ETV Bharat / state

'ঘাটাল তো খাটাল মাস্টার প্ল্যান হয়ে গিয়েছে'; বন্যা-বিপর্যস্ত খানাকুলে এসে বললেন অধীর - Adhir Ranjan Chowdhury - ADHIR RANJAN CHOWDHURY

Adhir Ranjan Chowdhury at Khanakul: ঘাটাল মাস্টার প্ল্যান থেকে ম্যান মেড বন্যা, বিপর্যস্ত খানাকুলে এসে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন অধীর চৌধুরী ৷ খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধলেন কংগ্রেস নেতা ৷

Hooghly Flood Situation
খানাকুলে বন্যা পরিস্থিতি পরিদর্শনে অধীর চৌধুরী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2024, 10:40 PM IST

Updated : Sep 24, 2024, 10:55 PM IST

খানাকুল, 24 সেপ্টেম্বর: বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে রাজ্য ও কেন্দ্রকে একযোগে দুষলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী ৷ মঙ্গলবার দুপুরে খানাকুলের ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন তিনি । সড়কপথে খানাকুলের নন্দনপুর এলাকায় এসে হাজির হন তিনি । এখান থেকে দলীয় কর্মীদের সঙ্গে নৌকায় প্লাবিত এলাকা পরিদর্শন করেন অধীর । খানাকুলের জগৎপুর, নন্দনপুর, বাঁকানগর, রাধাকৃষ্ণপুর, রাজহাটি-সহ একাধিক এলাকায় যান তিনি । বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি বানভাসি মানুষদের সঙ্গে কথা বলেন অধীররঞ্জন চৌধুরী ৷

তিনি বলেন, "খানাকুলে প্রথম প্রয়োজন হচ্ছে সরকারি হস্তক্ষেপ । খাদ্য, পানীয়, ওষুধ দরকার । এখানে বিস্তীর্ণ এলাকা হল কৃষিনির্ভর । তাদের ক্ষতিপূরণ দরকার । শস্য বীমা দরকার । জমিতে নতুন করে চাষ করার জন্য ঋণ দেওয়ার দরকার । আগে যে কৃষিঋণ ছিল তা সবই মকুব করা দরকার । যখন এই এলাকার মানুষ ভুগছেন, খেতে পাচ্ছেন না, স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, তখন বীরভূমে তাদের নেতার মুক্তিতে পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছ্বাস ও আনন্দে মিষ্টি বিতরণ চলছে । এটা অশোভনীয় ।"

খানাকুলে বন্যা পরিদর্শনে অধীর চৌধুরী (ইটিভি ভারত)
মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করে অধীরের বক্তব্য:

অধীর চৌধুরী বলেন, "ডিভিসির অবশ্যই দোষ আছে । কেন্দ্রেরও দোষ আছে । জলাধারগুলির জলধারণ ক্ষমতা কমেছে । তাই বলে আমার দোষ আমি অস্বীকার করতে পারি না । কাউকে দোষ দিয়ে লাভ নেই । কেন্দ্র রাজ্য দু'পক্ষই উদাসীন । আরজিকর কাণ্ডের অপরাধীদের বাঁচাতে হাইকোর্ট যাচ্ছেন । ডিভিসি যদি না জানিয়ে জল ছেড়ে অপরাধ করে, তাহলে এই নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন ? ডিভিসিকে ডিফেন্ড করছি না । কিন্তু, ওরা না জানিয়ে জল ছাড়ল কেন ? আপনি কেন আইনের পথে যাচ্ছেন না ? কিন্তু, রাজ্যের বাঁধগুলিও রাজ্যকেই মেরামত করতে হবে । উনি গত বছরের বন্যাকেও ম্যান মেড বন্যার আখ্যা দিয়েছেন । এবারও বলছেন । তাহলে আগেই ডিভিসির বোর্ড থেকে ইস্তফা দেননি কেন ?"

ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে অধীর :

খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার কটাক্ষ, "ঘাটাল মাস্টার প্ল্যান তো খাটাল মাস্টার প্ল্যানে রূপান্তরিত হয়ে গিয়েছে । বন্যা শেষ হলেই ঘাটাল ভুলে যাবে । মুর্শিদাবাদে আমরা কান্দি মাস্টার প্ল্যান করে দেখিয়েছি বন্যা ঠেকানো যায় । ঘাটাল মাস্টার প্ল্যান কেন হল না ? এটা সরকারের ব্যর্থতা ।"

  • নৌকা চড়ে ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যসচিব, তুলে দিলেন ত্রাণও

খানাকুল, 24 সেপ্টেম্বর: বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে রাজ্য ও কেন্দ্রকে একযোগে দুষলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী ৷ মঙ্গলবার দুপুরে খানাকুলের ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন তিনি । সড়কপথে খানাকুলের নন্দনপুর এলাকায় এসে হাজির হন তিনি । এখান থেকে দলীয় কর্মীদের সঙ্গে নৌকায় প্লাবিত এলাকা পরিদর্শন করেন অধীর । খানাকুলের জগৎপুর, নন্দনপুর, বাঁকানগর, রাধাকৃষ্ণপুর, রাজহাটি-সহ একাধিক এলাকায় যান তিনি । বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী দেওয়ার পাশাপাশি বানভাসি মানুষদের সঙ্গে কথা বলেন অধীররঞ্জন চৌধুরী ৷

তিনি বলেন, "খানাকুলে প্রথম প্রয়োজন হচ্ছে সরকারি হস্তক্ষেপ । খাদ্য, পানীয়, ওষুধ দরকার । এখানে বিস্তীর্ণ এলাকা হল কৃষিনির্ভর । তাদের ক্ষতিপূরণ দরকার । শস্য বীমা দরকার । জমিতে নতুন করে চাষ করার জন্য ঋণ দেওয়ার দরকার । আগে যে কৃষিঋণ ছিল তা সবই মকুব করা দরকার । যখন এই এলাকার মানুষ ভুগছেন, খেতে পাচ্ছেন না, স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, তখন বীরভূমে তাদের নেতার মুক্তিতে পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছ্বাস ও আনন্দে মিষ্টি বিতরণ চলছে । এটা অশোভনীয় ।"

খানাকুলে বন্যা পরিদর্শনে অধীর চৌধুরী (ইটিভি ভারত)
মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করে অধীরের বক্তব্য:

অধীর চৌধুরী বলেন, "ডিভিসির অবশ্যই দোষ আছে । কেন্দ্রেরও দোষ আছে । জলাধারগুলির জলধারণ ক্ষমতা কমেছে । তাই বলে আমার দোষ আমি অস্বীকার করতে পারি না । কাউকে দোষ দিয়ে লাভ নেই । কেন্দ্র রাজ্য দু'পক্ষই উদাসীন । আরজিকর কাণ্ডের অপরাধীদের বাঁচাতে হাইকোর্ট যাচ্ছেন । ডিভিসি যদি না জানিয়ে জল ছেড়ে অপরাধ করে, তাহলে এই নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন ? ডিভিসিকে ডিফেন্ড করছি না । কিন্তু, ওরা না জানিয়ে জল ছাড়ল কেন ? আপনি কেন আইনের পথে যাচ্ছেন না ? কিন্তু, রাজ্যের বাঁধগুলিও রাজ্যকেই মেরামত করতে হবে । উনি গত বছরের বন্যাকেও ম্যান মেড বন্যার আখ্যা দিয়েছেন । এবারও বলছেন । তাহলে আগেই ডিভিসির বোর্ড থেকে ইস্তফা দেননি কেন ?"

ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে অধীর :

খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার কটাক্ষ, "ঘাটাল মাস্টার প্ল্যান তো খাটাল মাস্টার প্ল্যানে রূপান্তরিত হয়ে গিয়েছে । বন্যা শেষ হলেই ঘাটাল ভুলে যাবে । মুর্শিদাবাদে আমরা কান্দি মাস্টার প্ল্যান করে দেখিয়েছি বন্যা ঠেকানো যায় । ঘাটাল মাস্টার প্ল্যান কেন হল না ? এটা সরকারের ব্যর্থতা ।"

  • নৌকা চড়ে ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যসচিব, তুলে দিলেন ত্রাণও
Last Updated : Sep 24, 2024, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.