ETV Bharat / state

জেরার সময় থানার ভেতরেই পুলিশের উপর ছুরি নিয়ে হামলা অভিযুক্তের - Knife Attack inside Purulia PS

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 10:41 AM IST

Knife Attack inside Purulia PS: জেরার সময় পুরুলিয়া সদর থানায় ভেতরেই পুলিশের উপর ছুরি নিয়ে হামলা চালালনোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷

ETV BHARAT
জেরার সময় থানার ভেতরেই পুলিশের উপর ছুরি নিয়ে হামলা অভিযুক্তের (ফাইল চিত্র)

পুরুলিয়া, 4 অগস্ট: থানার ভেতরে ছুরি নিয়ে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । এমনই ঘটেছে পুরুলিয়া সদর থানায় ।

জানা গিয়েছে, একটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরুলিয়া সদর থানার পুলিশ পুরুলিয়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহিদ আনসারিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে পুরুলিয়া সদর থানায় । বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে যখন থানার ভেতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখনই তিনি পকেট থেকে ছুরি বের করে পুলিশের উপর হামলা চালান বলে অভিযোগ ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । থানার ভেতরে পুলিশের উপর ছুরি নিয়ে হামলার ঘটনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ।

সাহিদ আনসারি আরও কয়েকটি মামলায় জড়িত বলে জানতে পেরেছে পুলিশ । তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করে অপরাধের কিনারা করতে ও তাঁর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না সেই বিষয়ে নিশ্চিত হতে, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুরুলিয়া সদর থানার পুলিশ । তবে যখন তাঁকে জেরা করা হচ্ছিল, তখন তিনি কোনওভাবে তদন্তকারী অফিসারকে সহযোগিতা করেননি বলে অভিযোগ । এমনকি সবাইকে অবাক করে দিয়ে অভিযুক্ত আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তাঁর পকেট থেকে একটা ছুরি বের করে তদন্তকারী পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন ।

তদন্তকারী পুলিশকর্মী তথা এক সিভিক কর্মী চেষ্টা করেও অভিযুক্তকে শান্ত করতে পারেননি । উলটে তিনি আত্মহত্যা করার হুমকি দিতে থাকেন তদন্তকারী অফিসারকে । অবশেষে সদর থানার পুলিশ তাঁর বাড়িতে খবর দেন । খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করান ।

অন্যদিকে, ছুরির আঘাতে আহত পুলিশকর্মী ও সিভিক কর্মীও চিকিৎসার জন্য হাসপাতালে যান । যদিও থানার ভেতরেই খোদ পুলিশকে ছুরি নিয়ে আক্রমণ করার বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে সদর থানার পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে শুক্রবার পুরুলিয়া সদর থানার পুলিশ পুনরায় একটি মামলা রুজু করেছে । তাঁকে পুলিশকে কর্তব্যে বাধা দেওয়া ও আক্রমণ করা এবং আত্মহত্যার চেষ্টা করার ধারা যুক্ত করা হয়েছে।Body:,Conclusion:

পুরুলিয়া, 4 অগস্ট: থানার ভেতরে ছুরি নিয়ে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । এমনই ঘটেছে পুরুলিয়া সদর থানায় ।

জানা গিয়েছে, একটি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুরুলিয়া সদর থানার পুলিশ পুরুলিয়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহিদ আনসারিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে পুরুলিয়া সদর থানায় । বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে যখন থানার ভেতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তখনই তিনি পকেট থেকে ছুরি বের করে পুলিশের উপর হামলা চালান বলে অভিযোগ ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । থানার ভেতরে পুলিশের উপর ছুরি নিয়ে হামলার ঘটনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ।

সাহিদ আনসারি আরও কয়েকটি মামলায় জড়িত বলে জানতে পেরেছে পুলিশ । তাই তাঁকে জিজ্ঞাসাবাদ করে অপরাধের কিনারা করতে ও তাঁর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না সেই বিষয়ে নিশ্চিত হতে, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুরুলিয়া সদর থানার পুলিশ । তবে যখন তাঁকে জেরা করা হচ্ছিল, তখন তিনি কোনওভাবে তদন্তকারী অফিসারকে সহযোগিতা করেননি বলে অভিযোগ । এমনকি সবাইকে অবাক করে দিয়ে অভিযুক্ত আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তাঁর পকেট থেকে একটা ছুরি বের করে তদন্তকারী পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন ।

তদন্তকারী পুলিশকর্মী তথা এক সিভিক কর্মী চেষ্টা করেও অভিযুক্তকে শান্ত করতে পারেননি । উলটে তিনি আত্মহত্যা করার হুমকি দিতে থাকেন তদন্তকারী অফিসারকে । অবশেষে সদর থানার পুলিশ তাঁর বাড়িতে খবর দেন । খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে ভর্তি করান ।

অন্যদিকে, ছুরির আঘাতে আহত পুলিশকর্মী ও সিভিক কর্মীও চিকিৎসার জন্য হাসপাতালে যান । যদিও থানার ভেতরেই খোদ পুলিশকে ছুরি নিয়ে আক্রমণ করার বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে সদর থানার পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে শুক্রবার পুরুলিয়া সদর থানার পুলিশ পুনরায় একটি মামলা রুজু করেছে । তাঁকে পুলিশকে কর্তব্যে বাধা দেওয়া ও আক্রমণ করা এবং আত্মহত্যার চেষ্টা করার ধারা যুক্ত করা হয়েছে।Body:,Conclusion:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.