ETV Bharat / state

ভিসা নিয়ে ভারতে প্রবেশ, বাংলাদেশের দম্পতির কাছে মিলল আধার-প্যান কার্ড - BANGLADESHI WITH AADHAAR CARD - BANGLADESHI WITH AADHAAR CARD

Aadhaar and PAN Card Found from Bangladesh Couple: চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন ৷ সীমান্তে দেখা গেল, দম্পতির কাছে এদেশের ভিসা এবং আধার-প্যান, সবই রয়েছে ৷ তারপর ?

Bangladesh Couple
বাংলাদেশের দম্পতির কাছে মিলল আধার-প্যান কার্ড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 9:34 PM IST

Updated : Aug 6, 2024, 10:07 PM IST

চ্যাংরাবান্ধা, 6 অগস্ট: ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে বিপত্তি । ফের বাংলাদেশে ফিরে যেতে হল দম্পতিকে । তাঁদের ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড । এরপর ভারতে আর ঢুকতে দেওয়া হল না বাংলাদেশের দম্পতিকে । ফের বাংলাদেশে পাঠানো হল । জানা গিয়েছে, আজ দুপুরে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এই দম্পতি । এদেশে চিকিৎসা করাতে আসার পথে ইমিগ্রেশনে গিয়ে ধরা পড়েন তাঁরা ।

বাংলাদেশের দম্পতির কাছে মিলল আধার-প্যান কার্ড (ইটিভি ভারত)

ভিসা নিয়ে ভারতে আসা বাংলাদেশের নাগরিকের কাছে এদেশের আধার কার্ড কী করে এল, তা ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য । ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক চেকপোস্ট চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এদেশের আধার কার্ড-সহ ধরা পড়েন বাংলাদেশের নাগরিক । সাত বছরের ছেলেকে নিয়ে 7 দিনের ভিসায় নয়াদিল্লিতে চিকিৎসা করানোর উদ্দেশ্যে ভারতে ঢোকেন তাঁরা । ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধারের বিষয়টি সামনে আসতেই যাবতীয় ফর্মালিটি পূরণ করে বাংলাদেশে পুশব্যাক করা হয় দম্পতিকে ।

জানা গিয়েছে, ওই দু’জনের নাম এনামূল হক ও সঞ্জিদা জিনাত ইলাহি । এনামূল হক জানান, 2020 সালে এই আধার কার্ডটি তিনি বানিয়েছিলেন ৷ উত্তরপ্রদেশের নয়ডার এক দালালকে 20 হাজার টাকা দিয়ে চিকিৎসায় ছাড় পাওয়ার জন্য আধার কার্ডটি বানিয়েছিলেন ৷

Aadhaar and PAN Card
এদেশের ভিসা এবং আধার কার্ড (ইটিভি ভারত)

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, বাংলাদেশের নাগরিকের কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড পাওয়ার পর তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, 2020 সালে এই আধার কার্ডটি তিনি বানিয়েছিলেন ৷ এরপর ইমিগ্রেশন দফতর থেকে কলকাতার ফরেনার রিনিওনাল রেজিস্ট্রেশন অফিসের নির্দেশে তাঁদের ভারতে প্রবেশে প্রত্যাখ্যান করা হয় ।

চ্যাংরাবান্ধা, 6 অগস্ট: ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে বিপত্তি । ফের বাংলাদেশে ফিরে যেতে হল দম্পতিকে । তাঁদের ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড । এরপর ভারতে আর ঢুকতে দেওয়া হল না বাংলাদেশের দম্পতিকে । ফের বাংলাদেশে পাঠানো হল । জানা গিয়েছে, আজ দুপুরে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এই দম্পতি । এদেশে চিকিৎসা করাতে আসার পথে ইমিগ্রেশনে গিয়ে ধরা পড়েন তাঁরা ।

বাংলাদেশের দম্পতির কাছে মিলল আধার-প্যান কার্ড (ইটিভি ভারত)

ভিসা নিয়ে ভারতে আসা বাংলাদেশের নাগরিকের কাছে এদেশের আধার কার্ড কী করে এল, তা ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য । ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক চেকপোস্ট চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এদেশের আধার কার্ড-সহ ধরা পড়েন বাংলাদেশের নাগরিক । সাত বছরের ছেলেকে নিয়ে 7 দিনের ভিসায় নয়াদিল্লিতে চিকিৎসা করানোর উদ্দেশ্যে ভারতে ঢোকেন তাঁরা । ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধারের বিষয়টি সামনে আসতেই যাবতীয় ফর্মালিটি পূরণ করে বাংলাদেশে পুশব্যাক করা হয় দম্পতিকে ।

জানা গিয়েছে, ওই দু’জনের নাম এনামূল হক ও সঞ্জিদা জিনাত ইলাহি । এনামূল হক জানান, 2020 সালে এই আধার কার্ডটি তিনি বানিয়েছিলেন ৷ উত্তরপ্রদেশের নয়ডার এক দালালকে 20 হাজার টাকা দিয়ে চিকিৎসায় ছাড় পাওয়ার জন্য আধার কার্ডটি বানিয়েছিলেন ৷

Aadhaar and PAN Card
এদেশের ভিসা এবং আধার কার্ড (ইটিভি ভারত)

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, বাংলাদেশের নাগরিকের কাছ থেকে ভারতীয় আধার কার্ড ও প্যান কার্ড পাওয়ার পর তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, 2020 সালে এই আধার কার্ডটি তিনি বানিয়েছিলেন ৷ এরপর ইমিগ্রেশন দফতর থেকে কলকাতার ফরেনার রিনিওনাল রেজিস্ট্রেশন অফিসের নির্দেশে তাঁদের ভারতে প্রবেশে প্রত্যাখ্যান করা হয় ।

Last Updated : Aug 6, 2024, 10:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.