কাটোয়া, 22 মার্চ: সিএএ’র আতঙ্কে যুবকের আত্মহত্যার অভিযোগকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালাতে চাইছে তৃণমূল। কাটোয়ার সভা থেকে শুক্রবার সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, নেতাজি নগরের যুবকের আত্মহত্যার নেপথ্যে আছে সিএএ আতঙ্ক।
তাঁর কথায়, "ভোটের আগে সিএএ লাগু করেছে কেন্দ্র। নাগরিকত্ব কবে পাবেন ঠিক নেই। সিএএ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। টালিগঞ্জের নেতাজি নগরের তরতাজা যুবক কাগজ খুঁজে পাচ্ছেন না । সিএএ’র আতঙ্কে আত্মহত্যা করেছেন ।" সভা থেকে অভিষেক বলেন, "দলের প্রার্থী নয় ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই। বিধানসভায় তৃণমূল কংগ্রেস 16-0 সিটে জিতেছিল। এবাবের পূর্ব বর্ধমান জেলার মানুষ বিজেপিকে জবাব দেবে। বিজেপি গো-হারা হারবে।
এর পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারেন্টি থেকে শুরু কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ তুলে ধরে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "মোদি বিভাজনের গ্যারান্টি দিয়ে থাকেন। তাই ভোটের মুখেই সিএএ কার্যকর করেছে। আমাদের গ্যারেন্টি সম্প্রীতির। এ রাজ্যে আমরা সিএএ কার্যকর করতে দেব না। এন আর সি করতে দেব না। ভোটের পরে বিজেপি নেতাদের পাওয়া যায় না। কিন্তু তৃণমূল নেতাদের পাওয়া যায়। এটাই তৃণমূলের গ্যারান্টি।"
কেন্দ্রীয় বকেয়া নিয়ে তিনি বলেন, "গরিবদের দাবি আদায় নিয়ে দিল্লি গিয়েছিলাম। জোর করে অবস্থান তুলে দেওয়া হয়। বহিরাগত নেতাদের গত পাঁচ বছরে খুঁজে পাওয়া যায়নি। বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ এসএস আলুয়ালিয়াকে কেউ কি সেভাবে দেখতে পেয়েছেন? তাঁর প্রশ্ন, কার গ্যারান্টি নেবে বাংলা- দিদির না মোদির। তিনি সাফ জানান, 2021 সালে আমরা রিপোর্ট কার্ড দিয়েছি। তাহলে এরা দেবে না কেন।
অন্য একটি প্রসঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, " দুটো চ্যালেঞ্জ দেবো। 2017-18 তে যে আবাস যোজনার তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে দশ পয়সা কেন্দ্র থেকে রাজ্য সরকারকে পাঠিয়েছে তাহলে আমি রাজনীতি করবো না। আমি চ্যালেঞ্জ করেছি আটদিন আগে। বিজেপির কোন নেতা মন্ত্রীর ক্ষমতা হয়নি সেই চ্যালেঞ্জ গ্রহণ করার। আবার চ্যালেঞ্জ করছি, যদি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারেন 2021 সালের পর আবাস এবংমানরেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার দশ পয়সা দিয়েছে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।"
আরও পড়ুন: