দার্জিলিং, 27 মে: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক ববিতা দত্তের মৃত্যুতে এখনও অধরা মূল অভিযুক্ত অধ্যাপক। প্রতিবাদে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 24 ঘণ্টা ধর্মঘট পালন করল এবিভিপি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অধ্যাপক সিদ্ধার্থ শংকর লাহাকে এখনও ধরতে পারেনি পুলিশ। ঘটনার 10 দিন অতিক্রান্ত হয়ে গেলেও অভিযুক্ত অধ্যাপকের কোনও হদিশ নেই। ফলে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।
তাদের অভিযোগ, গবেষিকার মৃত্যুর জন্য দায়ী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান সিদ্ধার্থ শংকর লাহা। অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর দীর্ঘ 10 দিন কেটে গেলেও অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে পুলিশ কোনওরকম ব্যবস্থা নেয়নি। তারই প্রতিবাদে এবিভিপির পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেয়। এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে তালা বন্ধ করে দেন এবিভিপির সমর্থকরা। ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে কর্মচারীদের বাইরে বের করে দেওয়া হয়।
আরও পড়ুন: অস্থায়ী কর্মী ও পড়ুয়াদের বিক্ষোভে ফের অচলাবস্থা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে
এভিবিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী বলেন, "গবেষক ছাত্রীর মৃত্যুর 10 দিন কেটে গেলেও পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। বিশ্ববিদ্যালয়ের একটা প্রভাবশালী অংশ তাকে আড়াল করার চেষ্টা করছে। বাধ্য হয়েই আজকে বনধের ডাক দিয়েছি। ফাটকে তালা পড়েছে। ছাত্র ছাত্রীদের অনুরোধ করছি বনধে সাড়া দেওয়ার এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বনধের সমর্থনে। এরপরও যদি গ্রেফতার না-হয় তাহলে আমরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য হব।"
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর মহেন্দ্র নাথ রায় বলেন, "মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ পেয়েছি অভিযুক্তি ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে জানানো হয়েছে। অভিযুক্ত এবং অভিযোগকারী উভয়পক্ষকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করে তদন্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের একাংশে প্রভাব পড়েছে। যদিও প্রশাসনিক কাজকর্ম চলছে।"
আরও পড়ুন: মহিলা গবেষকের মৃত্যুতে নাম জুড়ল বিভাগীয় প্রধানের, বিক্ষোভে উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়