কলকাতা, 15 অগস্ট: আরজি মেডিক্যাল কলেজ হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কড়াবার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যেভাবে মধ্যরাতে পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বিচারে ভাঙচুর চালানো হয়েছে হাসপাতালে ৷ আর তার জেরে যথেষ্ট ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ দুষ্কৃতীদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে রীতিমতো সময়ও বেঁধে দিয়েছেন অভিষেক ৷
রাতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক লিখেছেন, "রাতে আরজি করে গুন্ডামি এবং ভাঙচুর সব সীমা অতিক্রম করেছে ৷ জনপ্রতিনিধি হিসেবে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি ৷ এদিনের হিংসার জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি ৷"
The hooliganism and vandalism at RG Kar tonight have exceeded all acceptable limits. As a public representative, I just spoke with @CPKolkata , urging him to ensure that every individual responsible for today’s violence is identified, held accountable, and made to face the law…
— Abhishek Banerjee (@abhishekaitc) August 14, 2024
এখানেই শেষ নয়, অভিষেক এক্ষেত্রে রাজনৈতিক রং না দেখারও বার্তা দিয়েছেন ৷ তিনি লিখেছেন, "রাজনৈতিক রং বা দল না দেখে এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনারকে বলেছি ৷ আন্দোলনরত চিকিৎসকদের দাবি ন্যায্য। তাঁদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। সরকারের কাছ থেকে এটাই তারা ন্যূনতম আশা করছে ৷"
আরজি কর কাণ্ড প্রসঙ্গে ভিডিয়ো বার্তায় এর কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে আরজি কর কাণ্ডে সুবিচার চেয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছে কংগ্রেস ৷ সাংবাদিক বৈঠকে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, "মানসিকভাবে, আন্তরিকভাবে এই ঘটনার তীব্র নিন্দা করছি ৷ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ৷ ধর্ষণ-সহ মহিলাদের উপর হামলা বেড়েই চলেছে ৷ অপরাধীদের সাহস এত বেড়ে চলেছে কীভাবে ? ভাবা দরকার। প্রিন্সিপালকে বাঁচানোর এত সক্রিয়তা কেন ?"