কলকাতা, 5 মে: শাহজাহানের সাসপেনশন তুলে নেবে তৃণমূল ? স্টিং অপারেশনের ভিডিয়োয় যে তথ্য সামনে এসেছে তারপর এই প্রশ্ন উঠছে ৷ এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে ভিডিয়োয় সন্দেশখালির 2 নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের গলায় শোনা গিয়েছে, সন্দেশখালিতে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনাগুলি সাজানো ও সুপরিকল্পিত ৷ এর নেপথ্যে রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ আরও শোনা যাচ্ছে এলাকার মহিলারা অর্থের বিনিময়ে থানায় গিয়ে শেখ শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে ৷ তাহলে কি শাহজাহান ও অন্য তৃণমূল নেতারা নির্দোষ ? স্বভাবত এমন প্রশ্ন উঠছে ৷
এই ভিডিয়ো ভাইরাল হয় শনিবার সকালে ৷ আর এদিন বিকেলেই দীর্ঘ সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই ভাইরাল হওয়া সন্দেশখালির স্টিং অপারেশন ভিডিয়োকে সম্বল করে নিজেদের ভাবমূর্তি ফেরানোর প্রবল চেষ্টা করছে তৃণমূল ৷ বৈঠকে অভিষেককে প্রশ্ন করা হয়, শাহজাহানের উপর থেকে সাসপেনশন তুলে নেবে তৃণমূল ?
এর উত্তরে গলায় খানিক আক্ষেপের সুর ধরা পড়ল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিষেকের গলায় ৷ সেখানে তিনি বলেন, "সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে ৷ প্রাথমিকভাবে এটা দেখে যা মনে হচ্ছে, দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম তা আরও একটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হত ৷"
গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত শেখ শাহজাহান ৷ রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বাড়িতে এই তল্লাশি অভিযান ছিল ৷ এদিকে ইডির আধিকারিকরা তল্লাশির চালাতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়েন ৷ এক আধিকারিক আহত হন বলেও জানা যায় ৷ এই হামলা শাহজাহান করিয়েছিলেন বলে অভিযোগ ৷ তবে ঘটনার পর থেকে সে বেপাত্তা হয়ে যায় ৷ পাশাপাশি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি ৷
এলাকায় গায়ের জোরে জমি কেড়ে তাতে ভেড়ি বানানোর অভিযোগ ওঠে শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে ৷ এলাকার মহিলারা তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে ৷ দীর্ঘসময় নিখোঁজ থাকার পর 29 ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেফতারের বিষয়টি সামনে আসে ৷ এরপরই তাকে সাসপেন্ড করে তৃণমূল ৷
আরও পড়ুন: