ETV Bharat / state

অভিষেককে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ মমতার, বিমানকে পাশে নিয়ে তোপ অধীরের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Adhir and Biman Press Conference: 2024 লোকসভা নির্বাচনে রাজ্যে বাম-কংগ্রেস আসন সমঝোতার পর এই প্ৰথম সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ 'জোটে ঘোঁট' প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ অধীরের ৷

Adhir and Biman
বিমান বসু ও অধীররঞ্জন চৌধুরী
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 2:56 PM IST

Updated : Apr 21, 2024, 5:59 PM IST

কলকাতা, 21 এপ্রিল: "কী এমন ঘটল যে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যেতে হল আপনাকে?" প্রেস ক্লাবের সাংবাদিক সম্মলন থেকে তৃণমূল সুপ্রিমোকে এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরি ৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে সঙ্গে নিয়ে রবিবার মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ উঠে আসে লোকসভা নির্বাচনে বাংলায় জোটের প্রসঙ্গও ৷

মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "ইন্ডিয়া জোটের নামটা উনি ঠিক করেছিলেন ৷ অথচ যখন সময় এল জোটে থাকার তখন পিছিয়ে গেলেন তিনি ৷" এরপরই মমতার দিকে প্রশ্ন ছুঁড়ে অধীর বলেন, "কী এমন হল যে ইন্ডিয়া জোট ছেড়ে মোদির (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) কাছে আত্মসমর্পণ করতে হল আপনাকে ? কেন বিহারের নীতীশ কুমারের মতো পাল্টিবাজ হয়ে গেলেন আপনি ?"

নীতীশ কুমারের বিহারে হয় ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক ৷ জোটের দ্বিতীয় বৈঠকে ঠিক হয় নাম ৷ সেই নামটা ঠিক করেন বাংলার মুখ্য়মন্ত্রী ৷ অথচ জোটের শুরু থেকেই বাংলার আসন সামঝোতা নিয়ে শুরু হয় জল্পনা ৷ লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসতেই বাংলায় যে বাম-কংগ্রেসের সঙ্গে জোটে লড়বেন না, তা স্পষ্ট জানিয়ে দেন তৃণমূল নেত্রী ৷ কারণ হিসেবে বার বার প্রদেশ কংগ্রেস সভাপতিকে কাঠগোড়ায় তোলেন তিনি ৷ রবিবার সেই প্রসঙ্গে অধীর বলেন, "রাজনৈতিক মত পার্থক্য আমাদের রয়েছে প্রথম থেকেই ৷ যখন ইন্ডিয়া জোট হয় তখন কী রাজনৈতিক আদর্শগত পার্থক্য ছিল না ? সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কী ছিল না ? আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পার্থক্য ছিল না ? তাহলে জোটের শুরুতে সেই কথা তিনি কেন জানালেন না ?"

এরপরই দিল্লির মুখ্য়মনন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রসঙ্গ টেনে আনেন কংগ্রেস সাংসদ ৷ মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "কেন্দ্রীয় এজেন্সিদের হাত থেকে অভিষেককে বাঁচাতে ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন তিনি ৷" সেইসঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত প্রসঙ্গে অধীর বলেন, "ডায়মন্ড হারবারে ইচ্ছাকৃতভাবে অভিজিৎ দাসকে প্রার্থী করেছে বিজেপি ৷ যাতে নির্বাচনে সহজেই জিততে পারেন খোকাবাবু ৷"

বাম-কংগ্রেস জোট নিয়ে দুই দলের নিচু তলার কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে একাধিকবার ৷ সেই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "দলের নির্বাচনী আবেদনে আমরা স্পষ্ট জানিয়েছি, বাংলার প্রগতিশীল চিন্তা ও সংস্কৃতিকে রক্ষা করতে বাম এবং বাম সমর্থীত জাতীয় কংগ্রেসকে ভোট দেওয়ার কথা ৷ বামেদের ভোট কংগ্রেস এবং কংগ্রেসের ভোট বাম প্রার্থীরা পাবেন, তাতে আমি নিশ্চিত ৷"

আরও পড়ুন:

কলকাতা, 21 এপ্রিল: "কী এমন ঘটল যে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যেতে হল আপনাকে?" প্রেস ক্লাবের সাংবাদিক সম্মলন থেকে তৃণমূল সুপ্রিমোকে এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরি ৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে সঙ্গে নিয়ে রবিবার মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ উঠে আসে লোকসভা নির্বাচনে বাংলায় জোটের প্রসঙ্গও ৷

মমতাকে আক্রমণ করে তিনি বলেন, "ইন্ডিয়া জোটের নামটা উনি ঠিক করেছিলেন ৷ অথচ যখন সময় এল জোটে থাকার তখন পিছিয়ে গেলেন তিনি ৷" এরপরই মমতার দিকে প্রশ্ন ছুঁড়ে অধীর বলেন, "কী এমন হল যে ইন্ডিয়া জোট ছেড়ে মোদির (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) কাছে আত্মসমর্পণ করতে হল আপনাকে ? কেন বিহারের নীতীশ কুমারের মতো পাল্টিবাজ হয়ে গেলেন আপনি ?"

নীতীশ কুমারের বিহারে হয় ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক ৷ জোটের দ্বিতীয় বৈঠকে ঠিক হয় নাম ৷ সেই নামটা ঠিক করেন বাংলার মুখ্য়মন্ত্রী ৷ অথচ জোটের শুরু থেকেই বাংলার আসন সামঝোতা নিয়ে শুরু হয় জল্পনা ৷ লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসতেই বাংলায় যে বাম-কংগ্রেসের সঙ্গে জোটে লড়বেন না, তা স্পষ্ট জানিয়ে দেন তৃণমূল নেত্রী ৷ কারণ হিসেবে বার বার প্রদেশ কংগ্রেস সভাপতিকে কাঠগোড়ায় তোলেন তিনি ৷ রবিবার সেই প্রসঙ্গে অধীর বলেন, "রাজনৈতিক মত পার্থক্য আমাদের রয়েছে প্রথম থেকেই ৷ যখন ইন্ডিয়া জোট হয় তখন কী রাজনৈতিক আদর্শগত পার্থক্য ছিল না ? সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কী ছিল না ? আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পার্থক্য ছিল না ? তাহলে জোটের শুরুতে সেই কথা তিনি কেন জানালেন না ?"

এরপরই দিল্লির মুখ্য়মনন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রসঙ্গ টেনে আনেন কংগ্রেস সাংসদ ৷ মমতাকে কটাক্ষ করে তিনি বলেন, "কেন্দ্রীয় এজেন্সিদের হাত থেকে অভিষেককে বাঁচাতে ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করেছেন তিনি ৷" সেইসঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত প্রসঙ্গে অধীর বলেন, "ডায়মন্ড হারবারে ইচ্ছাকৃতভাবে অভিজিৎ দাসকে প্রার্থী করেছে বিজেপি ৷ যাতে নির্বাচনে সহজেই জিততে পারেন খোকাবাবু ৷"

বাম-কংগ্রেস জোট নিয়ে দুই দলের নিচু তলার কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে একাধিকবার ৷ সেই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "দলের নির্বাচনী আবেদনে আমরা স্পষ্ট জানিয়েছি, বাংলার প্রগতিশীল চিন্তা ও সংস্কৃতিকে রক্ষা করতে বাম এবং বাম সমর্থীত জাতীয় কংগ্রেসকে ভোট দেওয়ার কথা ৷ বামেদের ভোট কংগ্রেস এবং কংগ্রেসের ভোট বাম প্রার্থীরা পাবেন, তাতে আমি নিশ্চিত ৷"

আরও পড়ুন:

Last Updated : Apr 21, 2024, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.