ETV Bharat / state

গোপন জবানবন্দি দিতে এসে শ্লীলতাহানির শিকার নাবালিকা ! গ্রেফতার সরকারি আইনজীবী - শ্লীলতাহানি

Molestation Allegation: গোপন জবানবন্দি দিতে এসেছিল নাবালিকা ৷ সেসময় তাকে শ্লীলতাহানির করার অভিযোগ সরকারি আইনজীবী বিরুদ্ধে ৷ পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে ৷ দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

Molestation
শ্লীলতাহানি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 1:42 PM IST

বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রঞ্জন মিত্র

বংশীহারি, 5 ফেব্রুয়ারি: নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সরকারি আইনজীবী ৷ অভিযুক্তের নাম প্রতুল মৈত্র। তিনি বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর । সরকারি আইনজীবীর পাশাপাশি তিনি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। শ্লীলতাহানি মামলায় শনিবার রাতে বংশীহারী থানার পুলিশ অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে । রবিবার তাঁকে আদালতে তোলা হয়। মহকুমা আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

জানা গিয়েছে, নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের মামলা চলছিল আদালতে ৷ সেই মামলায় তিনমাস আগে সরকারি আইনজীবী প্রতুল মৈত্রের কাছে গোপন জবানবন্দি দিতে এসেছিল এই নাবালিকা ৷ মা-বাবার অবর্তমানে সেসময় মেয়েটিকে শ্লীলতাহানি করেন সরকারি আইনজীবী বলে অভিযোগ ৷ নাবালিকার বাবার এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সরকারি আইনজীবীকে গ্রেফতার করে ।

সূত্রের খবর, শনিবার বিকেলে বুনিয়াদপুরের গঙ্গারামপুর মহকুমা আদালত থেকেই পুলিশ সরকারি আইনজীবী প্রতুল মৈত্রকে থানায় নিয়ে যায় । রাতে তাঁকে গ্রেফতার করা হয় । এরপর তাঁকে বংশীহারি থেকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয় । বংশীহারি থানার পুলিশ তাঁর বিরুদ্ধে পকসো, চাইল্ড প্রটেকশন অ্যাক্ট-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে । প্রতুল মৈত্রের বিরুদ্ধে এর আগে অভিযুক্তদের জামিন পাইয়ে দিতে সাহায্য করা এবং ধর্ষিতা মহিলাকে সত্য ঘটনা চেপে যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ।

গঙ্গারামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রঞ্জন মিত্র বলেন, "সরকারি আইনজীবির বিরুদ্ধে এই ঘটনা দুর্ভাগ্যজনক । মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে তাঁকে । তবে আইন আইনের পথেই চলবে । ঘটনার সত্যতা কতটা রয়েছে তা কোর্টে বিচার্য বিষয় । এমনকী অপরাধী যে দলেরই হোক না কেন, আইন আইনের পথেই চলবে । গঙ্গারামপুর মহকুমা আদালত দু'দিনে পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এবং আগামী মঙ্গলবার তাঁকে আবারও মহকুমা আদালতে তোলা হবে ৷ আশা করি ওই দিন তাঁর বেল মঞ্জুর হবে।" জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল প্রতুল মৈত্রের গ্রেফতারের কথা স্বীকার করে জানান, পকসো মামলায় শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:

  1. লজেন্স দেওয়ার অছিলায় 2 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নাবালক
  2. কানপুরে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত বাবা
  3. ট্রেনের শৌচালয়ে নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার কোচ অ্যাটেন্ড্যান্ট

বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রঞ্জন মিত্র

বংশীহারি, 5 ফেব্রুয়ারি: নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার সরকারি আইনজীবী ৷ অভিযুক্তের নাম প্রতুল মৈত্র। তিনি বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর । সরকারি আইনজীবীর পাশাপাশি তিনি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। শ্লীলতাহানি মামলায় শনিবার রাতে বংশীহারী থানার পুলিশ অভিযুক্ত আইনজীবীকে গ্রেফতার করে । রবিবার তাঁকে আদালতে তোলা হয়। মহকুমা আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷

জানা গিয়েছে, নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের মামলা চলছিল আদালতে ৷ সেই মামলায় তিনমাস আগে সরকারি আইনজীবী প্রতুল মৈত্রের কাছে গোপন জবানবন্দি দিতে এসেছিল এই নাবালিকা ৷ মা-বাবার অবর্তমানে সেসময় মেয়েটিকে শ্লীলতাহানি করেন সরকারি আইনজীবী বলে অভিযোগ ৷ নাবালিকার বাবার এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সরকারি আইনজীবীকে গ্রেফতার করে ।

সূত্রের খবর, শনিবার বিকেলে বুনিয়াদপুরের গঙ্গারামপুর মহকুমা আদালত থেকেই পুলিশ সরকারি আইনজীবী প্রতুল মৈত্রকে থানায় নিয়ে যায় । রাতে তাঁকে গ্রেফতার করা হয় । এরপর তাঁকে বংশীহারি থেকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয় । বংশীহারি থানার পুলিশ তাঁর বিরুদ্ধে পকসো, চাইল্ড প্রটেকশন অ্যাক্ট-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে । প্রতুল মৈত্রের বিরুদ্ধে এর আগে অভিযুক্তদের জামিন পাইয়ে দিতে সাহায্য করা এবং ধর্ষিতা মহিলাকে সত্য ঘটনা চেপে যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ।

গঙ্গারামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রঞ্জন মিত্র বলেন, "সরকারি আইনজীবির বিরুদ্ধে এই ঘটনা দুর্ভাগ্যজনক । মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে তাঁকে । তবে আইন আইনের পথেই চলবে । ঘটনার সত্যতা কতটা রয়েছে তা কোর্টে বিচার্য বিষয় । এমনকী অপরাধী যে দলেরই হোক না কেন, আইন আইনের পথেই চলবে । গঙ্গারামপুর মহকুমা আদালত দু'দিনে পুলিশ হেফাজত মঞ্জুর করেছে এবং আগামী মঙ্গলবার তাঁকে আবারও মহকুমা আদালতে তোলা হবে ৷ আশা করি ওই দিন তাঁর বেল মঞ্জুর হবে।" জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল প্রতুল মৈত্রের গ্রেফতারের কথা স্বীকার করে জানান, পকসো মামলায় শনিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:

  1. লজেন্স দেওয়ার অছিলায় 2 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নাবালক
  2. কানপুরে দিনের পর দিন নাবালিকা মেয়েকে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত বাবা
  3. ট্রেনের শৌচালয়ে নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার কোচ অ্যাটেন্ড্যান্ট
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.