ETV Bharat / state

রেস্তোরাঁর মালিকের গালে সপাটে চড় অভিনেতা সোহমের! উত্তাল নিউটাউন - Soham Chakraborty - SOHAM CHAKRABORTY

Soham Chakrabarty Slaps Restaurant Owner: অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় এক রেস্তোরাঁর মালিককে সপাটে চড় মারলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নিউটাউনের সাপুরজি এলাকায় ৷

Soham Chakrabarty Slaps Restaurant Owner
অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 8, 2024, 7:29 AM IST

কলকাতা, 8 জুন: এবার 'চড়' মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের তারকা-বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে । আর সেটা স্বীকারও করে নিয়েছেন সোহম । সাপুরজির কাছে একটি রেস্তোরাঁর সামনে 'চড়' নিয়ে বাধে তুমুল অশান্তি । ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় ওই এলাকায় !

শুক্রবার সাপুরজির এক রেস্তোরাঁয় শুটিংয়ে এসেছিলেন অভিনেতা সোহম ৷ এরপরই ঘটনার সূত্রপাত ৷ রেস্তোরাঁর সামনেই তাঁর গাড়ি রাখা ছিল । মালিক এসে গাড়ি সরাতে বলেন । এই নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা কাটাকাটি হয় রেস্তোরাঁর মালিকের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে রেস্তোরাঁর মালিককে চড় মারেন সোহম । এরপর স্থানীয় বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন সোহম। রেস্তোরাঁর এক কর্মচারীকে থানায় নিয়ে যাওয়া হয় । তবে এই নিয়ে মুখে কুলুপ রেস্তোরাঁ মালিকের।

অভিনেতার দাবি, তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করেন ওই রেস্তোরাঁর মালিক । সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও বাজে কথা বলেন ওই ব্যক্তি । আর এরপরই সোহম চড় মারেন তাঁকে । ঘটনা প্রসঙ্গে সোহম সাংবাদিকদের বলেন, “আমি শট দিচ্ছিলাম। হঠাৎই খুব চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে নীচে এসে জানতে পারি, আমার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাজে ব্যবহার করছে ওই রেস্তোরাঁর মালিক। এও বলেছেন, কে এমএলএ আমার জানার দরকার নেই ।..."

তিনি আরও বলেন, "আমাকে গালাগাল দেয় । এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বাজে কথা বলেন ওই ব্যক্তি। আর তখনই আমি নিজেকে সামলাতে না পেরে আমি ওই লোকটিকে চড় মারি । ধাক্কা দিই ৷ থানায় অভিযোগ করেছি । এবার পুলিশ খতিয়ে দেখবে বিষয়টা । এর থেকে বেশি কিছু না ।"

কলকাতা, 8 জুন: এবার 'চড়' মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের তারকা-বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে । আর সেটা স্বীকারও করে নিয়েছেন সোহম । সাপুরজির কাছে একটি রেস্তোরাঁর সামনে 'চড়' নিয়ে বাধে তুমুল অশান্তি । ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায় ওই এলাকায় !

শুক্রবার সাপুরজির এক রেস্তোরাঁয় শুটিংয়ে এসেছিলেন অভিনেতা সোহম ৷ এরপরই ঘটনার সূত্রপাত ৷ রেস্তোরাঁর সামনেই তাঁর গাড়ি রাখা ছিল । মালিক এসে গাড়ি সরাতে বলেন । এই নিয়ে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা কাটাকাটি হয় রেস্তোরাঁর মালিকের। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে রেস্তোরাঁর মালিককে চড় মারেন সোহম । এরপর স্থানীয় বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেন সোহম। রেস্তোরাঁর এক কর্মচারীকে থানায় নিয়ে যাওয়া হয় । তবে এই নিয়ে মুখে কুলুপ রেস্তোরাঁ মালিকের।

অভিনেতার দাবি, তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করেন ওই রেস্তোরাঁর মালিক । সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও বাজে কথা বলেন ওই ব্যক্তি । আর এরপরই সোহম চড় মারেন তাঁকে । ঘটনা প্রসঙ্গে সোহম সাংবাদিকদের বলেন, “আমি শট দিচ্ছিলাম। হঠাৎই খুব চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে নীচে এসে জানতে পারি, আমার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাজে ব্যবহার করছে ওই রেস্তোরাঁর মালিক। এও বলেছেন, কে এমএলএ আমার জানার দরকার নেই ।..."

তিনি আরও বলেন, "আমাকে গালাগাল দেয় । এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বাজে কথা বলেন ওই ব্যক্তি। আর তখনই আমি নিজেকে সামলাতে না পেরে আমি ওই লোকটিকে চড় মারি । ধাক্কা দিই ৷ থানায় অভিযোগ করেছি । এবার পুলিশ খতিয়ে দেখবে বিষয়টা । এর থেকে বেশি কিছু না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.