ETV Bharat / state

'ক্ষমতা থাকলে সিবিআই তুলে নিয়ে যাক', শুভেন্দুকে পালটা হুঁশিয়ারি অভিষেকের - Sandeshkhali Viral Video - SANDESHKHALI VIRAL VIDEO

Suvendu-Abhishek Clash: সন্দেশখালির 2 নম্বর ব্লকের বিজেপি সভাপতির ভিডিয়ো ভাইরাল নিয়ে তোলপাড় রাজ্য ৷ তৃণমূল এই ভিডিয়োকে প্রামাণ্য ধরলেও বিজেপি একে ষড়যন্ত্র বলে তোপ দাগছে ৷ এ নিয়ে অভিষেক ও শুভেন্দু একে অপরকে আক্রমণ শানাল ৷

ABHISHEK BANERJEE
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 2:18 PM IST

কলকাতা, 5 মে: স্টিং অপারেশনের ভাইরাল ভিডিয়ো নিয়ে উত্তপ্ত ভোটবাজার ৷ শনিবার সকালে সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো ভাইরাল হয় ৷ এরপর বিকেলেই এই ভিডিয়ো নিয়ে দেড় ঘণ্টার সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে তৃণমূল এই ভিডিয়োকে প্রামাণ্য ধরেছে ৷ এই ভিডিয়োয় শোনা সন্দেশখালি 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের গলায় শোনা যাচ্ছে, সন্দেশখালিতে নারী নির্যাতন, ধর্ষণের মতো কোনও ঘটনাই ঘটেনি ৷ এই সব সুপরিকল্পিত এবং এর নেপথ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন একদিকে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে কড়া আক্রমণ করেন অভিষেক ৷ তিনি বারবার অভিযোগ করেন, বাংলার মান-সম্মান ভূলুণ্ঠিত করতে এমন কাজ করেছেন বিরোধী দলনেতা ৷ অন্যদিকে এই সন্দেশখালির ভাইরাল ভিডিয়োর নেপথ্যে তৃণমূলের চক্রান্ত আছে বলে তোপ দাগেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ৷

এই ভাইরাল ভিডিয়ো নিয়ে শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়ায় বলেন, "এটা নিয়ে আমরা অনেক দূরে যাব ৷ পুরো ঘটনার পিছনে চক্রান্ত ৷ আইপ্যাক আর ভাইপোর কাঁচা স্ক্রিপ্ট ৷ সবটাই ম্যানুফ্যাকচার্ড বাই ভাইপো ৷ গঙ্গাধর ইতিমধ্যে সিবিআইকে মেল করেছে ৷ আমি ভাইপোর বিরুদ্ধে সিবিআইয়ের কাছে যাচ্ছি ।"

অন্যদিকে অভিষেক চ্যালেঞ্জের সুরে বলেন, "ক্ষমতা থাকলে আমাকে সিবিআই তুলে নিয়ে যাক ৷ সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন ৷ বিজেপি বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজন ভাবে ৷ সিবিআইয়ের তল্পিবাহকতা করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে ৷ এই বাংলার লজ্জা যে এখানে শুভেন্দু অধিকারীর মতো গদ্দারাও আছে ৷"

তিনি আরও বলেন, "যাঁদের তিনজনকে দেখা গিয়েছে গঙ্গাধর কয়াল, জবা রানি সিং, শান্তি দলুই- সবাই মিথ্যা বলছে ? তাহলে গঙ্গাধর কয়াল সকালে স্বীকার করল কেন স্বরটা আমার ৷ আগে তাঁকে কনভিন্স করুন ৷ বিরোধী দলনেতা পাঁচ বছর ধরে আমাকে সিবিআই ইডি'র ভয় দেখাচ্ছেন ৷ এজেন্সি আমাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ৷ সিবিআই কি সত্যি কথা বলার জন্য আমাকে গ্রেফতার করবে ? শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়িয়ে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি ৷ গদ্দারটাকে আমার নাম করে বলবেন ৷ আমি বেইমান ঘুষখোর গদ্দার বলছি ৷ পারলে আমার নামে মানহানির মামলা করতে বলুন ৷"

আরও পড়ুন:

  1. 'আরেকটু যাচাই করে নিলে ভালো হত', শাহজাহানকে নিয়ে আক্ষেপ অভিষেকের
  2. '2 হাজার টাকার বিনিময়ে অভিযোগ করেছেন সন্দেশখালির মহিলারা', দাবি অভিষেকের
  3. 'টাকা নিলে বিজেপি মণ্ডল সভাপতির শাস্তি হওয়া উচিত', সন্দেশখালি ভাইরাল ভিডিয়ো নিয়ে দিলীপ

কলকাতা, 5 মে: স্টিং অপারেশনের ভাইরাল ভিডিয়ো নিয়ে উত্তপ্ত ভোটবাজার ৷ শনিবার সকালে সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো ভাইরাল হয় ৷ এরপর বিকেলেই এই ভিডিয়ো নিয়ে দেড় ঘণ্টার সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে তৃণমূল এই ভিডিয়োকে প্রামাণ্য ধরেছে ৷ এই ভিডিয়োয় শোনা সন্দেশখালি 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের গলায় শোনা যাচ্ছে, সন্দেশখালিতে নারী নির্যাতন, ধর্ষণের মতো কোনও ঘটনাই ঘটেনি ৷ এই সব সুপরিকল্পিত এবং এর নেপথ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন একদিকে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে কড়া আক্রমণ করেন অভিষেক ৷ তিনি বারবার অভিযোগ করেন, বাংলার মান-সম্মান ভূলুণ্ঠিত করতে এমন কাজ করেছেন বিরোধী দলনেতা ৷ অন্যদিকে এই সন্দেশখালির ভাইরাল ভিডিয়োর নেপথ্যে তৃণমূলের চক্রান্ত আছে বলে তোপ দাগেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু ৷

এই ভাইরাল ভিডিয়ো নিয়ে শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়ায় বলেন, "এটা নিয়ে আমরা অনেক দূরে যাব ৷ পুরো ঘটনার পিছনে চক্রান্ত ৷ আইপ্যাক আর ভাইপোর কাঁচা স্ক্রিপ্ট ৷ সবটাই ম্যানুফ্যাকচার্ড বাই ভাইপো ৷ গঙ্গাধর ইতিমধ্যে সিবিআইকে মেল করেছে ৷ আমি ভাইপোর বিরুদ্ধে সিবিআইয়ের কাছে যাচ্ছি ।"

অন্যদিকে অভিষেক চ্যালেঞ্জের সুরে বলেন, "ক্ষমতা থাকলে আমাকে সিবিআই তুলে নিয়ে যাক ৷ সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন ৷ বিজেপি বাংলার মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজন ভাবে ৷ সিবিআইয়ের তল্পিবাহকতা করার জন্য বাংলার মানুষ বেঁচে আছে ৷ এই বাংলার লজ্জা যে এখানে শুভেন্দু অধিকারীর মতো গদ্দারাও আছে ৷"

তিনি আরও বলেন, "যাঁদের তিনজনকে দেখা গিয়েছে গঙ্গাধর কয়াল, জবা রানি সিং, শান্তি দলুই- সবাই মিথ্যা বলছে ? তাহলে গঙ্গাধর কয়াল সকালে স্বীকার করল কেন স্বরটা আমার ৷ আগে তাঁকে কনভিন্স করুন ৷ বিরোধী দলনেতা পাঁচ বছর ধরে আমাকে সিবিআই ইডি'র ভয় দেখাচ্ছেন ৷ এজেন্সি আমাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে ৷ সিবিআই কি সত্যি কথা বলার জন্য আমাকে গ্রেফতার করবে ? শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়িয়ে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি ৷ গদ্দারটাকে আমার নাম করে বলবেন ৷ আমি বেইমান ঘুষখোর গদ্দার বলছি ৷ পারলে আমার নামে মানহানির মামলা করতে বলুন ৷"

আরও পড়ুন:

  1. 'আরেকটু যাচাই করে নিলে ভালো হত', শাহজাহানকে নিয়ে আক্ষেপ অভিষেকের
  2. '2 হাজার টাকার বিনিময়ে অভিযোগ করেছেন সন্দেশখালির মহিলারা', দাবি অভিষেকের
  3. 'টাকা নিলে বিজেপি মণ্ডল সভাপতির শাস্তি হওয়া উচিত', সন্দেশখালি ভাইরাল ভিডিয়ো নিয়ে দিলীপ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.