঘটনার জেরে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায় বসিরহাটের খড়িডাঙা গ্রামে ৷
গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের খড়িডাঙা এলাকায় বিজেপির দেওয়াললিখনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হয় ৷ এই ঘটনায় কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হন ৷ মঙ্গলবার সকালে আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা ৷
এদিকে তিনি এলাকায় পৌঁছতেই তাঁর গাড়ি আটকে দেওয়া হয় ৷ রেখাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মহিলারা ৷ রেখার বিরুদ্ধে বিক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, তিনি এসে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন ৷ তা নিয়ে প্রথম বচসা বাধে ৷ পরে বচসা থেকে ধাক্কাধাক্কিও হয় ৷ ধুন্ধুমার কাণ্ড বাধে ৷
এমনকী আরও অভিযোগ, বিক্ষোভ চলাকালীন এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেছেন রেখা পাত্রের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী ৷ সব মিলিয়ে তাঁদের যাবতীয় রোষ গিয়ে পড়ে প্রার্থী রেখা পাত্রের উপর ৷ অভিযোগ, লাঠিসোঁটা নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হন বিক্ষোভকারীদের একাংশ ৷
এমনকী, রেখা পাত্রের সঙ্গে থাকা বিজেপি নেত্রী অর্চনা মজুমদারকেও লাঠি দিয়ে মারধর করেন এলাকার ক্ষিপ্ত মহিলারা ৷ এই পরিস্থিতি দেখে রেখা পাত্রের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ৷ তখনই বাধার মুখে পড়তে হয় রেখা পাত্র ও তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মীদের ।
এলাকার ক্ষিপ্ত মানুষেরা লাঠি, ইটপাটকেল নিয়ে রেখা পাত্রের গাড়ির দিকে ছুটে যায় ৷ এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ ৷ রাস্তার উপর কাঠের গুড়ি ফেলে রেখা পাত্রের সঙ্গে থাকা অন্য গাড়িগুলিকেও আটকে দেওয়া হয় ৷ ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এই খড়িডাঙার মাঝেরপাড়া এলাকায় ৷
শেষে কোনও রকমে কেন্দ্রীয় নিরাপত্তার তৎপরতায় সেখান থেকে গাড়ি ছুটিয়ে পালিয়ে বাঁচেন বিজেপি প্রার্থী রেখা পাত্র-সহ গেরুয়া শিবিরের অন্য নেতা-কর্মীরা ৷
আরও পড়ুন: