ETV Bharat / state

'গো-ব্যাক শুনেও দমবেন না', বহরমপুরে জয় নিয়ে আত্মবিশ্বাসী 'রবিনহুড' অধীর - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Adhir Challanged Mamata: বহরমপুরে এ যেন এক অচেনা নির্বাচন। অধীর-গড়ে তাঁকে 'গো-ব্যাক' বলা হচ্ছে যত্রতত্র । জবাব তিনি আগেও দিয়েছেন । এবার প্রেস ক্লাব থেকে কার্যত তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ করলেন লোকসভায় বঙ্গ কংগ্রেসের দলনেতা ৷

ADHIR CHAUDHURY
গো-ব্যাক শুনেও দমবেন না, বহরমপুর দখল নিয়ে আত্মবিশ্বাসী
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 7:31 PM IST

কলকাতা, ২১ এপ্রিল: চ্যালেঞ্জ করে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বললেন অধীর চৌধুরি। বহরমপুরে হারলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেবেন বলে ঘোষণা করলেন 'রবিনহুড' ইমেজে নিয়ে মুর্শিদাবাদ থেকে দিল্লির রাজনীতিতে নিজের জাত চেনানো অধীর চৌধুরি। গত কয়েকদিন ধরে নিজের খাসতালুক বহরমপুরে এদিক ওদিক অধীরের জন্য ধেয়ে এসেছে গো-ব্যাক স্লোগান । তবে তাতে যে তিনি দমবেন না তা স্পষ্ট করে দিয়েছেন 1996 সালে সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি করা অধীর ।

উলটে তিনি আছেন নিজের মেজাজেই । যে ইডেনে রবিবাসরীয় দুপুরে বেঙ্গালুরুরর বোলারদের নিরস্ত্র করল কলকাতা, তার লাগোয়া প্রেস ক্লাব থেকে অনায়াসে চ্যালেঞ্জের চার-ছয় হাঁকিয়ে গেলেন অধীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে এই বর্ষিয়ান কংগ্রেস নেতার দাবি, 'বহরমপুরে হারলে রাজনীতি থেকে ছুটি নেব'। আর মমতাকে তাঁর চ্যালেঞ্জ, 'নেত্রীও জানিয়ে দিন, বহরমপুরে তৃণমূল জিতলে সেটা তাঁর জয় আর হারলে তাঁর-ই হার।'

প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন থেকে আরও একাধিক প্রশ্নে আক্রমণ শানান অধীর । তবে বারেবারে ফিরে আসে বহরমপুর। তিনি বলেন, "আমার গড় নড়বড়ে নয়। নড়বড়ে হলে আমি বিক্ষোভ দেখাতাম। কিন্তু উলটো ঘটনা ঘটছে। তৃণমূলকে বিক্ষোভ দেখাতে হচ্ছে। বহরমপুরে আমি হারলে রাজনীতি থেকে ছুট্টি নিয়ে নেব। এত বড় কথা বলে দিলাম আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ গ্রহণ করে বলতে পারবেন যে, বহরমপুর জিতলে তাঁর জয় বা হারলে তাঁর হার হবে?"

তিনি আরও বলেন, "মমতাদিকে একটি প্রশ্ন করব, কী এমন ঘটল যে ইন্ডিয়ার নামকরণ করে গর্ববোধ করলেন, তারপর হঠাৎ পালটিবাজি করলেন? আপনি কেন নীতিশ কুমারের মতো পালটিকুমারী হলেন? কী এমন ভয় পেলেন? আপনি রাহুল গান্ধীকে নেতা বলে মানলেন। আপনি বলেছিলেন, ইন্ডিয়া জোট একমাত্র বিজেপিকে হারাতে পারে। তারপরও কেন অবস্থান বদল করলেন তিনি?"

আরও পড়ুন:

  1. অভিষেককে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ মমতার, বিমানকে পাশে নিয়ে তোপ অধীরের
  2. বোমা ফাটালে জবাবটা হবে কালিপটকা দিয়ে, 'গদ্দার' শুভেন্দুর হুমকিতে পালটা মমতার

কলকাতা, ২১ এপ্রিল: চ্যালেঞ্জ করে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বললেন অধীর চৌধুরি। বহরমপুরে হারলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেবেন বলে ঘোষণা করলেন 'রবিনহুড' ইমেজে নিয়ে মুর্শিদাবাদ থেকে দিল্লির রাজনীতিতে নিজের জাত চেনানো অধীর চৌধুরি। গত কয়েকদিন ধরে নিজের খাসতালুক বহরমপুরে এদিক ওদিক অধীরের জন্য ধেয়ে এসেছে গো-ব্যাক স্লোগান । তবে তাতে যে তিনি দমবেন না তা স্পষ্ট করে দিয়েছেন 1996 সালে সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি করা অধীর ।

উলটে তিনি আছেন নিজের মেজাজেই । যে ইডেনে রবিবাসরীয় দুপুরে বেঙ্গালুরুরর বোলারদের নিরস্ত্র করল কলকাতা, তার লাগোয়া প্রেস ক্লাব থেকে অনায়াসে চ্যালেঞ্জের চার-ছয় হাঁকিয়ে গেলেন অধীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে এই বর্ষিয়ান কংগ্রেস নেতার দাবি, 'বহরমপুরে হারলে রাজনীতি থেকে ছুটি নেব'। আর মমতাকে তাঁর চ্যালেঞ্জ, 'নেত্রীও জানিয়ে দিন, বহরমপুরে তৃণমূল জিতলে সেটা তাঁর জয় আর হারলে তাঁর-ই হার।'

প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন থেকে আরও একাধিক প্রশ্নে আক্রমণ শানান অধীর । তবে বারেবারে ফিরে আসে বহরমপুর। তিনি বলেন, "আমার গড় নড়বড়ে নয়। নড়বড়ে হলে আমি বিক্ষোভ দেখাতাম। কিন্তু উলটো ঘটনা ঘটছে। তৃণমূলকে বিক্ষোভ দেখাতে হচ্ছে। বহরমপুরে আমি হারলে রাজনীতি থেকে ছুট্টি নিয়ে নেব। এত বড় কথা বলে দিলাম আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ গ্রহণ করে বলতে পারবেন যে, বহরমপুর জিতলে তাঁর জয় বা হারলে তাঁর হার হবে?"

তিনি আরও বলেন, "মমতাদিকে একটি প্রশ্ন করব, কী এমন ঘটল যে ইন্ডিয়ার নামকরণ করে গর্ববোধ করলেন, তারপর হঠাৎ পালটিবাজি করলেন? আপনি কেন নীতিশ কুমারের মতো পালটিকুমারী হলেন? কী এমন ভয় পেলেন? আপনি রাহুল গান্ধীকে নেতা বলে মানলেন। আপনি বলেছিলেন, ইন্ডিয়া জোট একমাত্র বিজেপিকে হারাতে পারে। তারপরও কেন অবস্থান বদল করলেন তিনি?"

আরও পড়ুন:

  1. অভিষেককে বাঁচাতে বিজেপির কাছে আত্মসমর্পণ মমতার, বিমানকে পাশে নিয়ে তোপ অধীরের
  2. বোমা ফাটালে জবাবটা হবে কালিপটকা দিয়ে, 'গদ্দার' শুভেন্দুর হুমকিতে পালটা মমতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.