সন্দেশখালি, 26 এপ্রিল: সন্দেশখালিতে এনআইএ তদন্ত কী শুধুই সময়ের অপেক্ষা? সড়বেড়িয়ায় থেকে বোমা, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারের পর সরাসরি এমনই দাবি তুললেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র ৷ বিরোধী শিবিরের অনেকেই মনে করছেন, গোটা বিষয়টা সম্পূর্ণ হলেই প্রাথমিক তদন্ত করে এফআইআর করতে পারে এনআইএ । উল্লেখ্য, যেকোনও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করে তদন্তভার হাতে নিতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা । সড়বেড়িয়ার ঘটনাতে জাতীয় নিরাপত্তার বিষয়টি উঠে আসছে । ফলে এনআইএ তদন্ত সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে ।
শুক্রবার রাজ্যের তিন কেন্দ্রে দ্বিতীয় পর্বের ভোট চলাকালীন সন্দেশখালি সড়বেড়িয়ায় থেকে বোমা, অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক উদ্ধারের পর এই ঘটনায় দেশের আভ্যন্তরীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই ৷ দেশের নিরাপত্তার ইস্যুতে তাই এই ঘটনায় সরাসরি এনআইএ তদন্তের দাবিতে সরব হয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র ৷ তাঁর মতে, কোথা থেকে সন্দেশখালিতে অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র এলো, তা তদন্ত করে দেখা প্রয়োজন ৷
শুক্রবার রাজ্যের তিন কেন্দ্রে ভোটাভুটি চলাকালীন সড়বেড়িয়ায় তল্লাশি অভিযান শুরু করে সিবিআই ৷ বোমা,আগ্নেয়াস্ত্রের খোঁজে শাহজাহান 'ঘনিষ্ঠ' তৃণমূল নেতার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে চলছিল সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি অভিযান । বিকেল গড়াতেই সেই বাড়িতে লুকানো বিস্ফোরকের সন্ধানে নামানো হয় ন্যাশানল সিকিউরিটি গার্ডের বম্ব ডিসপোজাল স্কোয়াডকে । সিবিআই সূত্রে খবর, তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, বোমা এবং কার্তুজ উদ্ধার হওয়ার পর সেই বাড়িতে লুকানো একটি ব্যাগকে ঘিরে রহস্য দানা বাঁধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মনে । সিবিআই আধিকারিকদের সন্দেহ ওই ব্যাগের ভিতরে মজুত থাকতে পারে বিস্ফোরক। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে ডেকে পাঠানো হয় এনএসজি-র বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের । রিমোট চালিত রোবট নামিয়ে চলে অনুসন্ধানও।
সাধারণত কোথায়ও কোনও বোম কিংবা বোমার মশলা উদ্ধার হলে সিআইডির বম্ব স্কোয়াড-কে ডেকে পাঠানো হয় । কিন্তু এক্ষেত্রে গুরুত্ব বুঝে রাজ্যের কোনও সংস্থাকে না ডেকে একেবারে জাতীয় সংস্থা এনএসজি-কে নিয়ে আসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে । এ রাজ্যের ক্ষেত্রেও এটি বিরল বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের ।
জানা গিয়েছে, এদিন সিবিআই, সিআরপিএফ এবং ন্যাশানল সিকিউরিটি গার্ডের ত্রিফলা তল্লাশি শুরু হয় শাহজাহানের গড় সন্দেশখালির আগারহাটি পঞ্চায়েতের মল্লিকপাড়ায় । এলাকাটি ভেড়িবেষ্টিত হওয়ায় আশপাশের এলাকার দখলও নেয় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা । এরপর বিস্ফোরকের খোঁজে শুরু হয় এনএসজি-র বম্ব স্কোয়াডের তৎপরতা । তার পরেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ৷
আরও পড়ুন: